ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশু কে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ১. যিশু কে?

      যিশু হলেন একজন শক্তিশালী স্বর্গদূত, যিনি স্বর্গে থাকেন। যিহোবা ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার আগে যিশুকে সৃষ্টি করেছিলেন। তাই, বাইবেলে তাঁকে “সমস্ত সৃষ্টির প্রথমজাত” বলা হয়। (কলসীয় ১:১৫) এ ছাড়া, যিশুকে ঈশ্বরের ‘একজাত পুত্র’ বলা হয়, কারণ একমাত্র যিশুকে যিহোবা সরাসরি সৃষ্টি করেছিলেন। (যোহন ৩:১৬) বাকি সমস্ত সৃষ্টির কাজে যিশু তাঁর পিতা যিহোবাকে সাহায্য করেছিলেন এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। (পড়ুন, হিতোপদেশ ৮:৩০.) এভাবে, যিশু যিহোবার সঙ্গে সবসময় এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করে আসছেন। যিশুকে “বাক্য” বলা হয়ে থাকে কারণ তিনি বিশ্বস্তভাবে যিহোবার কাছ থেকে আসা বার্তা ও নির্দেশনাগুলো অন্যদের কাছে পৌঁছে দেন।—যোহন ১:১৪.

  • যিশু নিজের জীবন দিয়ে কীভাবে আমাদের রক্ষা করেছেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • পাঠ ২৭। যিশুর মৃতদেহ যাতনাদণ্ড থেকে নামানো হয়েছে।

      পাঠ ২৭

      যিশু নিজের জীবন দিয়ে কীভাবে আমাদের রক্ষা করেছেন?

      আগের পাঠে যেমন আলোচনা করা হয়েছে, প্রথম মানব দম্পতি আদম ও হবা যিহোবার অবাধ্য হওয়ার ফলে আমরা পাপ করি, কষ্ট ভোগ করি এবং মারা যাই।a কিন্তু, এর অর্থ এই নয় যে, আমাদের জন্য কোনো আশা নেই। যিহোবা আমাদের জন্য একটা ব্যবস্থা করেছেন। তিনি তাঁর পুত্র যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে আমরা পাপ এবং মৃত্যুর হাত থেকে উদ্ধার পেতে পারি। বাইবেল জানায়, যিশু তাঁর জীবন দান করার মাধ্যমে আমাদের জন্য মুক্তির মূল্য জুগিয়েছেন। মুক্তির মূল্য হল এমন মূল্য, যা একজন ব্যক্তিকে মুক্ত করার জন্য দেওয়া হয়। যিশু মুক্তির মূল্য জোগানোর জন্য তাঁর নিখুঁত জীবন দান করেছিলেন। (পড়ুন, মথি ২০:২৮.) যিশু যেহেতু নিখুঁত ছিলেন, তাই এই পৃথিবীতে তাঁর চিরকাল বেঁচে থাকার অধিকার ছিল। কিন্তু, তিনি ইচ্ছুকমনে এই অধিকার ত্যাগ করেছিলেন, যাতে আমরা সেই সমস্ত কিছু ফিরে পেতে পারি, যা আদম ও হবা হারিয়েছিলেন। যিশু নিজের জীবন দান করার মাধ্যমে এটাও দেখিয়েছিলেন যে, তিনি এবং তাঁর পিতা যিহোবা আমাদের কতটা ভালোবাসেন। এই পাঠ থেকে আমরা যা-কিছু শিখব, তা যিশুর বলিদানের প্রতি আমাদের উপলব্ধিবোধ বৃদ্ধি করতে সাহায্য করবে।

      ১. যিশুর বলিদান কীভাবে এখন আমাদের উপকৃত করতে পারে?

      আমরা পাপী হওয়ার কারণে অনেক সময় ভুল করে ফেলি আর যিহোবাকে দুঃখ দিই। কিন্তু, যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক কি আমরা পুনরায় ঠিক করতে পারি? হ্যাঁ, পারি। বাইবেল বলে: “একজন ধার্মিক ব্যক্তি খ্রিস্টও অধার্মিক লোকদের পাপের কারণে এক বারই মৃত্যুবরণ করেছিলেন, যাতে তিনি তোমাদের ঈশ্বরের দিকে পরিচালিত করতে পারেন।” (১ পিতর ৩:১৮) যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যদি পুনরায় ঠিক করতে চাই, তা হলে অবশ্যই আমাদের ভুলগুলোর জন্য প্রকৃত অনুতপ্ত হতে হবে, যিশু খ্রিস্টের নামে যিহোবার কাছে ক্ষমা চাইতে হবে এবং সেই ভুলগুলো আর না করার জন্য আমাদের যথাসাধ্য করতে হবে।—১ যোহন ২:১.

      ২. যিশুর বলিদান কীভাবে ভবিষ্যতে আমাদের উপকৃত করবে?

      যিহোবা যিশুকে তাঁর নিখুঁত জীবন বলি দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, “যাতে যে-কেউ তাঁর [যিশুর] উপর বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, বরং অনন্তজীবন পায়।” (যোহন ৩:১৬) যিশুর এই বলিদানের কারণে যিহোবা খুব শীঘ্রই এই পৃথিবীতে থাকা সমস্ত দুষ্টতা শেষ করে দেবেন, যেগুলো আদমের অবাধ্যতার কারণে এসেছিল। আমরা যদি যিশুর বলিদানের উপর বিশ্বাস করি, তা হলে আমরা পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারব।—যিশাইয় ৬৫:২১-২৩.

      গভীরভাবে গবেষণা করুন

      যিশু কেন মারা গিয়েছিলেন এবং কীভাবে তা আমাদের উপকৃত করে, সেই বিষয়ে আসুন আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি।

      ৩. যিশু নিজের জীবন দিয়ে আমাদের পাপ ও মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছেন

      ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      ভিডিও: যিশু কেন মারা গিয়েছিলেন?—ভাগ ১ (২:০১)

      • যিহোবার অবাধ্য হয়ে আদম কোন সুযোগ হারিয়েছিলেন?

      রোমীয় ৫:১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • আদমের করা পাপ, আপনার জন্য কোন ক্ষতি নিয়ে এসেছে?

      যোহন ৩:১৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • যিহোবা তাঁর পুত্রকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন?

      ক. কোলাজ: ১. আদম যিহোবার অবাধ্য হয়েছেন ২. কিছু লোক একটা মৃত দেহকে কফিন বাক্সে করে নিয়ে যাচ্ছে। কোলাজ: ক. আদম যিহোবার অবাধ্য হয়েছেন। খ. যিশু খ্রিস্ট।. খ. কোলাজ: ১. যিশু খ্রিস্ট। ২. আলাদা আলাদা বয়স, জাতি, সংস্কৃতি এবং পটভূমির লোক।
      1. ক. আদম একজন নিখুঁত ব্যক্তি ছিলেন। তিনি যিহোবার অবাধ্য হয়েছিলেন আর এই কারণে সমস্ত মানুষের মধ্যে পাপ ও মৃত্যু ছড়িয়ে পড়েছে

      2. খ. যিশু একজন নিখুঁত ব্যক্তি ছিলেন। তিনি যিহোবার বাধ্য হয়েছিলেন আর এই কারণে সমস্ত মানুষের জন্য নিখুঁত হওয়ার এবং চিরকাল বেঁচে থাকার সুযোগ রয়েছে

      ৪. যিশুর বলিদান থেকে সমস্ত লোক উপকার লাভ করতে পারে

      ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      ভিডিও: যিশু কেন মারা গিয়েছিলেন?—ভাগ ২ (২:০০)

      • একজন ব্যক্তির মৃত্যু থেকে কীভাবে সমস্ত লোক উপকার লাভ করতে পারে?

      ১ তীমথিয় ২:৫, ৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • আদম একজন নিখুঁত ব্যক্তি ছিলেন আর তিনি আমাদের মধ্যে পাপ ও মৃত্যু ছড়িয়ে দিয়েছিলেন। যিশুও একজন নিখুঁত ব্যক্তি ছিলেন আর তিনি আমাদের জীবন দান করেছিলেন। আমাদের জীবন দান করার জন্য কীভাবে যিশু “সমরূপ মুক্তির মূল্য” জুগিয়েছিলেন?

