-
যেভাবে মুক্তির মূল্য আমাদের রক্ষা করে২০১০ প্রহরীদুর্গ | আগস্ট ১৫
-
-
ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাওয়া
৪, ৫. কী প্রমাণ দেয় যে, বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার ওপর ঈশ্বরের ক্রোধ অবস্থিতি করে?
৪ বাইবেল এবং মানবজাতির ইতিহাস দেখায় যে, যখন থেকে আদম পাপে পতিত হয়েছে, তখন থেকে ঈশ্বরের ক্রোধ মানবজাতির ‘উপরে অবস্থিতি করেছে।’ (যোহন ৩:৩৬) এটা এই বিষয়টা থেকে স্পষ্ট হয় যে, কোনো মানুষই মৃত্যুর পরিণতি থেকে রেহাই পায় না। প্রতিদ্বন্দ্বী শয়তানের শাসন মানবজাতিকে ঘটে চলা বিপর্যয় থেকে রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং কোনো মনুষ্য সরকারই নাগরিকদের মৌলিক চাহিদাগুলো মেটাতে পারেনি। (১ যোহন ৫:১৯) তাই, মানবজাতি ক্রমাগত যুদ্ধবিগ্রহ, অপরাধ এবং দারিদ্রের শিকার হচ্ছে।
-
-
যেভাবে মুক্তির মূল্য আমাদের রক্ষা করে২০১০ প্রহরীদুর্গ | আগস্ট ১৫
-
-
৭ প্রেরিত পৌল আমাদের বলেন যে, যিশু “আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্ত্তা।” (১ থিষল. ১:১০) যিহোবার ক্রোধের সেই চূড়ান্ত প্রকাশ অনুতাপহীন পাপীদের জন্য অনন্ত ধ্বংস নিয়ে আসবে। (২ থিষল. ১:৬-৯) কারা রেহাই পাবে? বাইবেল বলে: “যে কেহ পুত্ত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে; কিন্তু যে কেহ পুত্ত্রকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে।” (যোহন ৩:৩৬) হ্যাঁ, যারা বেঁচে আছে এবং যারা যিশু ও তাঁর মুক্তির মূল্যে বিশ্বাস দেখিয়ে চলে, তারা সকলে যখন এই বিধিব্যবস্থা শেষে গিয়ে পৌঁছাবে, তখন ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ থেকে রেহাই পাবে।
-