ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ২/১ পৃষ্ঠা ১৪-১৯
  • “তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ”
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিষয়গুলি যা তারা শুনেছিল
  • যে মনোভাব তিনি দেখিয়েছিলেন
  • ঈশ্বরের উপর তাঁর নম্র নির্ভরতা
  • তাঁর প্রতি আমাদের প্রেম প্রকাশ করা
  • ‘খ্রীষ্টের প্রেম জানিতে সমর্থ হওয়া’
    যিহোবার নিকটবর্তী হোন
  • পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার জন্য প্রশিক্ষিত
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশু খ্রিস্ট কে?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আজকে যিহোবা আমাদের কাছ থেকে কী চান?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ২/১ পৃষ্ঠা ১৪-১৯

“তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ”

“তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ; . . . দেখিতে পাইতেছ না, তথাপি তাঁহাতে বিশ্বাস করিয়া . . . উল্লাস করিতেছ।”—১ পিতর ১:৮.

১. যদিও আজকে পৃথিবীতে কেউই যীশুকে দেখেনি, তবুও কিভাবে কিছু ধর্মীয় লোকেরা তাঁর প্রতি ভক্তি দেখাতে প্রবল চেষ্টা করে থাকে?

আজকে যারা পৃথিবীতে বেঁচে আছে তাদের মধ্যে কেউ কখনও যীশু খ্রীষ্টকে দেখেনি। তবুও, কোটি কোটি লোকেরা তাঁকে প্রেম করে বলে দাবি করে থাকে। ফিলিপাইন্সের ম্যানিলাতে, প্রত্যেক বছর ৯ই জানুয়ারি, ক্রুশ বহনকারী যীশু খ্রীষ্টের একটি পূর্ণ-আকৃতি মূর্তি রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যেটিকে দেশের জনপ্রিয় ধর্মের সর্বাপেক্ষা ব্যাপক, সর্বাপেক্ষা রোমাঞ্চকর প্রদর্শন হিসাবে বর্ণনা করা হয়েছে। উত্তেজিত জনতা ধাক্কাধাক্কি করে থাকে; মূর্তিটিকে স্পর্শ করার জন্য লোকেরা এমনকি ক্ষিপ্ত প্রচেষ্টায় একে অন্যের দেহের উপরে উঠতে থাকে। অনেকে যারা এটি দেখার জন্য উপস্থিত হয় তারা প্রধানত উৎসব-সংক্রান্ত শোভাযাত্রা দ্বারা আকৃষ্ট হয়। তবুও, নিঃসন্দেহে তাদের মধ্যে কিছুজন হল সেই লোক, যারা যীশুর প্রতি আন্তরিক আকর্ষণ অনুভব করে। এর প্রমাণস্বরূপ তারা হয়ত ক্রুশবিদ্ধ যীশুর মূর্তি পরতে পারে অথবা হয়ত নিয়মিতভাবে গির্জায় গিয়ে থাকে। কিন্তু, এইরূপ প্রতিমাপূজা কি সত্য উপাসনা হিসাবে গণ্য হতে পারে?

২, ৩. (ক) যীশুর অনুগামীদের মধ্যে কারা প্রকৃতপক্ষে তাঁকে দেখেছিল এবং শুনেছিল? (খ) প্রথম শতাব্দীতে আর কারা যীশুকে প্রেম করেছিল এবং তাঁর উপর বিশ্বাস রেখেছিল, যদিও তারা ব্যক্তিগতভাবে তাঁকে কখনও দেখেনি?

২ প্রথম শতাব্দীতে, যিহূদীয়া, শমরিয়া, পিরিয়া এবং গালীলের রোমীয় প্রদেশে হাজার হাজার লোকেরা ছিল যারা ব্যক্তিগতভাবে যীশু খ্রীষ্টকে দেখেছিল এবং শুনেছিল। যখন তিনি ঈশ্বরের রাজ্য সম্পর্কিত হৃদয়-উদ্রেককারী সত্যগুলি ব্যাখ্যা করেছিলেন তখন তারা তা শুনেছিল। তিনি যে অলৌকিক কাজগুলি সম্পাদন করেছিলেন তারা সেগুলির প্রত্যক্ষদর্শী ছিল। তাদের মধ্যে কিছুজন তাঁর উৎসর্গীকৃত শিষ্য হয়েছিল, এটি বিশ্বাস করে যে তিনিই ছিলেন “খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্ত্র।” (মথি ১৬:১৬) কিন্তু, যাদের কাছে প্রেরিত পিতর তাঁর প্রথম অনুপ্রাণিত পত্রটি লিখেছিলেন তারা এদের অন্তর্ভুক্ত ছিল না।

৩ পিতর যাদের সম্বোধন করেছিলেন তারা রোমীয় প্রদেশের পন্ত, গালাতিয়া, কাপ্পাদকিয়া, এশিয়া এবং বিথুনিয়ার ছিল—যেগুলি আধুনিক-দিনের তুরস্ক এলাকায় অবস্থিত। তাদের উদ্দেশ্যে পিতর লিখেছিলেন: “তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ; এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাঁহাতে বিশ্বাস করিয়া অনির্ব্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ।” (১ পিতর ১:১, ৮) তাঁকে প্রেম এবং তাঁর উপর বিশ্বাস অনুশীলন করার পর্যায় পর্যন্ত তারা যীশু খ্রীষ্টকে কিভাবে যথেষ্ট পরিমাণে জানতে পেরেছিল?

৪, ৫. সেই লোকেরা যারা যীশুকে কখনও দেখেনি তারা কিভাবে তাঁকে প্রেম করা এবং তাঁর উপর বিশ্বাস রাখার জন্য তাঁর সম্পর্কে যথেষ্ট জেনেছিল?

৪ এটি স্পষ্ট প্রতীয়মান যে, কয়েকজন যিরূশালেমে ছিল যখন প্রেরিত পিতর সা.শ. ৩৩ সালে পঞ্চাশত্তমীর উৎসবে উপস্থিত জনতার কাছে সাক্ষ্য দিয়েছিলেন। উৎসবের পর প্রেরিতদের কাছ থেকে আরও তথ্য জানার জন্য অনেক শিষ্যেরা যিরূশালেমে থেকে গিয়েছিল। (প্রেরিত ২:৯, ৪১, ৪২; তুলনা করুন ১ পিতর ১:১.) বারংবার মিশনারী যাত্রায়, প্রেরিত পৌল সেই সব লোকেদের মধ্যে এক উদ্দীপনাপূর্ণ পরিচর্যা চালিয়ে যান যারা সেই এলাকায় বাস করত যেখানে পরবর্তীকালে পিতর তার নাম বহনকারী প্রথম বাইবেল-সংক্রান্ত পত্রটি পাঠিয়েছিলেন।—প্রেরিত ১৮:২৩; ১৯:১০; গালাতীয় ১:১, ২.

৫ সেই লোকেরা, যারা যীশুকে কখনও দেখেনি তারা কেন অত্যন্ত দৃঢ়ভাবে তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিল? আমাদের দিনে, কেন পৃথিবীর চতুর্দিকের লক্ষেরও অধিক লোকেরা, তাঁকে গভীরভাবে ভালবাসে?

বিষয়গুলি যা তারা শুনেছিল

৬. (ক) আপনি যদি সা.শ. ৩৩ সালে পঞ্চাশত্তমীতে যীশু সম্পর্কে পিতরের সাক্ষ্য শুনতেন, তবে আপনি কী জানতে পারতেন? (খ) এটি প্রায় ৩,০০০ জনের উপর কী প্রভাব বিস্তার করেছিল যারা উপস্থিত ছিল?

৬ যখন পিতর সা.শ. ৩৩ সালে সেই উৎসবে জনতার সাথে কথা বলেছিলেন তখন আপনি যদি যিরূশালেমে থাকতেন, আপনি যীশু সম্পর্কে কী জানতে পারতেন? সমস্ত সন্দেহের উর্দ্ধে বলা যায়, যে অলৌকিক কাজগুলি তিনি করেছিলেন তা দেখিয়েছিল তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত। তাই, যদিও পাপী মানুষেরা যীশুকে হত্যা করেছিল, তবুও তিনি আর কবরে থাকেননি, বরঞ্চ পুনরুত্থিত এবং তারপর স্বর্গে ঈশ্বরের দক্ষিণে মহিমান্বিত হয়েছিলেন। বাস্তবিকপক্ষে, যীশুই ছিলেন, খ্রীষ্ট, মশীহ যার সম্বন্ধে ভাববাদীরা লিখেছিলেন। সেই যীশু খ্রীষ্টের মাধ্যমে, পবিত্র আত্মা তাঁর অনুগামীদের উপর বর্ষিত হয়েছিল যাতে করে তারা অনেক জাতি থেকে আগত লোকেদের কাছে চমকপ্রদ বিষয়গুলি যা ঈশ্বর তাঁর পুত্রের মাধ্যমে করছিলেন সেই সম্বন্ধে সাক্ষ্য দিতে দ্রুত সক্ষম হয়। অনেকে যারা ঐ অনুষ্ঠানে পিতরের কথা শুনেছিল তাদের হৃদয় গভীরভাবে প্রণোদিত হয়েছিল এবং প্রায় ৩,০০০ জন খ্রীষ্টান শিষ্য হিসাবে বাপ্তিস্মিত হয়েছিল। (প্রেরিত ২:১৪-৪২) যদি আপনি সেখানে থাকতেন, আপনি কি এইরূপ চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারতেন?

৭. (ক) আপনি যদি আন্তিয়খিয়ায় থাকতেন যখন প্রেরিত পৌল সেখানে প্রচার করেছিলেন, আপনি হয়ত কী জানতে পারতেন? (খ) জনতার মধ্যে কেন কিছুজন বিশ্বাসী হয়েছিল এবং অন্যদের সাথে সুসমাচার বন্টন করেছিল?

৭ যখন পৌল গালাতিয়ার রোমীয় প্রদেশে আন্তিয়খিয়ায় শিক্ষা দিয়েছিলেন তখন আপনি যদি সেই উপস্থিত লোকেদের মধ্যে থাকতেন, সম্ভবত আপনি যীশু সম্পর্কে আরও কী জানতে পারতেন? আপনি শুনতে পেতেন যে পৌল ব্যাখ্যা করছেন যে, যিরূশালেমে শাসকদের দ্বারা যীশুর প্রাণদণ্ড হওয়ার বিষয়টি ভাববাদীদের দ্বারা ভাববাণী করা হয়েছিল। যীশুর পুনরুত্থানের প্রত্যক্ষদর্শী প্রমাণ সম্বন্ধেও আপনি শুনতে পেতেন। পৌলের ব্যাখ্যা দ্বারা আপনি নিশ্চিতভাবে প্রভাবিত হতেন যে মৃত্যু থেকে যীশুকে পুনরুত্থিত করার দ্বারা, যিহোবা দৃঢ় প্রমাণ দিয়েছিলেন যে ইনিই ছিলেন ঈশ্বরের পুত্র। আর আপনার হৃদয় কি কৃতজ্ঞ হত না যখন আপনি জানতে পারতেন যে যীশুতে বিশ্বাসের দ্বারা পাপের ক্ষমা সম্ভবপর হয়েছে যা অনন্ত জীবনে পরিচালিত করতে পারত? (প্রেরিত ১৩:১৬-৪১, ৪৬, ৪৭; রোমীয় ১:৪) তারা যা শুনছিল তার তাৎপর্য উপলব্ধি করতে পেরে, আন্তিয়খিয়ায় কয়েকজন শিষ্য হয়, অন্যদের সাথে সক্রিয়ভাবে সুসমাচার বন্টন করতে থাকে, এমনকি যদিও তা করার অর্থ ছিল যে তারা প্রচণ্ড তাড়নার সম্মুখীন হবে।—প্রেরিত ১৩:৪২, ৪৩, ৪৮-৫২; ১৪:১-৭, ২১-২৩.

৮. আপনি যদি ইফিষীয় মণ্ডলীর সভাগুলিতে থাকতেন যখন তারা পৌলের পত্রটি পেয়েছিল, আপনি কী জানতে পারতেন?

৮ যখন সেখানে শিষ্যদের উদ্দেশ্যে পৌলের অনুপ্রাণিত পত্রটি পেয়েছিল, তখন আপনি যদি এশিয়ার রোমীয় প্রদেশে, ইফিষের খ্রীষ্টীয় মণ্ডলীর সাথে মেলামেশা করতেন, তাহলে সে সম্বন্ধে কী বলা যায়? ঈশ্বরের উদ্দেশ্যে যীশুর ভূমিকা সম্পর্কে এটি থেকে আপনি কী জানতে পারতেন? ঐ পত্রে পৌল ব্যাখ্যা করেছিলেন যে খ্রীষ্টের মাধ্যমে স্বর্গের ও পৃথিবীর সমস্তকিছু ঈশ্বরের সাথে সম্মিলিত হবে, খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সেই অনুগ্রহ-দান সকল জাতির লোকেদের প্রতি প্রসারিত করা হবে, সেই ব্যক্তিবিশেষেরা যারা তাদের পাপের কারণে ঈশ্বরের দৃষ্টিতে মৃত তারা খ্রীষ্টের উপর বিশ্বাসের মাধ্যমে জীবিত হবে আর এই ব্যবস্থার ফলস্বরূপ, মানুষের পক্ষে পুনরায় ঈশ্বরের প্রিয় পুত্র হওয়া সম্ভব হবে।—ইফিষীয় ১:১, ৫-১০; ২:৪, ৫, ১১-১৩.

৯. (ক) ইফিষীয়দের প্রতি পৌল যা লিখেছিলেন তার তাৎপর্য আপনি ব্যক্তিগতভাবে বোঝেন কি না তা উপলব্ধি করতে কী আপনাকে সাহায্য করতে পারে? (খ) পিতরের দ্বারা উল্লেখিত রোমীয় প্রদেশে ভাইয়েরা যীশু সম্পর্কে যা জেনেছিল তার দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিল?

৯ এই সমস্তকিছুর প্রতি আপনার উপলব্ধিবোধ কি ঈশ্বরের পুত্রের জন্য আপনার প্রেমকে গভীরতর করত? সেই প্রেম কি আপনার প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করত, যেমন প্রেরিত পৌল ইফিষীয় ৪ থেকে ৬ অধ্যায়ে এই সম্বন্ধে উৎসাহিত করেছিলেন? এইরূপ উপলব্ধিবোধ কি সতর্কতার সাথে আপনাকে আপনার জীবনে নিজস্ব অগ্রাধিকারগুলি পরীক্ষা করতে প্রণোদিত করত? ঈশ্বরের প্রতি প্রেম এবং তাঁর পুত্রের প্রতি কৃতজ্ঞতার কারণে, আপনি কি প্রয়োজনীয় পরিবর্তনগুলি করতেন যাতে করে ঈশ্বরের ইচ্ছা পালন করা সত্যই আপনার জীবনের প্রধান বিষয় হয়? (ইফিষীয় ৫:১৫-১৭) এশিয়া, গালাতিয়া এবং অন্যান্য রোমীয় প্রদেশের খ্রীষ্টানেরা যা শিখছিল তার দ্বারা যেভাবে প্রভাবিত হয়েছিল, সেই সম্বন্ধে প্রেরিত পিতর তাদের উদ্দেশ্যে লিখেছিলেন: “তোমরা তাঁহাকে [যীশু খ্রীষ্টকে] না দেখিয়াও প্রেম করিতেছ; . . . তাঁহাতে বিশ্বাস করিয়া অনির্ব্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ।”—১ পিতর ১:৮.

১০. (ক) যীশুর প্রতি প্রাথমিক খ্রীষ্টানদের প্রেমে কোন্‌ বিষয়গুলি নিঃসন্দেহে অবদান রাখে? (খ) আমরাও কিভাবে উপকৃত হতে পারি?

১০ সেখানে আরও কিছু ছিল যা সেই সমস্ত প্রাথমিক খ্রীষ্টানেরা যাদের পিতর সম্বোধন করেছিলেন তারা ঈশ্বরের পুত্রের প্রতি যে প্রেম অনুভব করেছিল তাতে নিঃসন্দেহে অবদান রেখেছিল। সেটি কী ছিল? যে সময়ে পিতর তাঁর প্রথম পত্রটি লিখেছিলেন, সুসমাচারগুলির অন্ততপক্ষে দুটি—মথি ও লূক—ইতিমধ্যেই বিতরিত হয়েছিল। প্রথম-শতাব্দীর খ্রীষ্টানেরা যারা কখনও যীশুকে দেখেনি তারা এই সুসমাচার বিবরণগুলি পড়তে পারত। আমরাও পারি। সুসমাচারগুলি কোন কাল্পনিক বিবরণ নয়; সেগুলি সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ইতিহাসের বৈশিষ্ট্যমণ্ডিত। ঐ অনুপ্রাণিত বিবরণগুলিতে, আমরা অনেক কিছু খুঁজে পাই যা ঈশ্বরের পুত্রের প্রতি আমাদের প্রেমকে গভীরতর করে।

যে মনোভাব তিনি দেখিয়েছিলেন

১১, ১২. অন্যান্য মানুষদের প্রতি যীশু যে মনোভাব দেখিয়েছিলেন সেই সম্পর্কে কী বলা যায় যা তাঁকে প্রেম করতে আপনাকে পরিচালিত করে?

১১ যীশুর জীবনের এই লিখিত বিবরণে, তিনি যেভাবে অন্যান্য মানুষদের সাথে আচরণ করেছিলেন সেই বিষয়ে আমরা জানতে পারি। যে মনোভাব তিনি দেখিয়েছেন তা তাঁর মৃত্যুর ১,৯৬০ বছরেরও বেশি সময় পরে, এমনকি এখনও লোকেদের হৃদয় স্পর্শ করে। জীবিত প্রত্যেকে পাপের প্রভাবগুলি দ্বারা ভারগ্রস্ত। কোটি কোটি লোকেরা অন্যায়ের শিকার, অসুস্থতার সাথে লড়াই করে অথবা অন্য কারণগুলির জন্য ধ্বংসাত্মক হতাশা বোধ করে। এইরূপ সকলের প্রতি যীশু বলেন: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার যোঁয়ালি সহজ ও আমার ভার লঘু।”—মথি ১১:২৮-৩০.

১২ যীশু দরিদ্র, ক্ষুধার্ত এবং যারা শোকার্ত ছিল তাদের প্রতি সংবেদনশীল আগ্রহ দেখিয়েছিলেন। যখন পরিস্থিতি এটিকে প্রয়োজনীয় করে তুলেছিল, তিনি এমনকি বিরাট জনতাকে অলৌকিকভাবে খাইয়েছিলেন। (লূক ৯:১২-১৭) তিনি তাদের দাসত্বের পরম্পরাগত বিধিগুলি থেকে মুক্ত করেছিলেন। এছাড়াও তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়ন শেষ করার জন্য ঈশ্বরের ব্যবস্থায় তাদের বিশ্বাস গড়ে তুলেছিলেন। যীশু তাদের আত্মাকে চূর্ণ করেননি যারা ইতিমধ্যে নিপীড়িত ছিল। কোমলতা এবং প্রেমের দ্বারা তিনি দক্ষভাবে নম্রদের তুলে ধরেছিলেন। যারা থেৎলা নলের মত যা নুয়ে পড়েছে এবং যারা সধূম শলিতার মত যা প্রায় নিভে যাওয়ার অবস্থায় এসে পৌঁছেছে তাদের সতেজ করেছিলেন। বর্তমান দিন পর্যন্ত, তাঁর নাম আশাকে অনুপ্রাণিত করে, এমনকি তাদের হৃদয়েও যারা তাঁকে কখনও দেখেনি।—মথি ১২:১৫-২১; ১৫:৩-১০.

১৩. পাপীদের সাথে যীশু যেভাবে আচরণ করেছিলেন তা কেন লোকেদের আকৃষ্ট করে?

১৩ যীশু অপরাধ অনুমোদন করেননি, যদিও তিনি লোকেদের যারা জীবনে ভুল করেছিল, কিন্তু অনুতপ্ত হয়েছিল ও সাহায্যের জন্য তাঁর কাছে ফিরেছে তাদের প্রতি অনুকম্পা দেখিয়েছিলেন। (লূক ৭:৩৬-৫০) তিনি সেই সব লোকেদের সাথে ভোজনে বসেছিলেন যারা সমাজে ঘৃণ্য ছিল যদি তিনি অনুভব করতেন যে এটি তাদের আধ্যাত্মিকভাবে গড়ে তোলার জন্য একটি সুযোগ প্রদান করবে। (মথি ৯:৯-১৩) যে মনোভাব তিনি প্রদর্শন করেছিলেন তার ফলস্বরূপ, অনুরূপ পরিস্থিতির কোটি কোটি লোকেরা যারা কখনও যীশুকে দেখেনি তারা তাঁকে জানতে ও তাঁর উপর বিশ্বাস স্থাপন করতে প্রণোদিত হয়েছে।

১৪. যারা অসুস্থ, অক্ষম অথবা শোকসন্তপ্ত ছিল তাদের যীশু যেভাবে সাহায্য করেছিলেন সেই বিষয়ে কী আপনার হৃদয়কে স্পর্শ করে?

১৪ যেভাবে যীশু সেই সব লোক যারা অসুস্থ অথবা অক্ষম তাদের সাথে আচরণ করেছিলেন তা তাঁর আন্তরিকতা ও করুণা এবং সেইসাথে তাদের স্বস্তি প্রদান করার তাঁর ক্ষমতা সম্বন্ধে প্রমাণ দেয়। তাই, যখন একজন কুষ্ঠরোগী তাঁর নিকটবর্তী হয়েছিল এবং তাঁর কাছে সাহায্যের জন্য মিনতি করেছিল, যীশু সেখান থেকে সরে যাননি। আর তিনি লোকটিকে বলেননি যে, যদিও তিনি তার জন্য করুণা বোধ করছেন, তবুও রোগ এত বৃদ্ধি পেয়েছে যে সাহায্য করার জন্য আর কিছুই করার নেই। লোকটি মিনতি করেছিল: “হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন।” ইতস্তত না করেই, যীশু কাছে গিয়েছিলেন এবং কুষ্ঠীকে স্পর্শ করেছিলেন এই বলে: “আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও।” (মথি ৮:২, ৩) অপর একটি উপলক্ষে একজন মহিলা অলক্ষ্যে তাঁর বস্ত্রের থোপ স্পর্শ করার দ্বারা আরোগ্য হওয়ার চেষ্টা করেছিলেন। যীশু তাঁর সাথে দয়ালু এবং আশ্বাসদায়কভাবে আচরণ করেছিলেন। (লূক ৮:৪৩-৪৮) আর যখন তিনি একটি শব যাত্রার সম্মুখীন হয়েছিলেন, তিনি শোকাহত বিধবা যার একমাত্র পুত্র মারা গিয়েছিল তার প্রতি করুণা বোধ করেছিলেন। যদিও অলৌকিকভাবে নিজের জন্য খাবারের ব্যবস্থা করতে তিনি তাঁর ঈশ্বর-দত্ত ক্ষমতা ব্যবহার করাকে প্রত্যাখান করেছিলেন, তিনি সেই মৃত ব্যক্তিকে পুনরুত্থিত করতে এবং তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে তা স্বচ্ছন্দ্যে ব্যবহার করেছিলেন।—লূক ৪:২-৪; ৭:১১-১৬.

১৫. যীশু সম্পর্কিত বিবরণ পড়া এবং তার উপর ধ্যান করা কিভাবে আপনাকে প্রভাবিত করে?

১৫ যতই আমরা এই বিবরণগুলি পড়ি এবং যীশু যে মনোভাব প্রদর্শন করেছিলেন তার উপর ধ্যান করি, ততই এই ব্যক্তির প্রতি আমাদের প্রেম গভীরতর হয় যিনি তাঁর মানব জীবনকে প্রদান করেছিলেন যাতে করে আমরা অনন্তকাল বেঁচে থাকতে পারি। এমনকি যদিও আমরা কখনও তাঁকে দেখিনি, আমরা তাঁর প্রতি আকর্ষণ অনুভব করি আর আমরা তাঁর পদচিহ্ন অনুসরণ করতে চাই।—১ পিতর ২:২১.

ঈশ্বরের উপর তাঁর নম্র নির্ভরতা

১৬. কার প্রতি যীশু প্রধান মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন এবং তিনি আমাদের কী করতে উৎসাহিত করেছিলেন?

১৬ এই সমস্ত কিছুর উর্দ্ধে, যীশু তাঁর এবং আমাদের মনোযোগ তাঁর স্বর্গীয় পিতা, যিহোবা ঈশ্বরের উপর কেন্দ্রীভূত করেছিলেন। তিনি ব্যবস্থার সর্বমহৎ আজ্ঞা শনাক্ত করেছিলেন এই বলে: “তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে [“যিহোবাকে,” NW] প্রেম করিবে।” (মথি ২২:৩৬, ৩৭) তিনি তাঁর শিষ্যদের উপদেশ দিয়েছিলেন: “ঈশ্বরে বিশ্বাস রাখ।” (মার্ক ১১:২২) যখন তারা তাদের বিশ্বাসের এক গুরুতর পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তিনি তাদের পরামর্শ দিয়েছিলেন: “প্রার্থনা কর।”—মথি ২৬:৪১.

১৭, ১৮. (ক) পিতার উপর তাঁর নম্র নির্ভরতা যীশু কিভাবে প্রদর্শন করেছিলেন? (খ) তিনি যা করেছিলেন তা কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

১৭ যীশু নিজে উদাহরণ স্থাপন করেছিলেন। প্রার্থনা ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। (মথি ১৪:২৩; লূক ৯:২৮; ১৮:১) যখন তাঁর শিষ্যদের মনোনীত করার সময়টি এসেছিল, যীশু কেবলমাত্র তাঁর নিজস্ব বিবেচনার উপর নির্ভর করেননি, যদিও পূর্বে স্বর্গের সমস্ত দূতেরা তাঁর তত্ত্বাবধানের অধীনে ছিল। নম্রভাবে তিনি তাঁর পিতার কাছে প্রার্থনার জন্য একটি সম্পূর্ণ রাত অতিবাহিত করেছিলেন। (লূক ৬:১২, ১৩) যখন তিনি গ্রেপ্তার ও যন্ত্রণাদায়ক মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, যীশু পুনরায় পিতার প্রতি ফিরেছিলেন, আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। তিনি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেননি যে তিনি শয়তানকে ভালভাবে জানেন এবং সেই দুষ্ট ব্যক্তি যাই পরিকল্পনা করুক না কেন তা সহজে মোকাবিলা করতে পারবেন। যীশু উপলব্ধি করেছিলেন যে তাঁর ব্যর্থ না হওয়া কতটা গুরুত্বপূর্ণ। ব্যর্থতা তাঁর পিতার জন্য কতই না এক নিন্দা নিয়ে আসতে পারত! আর মানবজাতির জন্য কতই না এক ক্ষতি, যাদের জীবনের প্রত্যাশা সেই বলিদানের উপর নির্ভর করেছিল যা যীশুকে প্রদান করতে হবে!

১৮ যীশু বারংবার প্রার্থনা করেছিলেন—যখন তিনি তাঁর প্রেরিতদের সাথে যিরূশালেমের একটি উপরের কক্ষে ছিলেন এবং এমনকি গেৎশিমানীর বাগানে আরও ঐকান্তিকভাবে। (মথি ২৬:৩৬-৪৪; যোহন ১৭:১-২৬; ইব্রীয় ৫:৭) যাতনাদণ্ডে কষ্টভোগ করার সময়ে, যারা তাঁকে উপহাস করেছিল তাদের তিনি তিরস্কার করেননি। পরিবর্তে, যারা অজ্ঞানতার কাজ করছিল তাদের জন্য তিনি প্রার্থনা করেছিলেন: “পিতঃ, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহা জানে না।” (লূক ২৩:৩৪) তিনি তাঁর পিতার প্রতি মন কেন্দ্রীভূত রেখেছিলেন, “যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাঁহার উপর ভার রাখিতেন।” শেষ বাক্যগুলি যা তিনি যাতনাদণ্ডের উপর থেকে বলেছিলেন তা তাঁর পিতার নিকট একটি প্রার্থনা ছিল। (১ পিতর ২:২৩; লূক ২৩:৪৬) আমরা কতই না কৃতজ্ঞ যে, যিহোবার উপর সম্পূর্ণ নির্ভরতা সহকারে, যীশু বিশ্বস্তভাবে কার্যভারটি সম্পাদন করেছিলেন যেটি তাঁর পিতা তাঁর উপর সমর্পণ করেছিলেন! যদিও আমরা যীশু খ্রীষ্টকে কখনও দেখিনি, তবুও তিনি যা করেছেন তার জন্য তাঁকে আমরা কত গভীরভাবেই না প্রেম করি!

তাঁর প্রতি আমাদের প্রেম প্রকাশ করা

১৯. যীশুর প্রতি প্রেম প্রকাশের ক্ষেত্রে, কোন্‌ অভ্যাসগুলি আমাদের সম্পূর্ণভাবে অনুপযুক্ত হিসাবে পরিহার করতে হবে?

১৯ আমরা কিভাবে প্রমাণ দিতে পারি যে, যে প্রেম সম্বন্ধে আমরা দাবি করি তা শুধু কথার চেয়েও অধিক কিছু? যেহেতু তাঁর পিতা, যাঁকে যীশু প্রেম করেছিলেন, মূর্তি তৈরি এবং ভক্তি প্রদর্শনের বস্তু হিসাবে এগুলি ব্যবহার করাকে নিষিদ্ধ করেছিলেন, তাই মালায় এইরূপ একটি মূর্তি গলায় পরা অথবা রাস্তায় তা বহন করার দ্বারা নিশ্চিতভাবেই আমরা যীশুর প্রতি কোন সম্মান নিয়ে আসি না। (যাত্রাপুস্তক ২০:৪, ৫; যোহন ৪:২৪) আমাদের ধর্মীয় পরিচর্যাগুলিতে যোগদান করা, এমনকি সপ্তাহে কয়েকবার তা করা যীশুর প্রতি কোন সম্মান নিয়ে আসে না, যদি আমরা সপ্তাহের বাকি সময়ে তাঁর শিক্ষাগুলির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন না করি। যীশু বলেছিলেন: “যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন।”—যোহন ১৪:২১, ২৩; ১৫:১০.

২০. কিছু বিষয় কী যা দেখাবে আমরা যীশুকে সত্যই প্রেম করি কি না?

২০ কোন্‌ আজ্ঞাগুলি তিনি আমাদের দেন? সর্বাগ্রে, সত্য ঈশ্বর, যিহোবাকে এবং একমাত্র তাঁকেই উপাসনা করতে বলেন। (মথি ৪:১০; যোহন ১৭:৩) ঈশ্বরের উদ্দেশ্যে তাঁর ভূমিকার কারণে, যীশু এটিও শিখিয়েছিলেন যে ঈশ্বরের পুত্র হিসাবে আমাদের অবশ্যই তাঁর উপর বিশ্বাস অনুশীলন করতে হবে এবং মন্দ কাজগুলি পরিহার করা ও জ্যোতিতে চলার দ্বারা আমাদের অবশ্যই তা দেখাতে হবে। (যোহন ৩:১৬-২১) শারীরিক প্রয়োজনগুলি সম্পর্কে উদ্বেগের অগ্রে এগুলি রাখার দ্বারা ঈশ্বরের রাজ্য এবং তাঁর ধার্মিকতার বিষয়ে প্রথমে চেষ্টা করতে তিনি আমাদের পরামর্শ দিয়েছিলেন। (মথি ৬:৩১-৩৩) তিনি আমাদের আজ্ঞা দিয়েছিলেন তিনি যেমন আমাদের প্রেম করেছেন আমরাও তেমনি একে অপরকে প্রেম করব। (যোহন ১৩:৩৪; ১ পিতর ১:২২) আর তিনি আমাদের ঈশ্বরের উদ্দেশ্যের বিষয়ে সাক্ষী হওয়ার কার্যভার অর্পণ করেছিলেন, এমনকি যেমন তিনি ছিলেন। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০; প্রকাশিত ৩:১৪) যদিও তারা কখনও যীশুকে দেখেনি, তবুও প্রায় ৫০ লক্ষ যিহোবার সাক্ষী ঐ আজ্ঞাগুলি পালন করার জন্য তাঁর প্রতি অকৃত্রিম প্রেমের দ্বারা প্রণোদিত হয়। ব্যক্তিগতভাবে যীশুকে না দেখা কোনক্রমেই তাদের বাধ্য হওয়ার সংকল্পকে দুর্বল করে না। তাদের প্রভু প্রেরিত থোমাকে যা বলেছিলেন তা তারা মনে রাখে: “তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ? ধন্য [“সুখী,” NW] তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল।”—যোহন ২০:২৯.

২১. খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক, যা এই বছর ২৩শে মার্চ রবিবার অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত হওয়া থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি?

২১ আশা করা হচ্ছে যে আপনিও তাদের মধ্যে থাকবেন যারা জগদ্ব্যাপী ১৯৯৭ সালের ২৩শে মার্চ রবিবার সূর্যাস্তের পর, মানবজাতির প্রতি ঈশ্বরের প্রেমের সর্বমহৎ অভিব্যক্তিকে স্মরণ করতে এবং তাঁর নিষ্ঠাবান পুত্র, যীশু খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক উদ্‌যাপন করতে যিহোবার সাক্ষীদের কিংডম হলগুলিতে একত্রিত হবে। সেই অনুষ্ঠানে যা বলা এবং করা হয়ে থাকে সেটির যিহোবা ও তাঁর পুত্রের প্রতি আমাদের প্রেমকে গভীরতর করা উচিত এবং ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করতে আমাদের আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করা উচিত।—১ যোহন ৫:৩.

আপনি কিভাবে উত্তর দেবেন?

◻ পিতরের প্রথম বইটি যাদের উদ্দেশ্যে সম্বোধন করেছিল তারা কিভাবে যীশুকে জেনেছিল এবং প্রেম করেছিল?

◻ কিছু বিষয়গুলি কী যা প্রাথমিক খ্রীষ্টানেরা শুনেছিল যেটি আপনাকে প্রভাবিত করে?

◻ যীশু যে মনোভাব দেখিয়েছিলেন তার মধ্যে কী রয়েছে যা তাঁর প্রতি আপনার প্রেমকে গভীরতর করে?

◻ ঈশ্বরের উপর যীশুর নম্র নির্ভরতা কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

◻ আমরা কিভাবে যীশু খ্রীষ্টের প্রতি আমাদের প্রেম প্রদর্শন করতে পারি?

[১৬, ১৭ পৃষ্ঠার চিত্র]

তিনি যে মনোভাব দেখিয়েছিলেন তার কারণে আমরা যীশুর প্রতি আকর্ষণ অনুভব করি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার