ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • সান্ত্বনার জন্য যিহোবার দিকে তাকান
    ১৯৯৬ প্রহরীদুর্গ | নভেম্বর ১
    • ১৪. (ক) কোন্‌ প্রতিজ্ঞা যীশু তাঁর মৃত্যুর পূর্ব রাতে করেছিলেন? (খ) ঈশ্বরের পবিত্র আত্মার সান্ত্বনা থেকে সম্পূর্ণরূপে উপকার পেতে হলে আমাদের কী করা প্রয়োজন?

      ১৪ তাঁর মৃত্যুর পূর্বের রাতে, যীশু তাঁর বিশ্বস্ত প্রেরিতদের কাছে স্পষ্ট করেছিলেন যে তিনি শীঘ্রই তাদের ছেড়ে তাঁর পিতার কাছে ফিরে যাবেন। এটি তাদের উদ্বিগ্ন ও দুঃখিত করেছিল। (যোহন ১৩:৩৩, ৩৬; ১৪:২৭-৩১) তাদের ক্রমাগত সান্ত্বনার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, যীশু প্রতিজ্ঞা করেছিলেন: “আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন।” (যোহন ১৪:১৬, পাদটীকা, NW) যীশু এখানে ঈশ্বরের পবিত্র আত্মা সম্বন্ধে উল্লেখ করেছিলেন, যা তাঁর পুনরুত্থানের ৫০ দিন পরে তাঁর শিষ্যদের উপর বর্ষিত হয়েছিল।a অন্যান্য বিষয়গুলির মধ্যে, ঈশ্বরের আত্মা তাদের পরীক্ষার সময়ে সান্ত্বনা দিয়েছিল এবং ক্রমাগত ঈশ্বরের ইচ্ছা পালন করতে তাদের শক্তিশালী করেছিল। (প্রেরিত ৪:৩১) কিন্তু, এইরূপ সাহায্যকে স্বয়ংক্রিয় হিসাবে দেখা উচিত নয়। এর থেকে পূর্ণ উপকারিতা লাভ করতে হলে, প্রত্যেক খ্রীষ্টানকে সান্ত্বনাদায়ক সাহায্যের জন্য অবশ্যই ক্রমাগত প্রার্থনা করতে হবে যা ঈশ্বর তাঁর পবিত্র আত্মার মাধ্যমে সরবরাহ করেন।—লূক ১১:১৩.

  • সান্ত্বনার জন্য যিহোবার দিকে তাকান
    ১৯৯৬ প্রহরীদুর্গ | নভেম্বর ১
    • a প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের উপর ঈশ্বরের আত্মার অন্যতম প্রধান উল্লেখযোগ্য কাজ ছিল, তাদের ঈশ্বরের দত্তক আধ্যাত্মিক পুত্র এবং যীশুর ভাই হিসাবে অভিষিক্ত করা। (২ করিন্থীয় ১:২১, ২২) এটি শুধুমাত্র খ্রীষ্টের ১,৪৪,০০০ জন শিষ্যদের জন্য সংরক্ষিত। (প্রকাশিত বাক্য ১৪:১, ৩) আজকে সদয়ভাবে বিপুল সংখ্যক খ্রীষ্টানদের পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবনের আশা দেওয়া হয়েছে। যদিও অভিষিক্ত নয়, তবু তারাও ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্য ও সান্ত্বনা লাভ করে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার