ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp21 নং ২ পৃষ্ঠা ১০-১২
  • নতুন জগতে বাস করার জন্য আপনি যা করতে পারেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নতুন জগতে বাস করার জন্য আপনি যা করতে পারেন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শেষ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরকে ‘জানুন’
  • ঈশ্বরের বাক্য বাইবেল প্রতিদিন পড়ুন
  • ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন
  • ঈশ্বর এখনও পর্যন্ত কী কী করেছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
  • কেন যিশু কষ্টভোগ করেছিলেন ও মারা গিয়েছিলেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • অনন্ত জীবন কি সত্যিই সম্ভব?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে পারেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
wp21 নং ২ পৃষ্ঠা ১০-১২

নতুন জগতে বাস করার জন্য আপনি যা করতে পারেন

আগের প্রবন্ধগুলো থেকে আমরা শিখেছি যে, ঈশ্বর খুব শীঘ্রই এই মন্দ জগৎ এবং এখানকার সমস্ত সমস্যা দূর করে দেবেন। আর আমরা নিশ্চিত, এমনটা হবেই। কেন? কারণ ঈশ্বর তাঁর বাক্য বাইবেলে এই প্রতিজ্ঞা করেছেন:

“এই জগৎ . . . শেষ হয়ে যাচ্ছে।”—১ যোহন ২:১৭.

কিন্তু, সেই ধ্বংস থেকে অনেকে রক্ষা পাবে কারণ সেই শাস্ত্রপদ এও বলে:

“যে-ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে চিরকাল বেঁচে থাকবে।”

তাই আমরা যদি রক্ষা পেতে চাই, তা হলে আমাদের অবশ্যই ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে। আর ঈশ্বরের ইচ্ছা কী, তা জানার জন্য প্রথমে আমাদের তাঁকে জানতে হবে।

শেষ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরকে ‘জানুন’

কোলাজ: ১. একজন নার্স হাসপাতালের মেঝেতে অত্যন্ত চাপের কারণে ক্লান্ত হয়ে বসে রয়েছেন। ২. তিনি বিরতির সময়ে ক্যান্টিনে যান এবং দেখেন যে, তার সহকর্মী আনন্দের সঙ্গে একটা পত্রিকা পড়ছেন। ৩. সেই সহকর্মী তাকে বাইবেল থেকে একটা পদ পড়ে শোনান এবং jw.org কনট্যাক্ট কার্ড দেন।

যিশু বলেছিলেন: “অনন্তজীবন পেতে হলে, তাদের তোমাকে অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে জানতে হবে।” (যোহন ১৭:৩) তাই আমরা যদি এই জগতের শেষ থেকে রক্ষা পেতে চাই এবং চিরকাল বেঁচে থাকতে চাই, তা হলে আমাদের ঈশ্বরকে জানতে হবে। অবশ্য, আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে, এক জন ঈশ্বর আছেন এবং তাঁর সম্বন্ধে তারা কিছু বিষয় জানেও। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের ঈশ্বরের ঘনিষ্ঠ হতে হবে, যেমনটা আমরা একজন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হই। আমরা যখন কারো সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চাই, তখন আমরা তার সঙ্গে সময় ব্যয় করি, যাতে আমরা তাকে আরও ভালোভাবে জানতে পারি। এভাবে আমাদের বন্ধুত্ব দৃঢ় হয়ে ওঠে। ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করার জন্যও আমাদের একই বিষয় করতে হবে। তাহলে আসুন, ঈশ্বর সম্বন্ধে বাইবেল থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যা আপনাকে তাঁর বন্ধু হয়ে উঠতে সাহায্য করবে।

যে-সত্য আমরা বাইবেল থেকে জানতে পারি

সেই নার্স ঘরে গিয়ে jw.org ওয়েবসাইট দেখেন।

ঈশ্বর চেয়েছিলেন, যেন আমরা পরমদেশে বাস করি।

তিনি প্রথম মানবদম্পতি আদম ও হবাকে সৃষ্টি করে এদন উদ্যান নামে এক সুন্দর জায়গায় রেখেছিলেন। তারা ত্রুটিহীন ছিলেন আর ঈশ্বর তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জুগিয়েছিলেন, যাতে তারা এক সুখী জীবন উপভোগ করতে পারেন। তাদের চিরকাল বেঁচে থাকার সুযোগ ছিল। তারা যদি ঈশ্বরের সঙ্গে তাদের বন্ধুত্ব বজায় রাখতেন, তা হলে তাদের কখনো মারা যেতে হতো না। কিন্তু, তারা স্বেচ্ছায় ঈশ্বরের একটা সহজ আজ্ঞার অবাধ্য হয়েছিলেন।

যে-কারণে আমাদের দুঃখকষ্ট ভোগ করতে হচ্ছে।

ঈশ্বরের সেই আজ্ঞার অবাধ্য হওয়ার কারণে আদম নিজে ও সেইসঙ্গে তার বংশধরেরাও চিরকাল বেঁচে থাকার সুযোগ হারায়। বাইবেল বলে: “এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে,” এবং “মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।” (রোমীয় ৫:১২) ঠিক যেমন একজন ব্যক্তি তার বাবা-মায়ের কাছ থেকে বংশগত রোগ পেয়ে থাকে, তেমনই আদমের বংশধর হওয়ার কারণে আমরাও তার কাছ থেকে পাপ অথবা ত্রুটি পেয়েছি। আর এইজন্যই আমরা দুঃখকষ্ট ভোগ করি, বৃদ্ধ হই এবং মারা যাই।

ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে যে-ব্যবস্থা করেছেন।

বাইবেল বলে: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন, যাতে যে-কেউ তাঁর উপর বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, বরং অনন্তজীবন পায়।” (যোহন ৩:১৬) আমাদের হয়ে নিজের জীবন দান করার জন্য ঈশ্বর তাঁর পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই ব্যাপারে ৮৬ বছর বয়সি প্রভাকর নামে একজন ভারতীয় বলেন: “এটা থেকে আমি বুঝতে পেরেছি যে, যিহোবাa আমাকে কতটা ভালোবাসেন। তাঁর এই ভালোবাসা কারণে আমি চিরকাল বেঁচে থাকার আশা পেয়েছি।”

ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা যা করতে পারি।

যিহোবা ঈশ্বর আমাদের জন্য যা-কিছু করেছেন, সেগুলোর প্রতি কৃতজ্ঞতা দেখানোর একটা উপায় হল ‘তাঁর আজ্ঞাগুলো পালন করা।’ (১ যোহন ২:৩) তাঁর আজ্ঞা অর্থাৎ শিক্ষাগুলো মেনে চললে আমরা এখনই আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারব। (যিশাইয় ৪৮:১৭, ১৮) আর ঈশ্বর চান না যে, আমরা কষ্ট ভোগ করি। তাই তিনি এও প্রতিজ্ঞা করেছেন যে, আমরা যদি তাঁর নির্দেশনা অনুযায়ী চলি, তা হলে আমরা এখন তো সুখী হবই, ভবিষ্যতেও চিরকাল বেঁচে থাকার সুযোগ পাব।

ঈশ্বরের বাক্য বাইবেল প্রতিদিন পড়ুন

একজন নার্স দুপুরের বিরতির সময়ে বাইরে এসে বসেছেন। আর বাইবেল পড়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছেন।

আপনি যদি ঈশ্বরের কাছে সাহায্য চান এবং তাঁর কথা শোনেন, তা হলে তিনি আপনাকে এই জগতের শেষ থেকে রক্ষা করবেন

আমরা বেঁচে থাকার জন্য নিয়মিত খাবার খাই। কিন্তু যিশু বলেছিলেন: “মানুষ কেবল রুটিতে বাঁচবে না, বরং যিহোবার মুখ থেকে যে-প্রত্যেক বাক্য বের হয়, তাতেই বাঁচবে।”—মথি ৪:৪.

আজকের দিনে আমরা যিহোবার বাক্য অর্থাৎ তাঁর কথা বাইবেলে থেকে পড়তে পারি। আপনি যখন এই পবিত্র বইটি পড়বেন, তখন জানতে পারবেন, মানবজাতির জন্য ঈশ্বর আগে কী করেছিলেন, এখন কী করছেন এবং ভবিষ্যতে কী করবেন।

ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন

আপনার কি কখনো এমন মনে হয়েছে যে, আপনি ঈশ্বরের বাধ্য হতে চান কিন্তু তিনি যা বারণ করেছেন, সেগুলোই বার বার করে ফেলছেন? যদি তা-ই হয়, তা হলে ঈশ্বরকে ভালোভাবে জানা আপনাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারে।

সাকুরাb নামে একজন মহিলার কথা বিবেচনা করুন, যিনি এক অনৈতিক জীবনযাপন করতেন। একসময় তিনি বাইবেল পড়তে শুরু করেন আর জানতে পারেন যে, ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, “যৌন অনৈতিকতা থেকে পালিয়ে যাও।” (১ করিন্থীয় ৬:১৮) সাকুরা তার এই মন্দ অভ্যাস কাটিয়ে উঠতে ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন আর তিনি সফলও হন। কিন্তু, এখনও তাকে প্রায়ই সেই মন্দ অভ্যাসে ফিরে যাওয়ার ইচ্ছার সঙ্গে লড়াই করতে হচ্ছে। তিনি বলেন, “আমার মাথায় যখনই খারাপ চিন্তা আসে, আমি যিহোবার কাছে মন উজাড় করে প্রার্থনা করি কারণ আমি জানি যে, এটার সঙ্গে আমি একা লড়াই করতে পারব না। প্রার্থনা করার এই সুযোগের কারণেই আমি যিহোবার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পেরেছি।” সাকুরার মতো লক্ষ লক্ষ লোক যিহোবা ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে পেরেছে। আর তিনি তাদের শক্তি দিচ্ছেন, যেন তারা তাদের মন্দ অভ্যাস কাটিয়ে উঠতে পারে এবং এমনভাবে চলতে পারে, যা তাঁকে খুশি করে।—ফিলিপীয় ৪:১৩.

আপনি যতবেশি ঈশ্বরকে জানবেন, তিনিও ততবেশি আপনাকে জানবেন এবং তাঁর সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। (গালাতীয় ৪:৯; গীতসংহিতা ২৫:১৪) এভাবে আপনি এই জগতের শেষ থেকে রক্ষা পাবেন এবং আসন্ন নতুন জগতে বাস করতে পারবেন। কিন্তু সেই নতুন জগৎ কেমন হবে? আসুন, পরবর্তী প্রবন্ধে তা দেখি।

a বাইবেল অনুযায়ী যিহোবা হল ঈশ্বরের নাম।

b নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার