-
“এই দ্রাক্ষালতার তত্ত্ব কর”!২০০৬ প্রহরীদুর্গ | জুন ১৫
-
-
ঠিক যেমন যিহোবা আক্ষরিক ইস্রায়েলকে এক দ্রাক্ষালতার সঙ্গে তুলনা করেছিলেন, তেমনই যিশুও অনুরূপ এক উপমা ব্যবহার করেছিলেন। সাধারণত শেষ ভোজ নামে পরিচিত ঘটনার সময় যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “আমি প্রকৃত দ্রাক্ষালতা, এবং আমার পিতা কৃষক।” (যোহন ১৫:১) যিশু তাঁর শিষ্যদের দ্রাক্ষালতার শাখার সঙ্গে তুলনা করেছিলেন। একটা আক্ষরিক দ্রাক্ষালতার শাখাগুলো যেমন এর প্রধান কাণ্ড থেকে শক্তি সংগ্রহ করে, তেমনই খ্রিস্টের শিষ্যদের তাঁর সঙ্গে থাকতে হবে, যাতে আধ্যাত্মিক শক্তি সংগ্রহ করতে পারে। “আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না,” যিশু বলেছিলেন। (যোহন ১৫:৫) কৃষকরা ফলের জন্য দ্রাক্ষালতার চাষ করে আর যিহোবা আশা করেন যে, তাঁর লোকেরা আধ্যাত্মিক ফল উৎপন্ন করবে। এটা দ্রাক্ষালতার কৃষক ঈশ্বরকে সন্তুষ্ট ও মহিমান্বিত করে।—যোহন ১৫:৮.
-
-
“এই দ্রাক্ষালতার তত্ত্ব কর”!২০০৬ প্রহরীদুর্গ | জুন ১৫
-
-
“তোমরা প্রচুর ফলে ফলবান্ হও”
‘প্রকৃত দ্রাক্ষালতার’ রূপক শাখাগুলো অভিষিক্ত খ্রিস্টানদের চিত্রিত করে। তবে ‘আরও মেষদেরও’ প্রমাণ করতে হবে যে, তারা খ্রিস্টের ফল উৎপাদনকারী শিষ্য। (যোহন ১০:১৬) তারাও ‘প্রচুর ফল’ উৎপন্ন করতে এবং তাদের স্বর্গীয় পিতাকে মহিমান্বিত করতে পারে। (যোহন ১৫:৫, ৮) প্রকৃত দ্রাক্ষালতা সম্বন্ধে যিশুর দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় যে, পরিত্রাণ নির্ভর করে খ্রিস্টের সঙ্গে আমাদের থাকা ও উত্তম আধ্যাত্মিক ফল উৎপন্ন করার ওপর। যিশু বলেছিলেন: “তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাঁহার প্রেমে অবস্থিতি করিতেছি।”—যোহন ১৫:১০.
-