      ৫. মুক্তির মূল্য হল, যিহোবার কাছ থেকে আপনার জন্য এক উপহার

      যিহোবার বন্ধুরা মুক্তির মূল্যকে এমন একটা উপহার হিসেবে দেখে থাকে, যেটা যিহোবা তাদের প্রত্যেকের জন্য দিয়েছেন। গালাতীয় ২:২০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • প্রেরিত পৌলের কথা থেকে কীভাবে আমরা বুঝতে পারি, তিনি মনে করতেন যে, মুক্তির মূল্য তার জন্য দেওয়া হয়েছে?

      আদম পাপ করেছিলেন, তাই তিনি মারা গিয়েছেন আর আমরা মারা যাই, কারণ আমরা তার সন্তান। কিন্তু, যিহোবা তাঁর পুত্রকে এই জন্য মারা যেতে দিয়েছেন, যাতে আমরা অনন্তজীবন লাভ করতে পারি।

      শাস্ত্রপদগুলো পড়ার সময় কল্পনা করুন, যিহোবা যখন তাঁর পুত্রকে কষ্ট পেতে দেখেছিলেন, তখন তাঁর কেমন লেগেছিল। যোহন ১৯:১-৭, ১৬-১৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • যিহোবা ও যিশু আপনার জন্য যা করেছেন, সেই বিষয়ে আপনার কেমন লাগে?

      কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “একজন ব্যক্তির মৃত্যু কীভাবে সমস্ত লোককে জীবন দিতে পারে?”

      • উত্তরে আপনি কী বলবেন?

      সারাংশ

      যিশুর বলিদানের উপর ভিত্তি করে যিহোবা আমাদের পাপ ক্ষমা করে থাকেন। আর এই বলিদানের মাধ্যমে আমরা চিরকাল বেঁচে থাকার সুযোগ লাভ করতে পারি।

      পুনরালোচনা

      • যিশু কেন তাঁর জীবন বলি দিয়েছিলেন?

      • যিশু কীভাবে “সমরূপ মুক্তির মূল্য” জুগিয়েছিলেন আর এর ফলে কী সম্ভব হয়েছে?

      • যিশুর বলিদান কীভাবে আপনাকে উপকৃত করতে পারে?

      লক্ষ্য

      আরও জানুন

      যিশুর নিখুঁত জীবনকে কেন মুক্তির মূল্য বলা হয়েছে? তা জানুন।

      “কীভাবে যিশুর বলিদান অনেকের জন্য ‘মুক্তির মূল্য’ প্রদান করেছে?” (অনলাইন প্রবন্ধ)

      পাপ ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের কী করতে হবে? তা জানুন।

      “কীভাবে যিশু আমাদের রক্ষা করেছেন?” (অনলাইন প্রবন্ধ)

      যিহোবা কি গুরুতর পাপগুলো ক্ষমা করেন?

      “বাইবেলের প্রশ্নের উত্তর” (প্রহরীদুর্গ, মে ১, ২০১৩, ইংরেজি)

      খ্রিস্টের বলিদান সম্বন্ধে জেনে একজন ব্যক্তি কীভাবে তার জীবন পরিবর্তন করেছিলেন, তা জানুন।

      “এখন আমি আর হিংস্রতার দাস নই” (অনলাইন প্রবন্ধ)

      a পাপের অর্থ শুধুমাত্র কোনো খারাপ কাজ বা অপরাধ করা নয়। এটা আমাদের মধ্যে থাকা খারাপ কাজ করার প্রবণতাকেও বোঝায়, যেটা আমরা আদম ও হবার কাছ থেকে জন্মগতভাবে পেয়েছি।

  • যিহোবা ও যিশুর দেখানো প্রেমের প্রতি কৃতজ্ঞতা দেখান
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ১. যিহোবা ও যিশুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর একটা উপায় কী?

      বাইবেল প্রতিজ্ঞা করে, ‘যে-কেউ যিশুর উপর বিশ্বাস করবে,’ সে অনন্তজীবন পাবে। (যোহন ৩:১৬) এর অর্থ কী? এর অর্থ, আমাদের শুধু এটা বিশ্বাস করলেই হবে না যে, যিশু আমাদের জন্য মারা গিয়েছিলেন। কিন্তু সেইসঙ্গে, আমাদের কথা, কাজ এবং সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের বিশ্বাস প্রকাশ করতে হবে। (যাকোব ২:১৭) আমরা যখন এটা করব, তখন যিশু এবং তাঁর পিতা যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হবে।—পড়ুন, যোহন ১৪:২১.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার