ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “তোমরা . . . আমার বিষয়ে সাক্ষ্য দেবে”
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
    • ১৪, ১৫. (ক) খ্রিস্টের ফিরে আসার বিষয়ে স্বর্গদূতেরা কী বলেছিলেন? তাদের কথার অর্থ কী ছিল? (এ ছাড়া, পাদটীকা দেখুন।) (খ) কীভাবে খ্রিস্ট ‘যেভাবে স্বর্গে গিয়েছিলেন, সেভাবেই তিনি ফিরে আসবেন’?

      ১৪ এই অধ্যায়ের শুরুতে আমরা যেমন দেখেছি, যিশু যখন পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যাচ্ছিলেন, তখন একটা মেঘ এসে তাঁকে ঢেকে দেয়, প্রেরিতেরা তাঁকে আর দেখতে পান না। কিন্তু, সেই ১১ জন প্রেরিত সেখানেই দাঁড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। সেইসময় দু-জন স্বর্গদূত এসে প্রেমের সঙ্গে তাদের পরামর্শ দিয়ে বলেন, “হে গালীলের লোকেরা, তোমরা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছ কেন? এই যে যিশু, যাঁকে তোমাদের কাছ থেকে স্বর্গে তুলে নেওয়া হল, তাঁকে তোমরা যেভাবে স্বর্গে যেতে দেখলে, সেভাবেই তিনি আসবেন।” (প্রেরিত ১:১১) সেই স্বর্গদূতেরা কি এটা বোঝাতে চেয়েছিলেন, যিশু রক্ত মাংসের শরীর ধারণ করে ফিরে আসবেন, যেমনটা কিছু ধর্ম শিখিয়ে থাকে? না, স্বর্গদূতেরা এটা বোঝাতে চাননি। কীভাবে আমরা তা বলতে পারি?

      ১৫ লক্ষ করুন, স্বর্গদূতেরা প্রেরিতদের বলেছিলেন, তারা যিশুকে ‘যেভাবে স্বর্গে যেতে দেখলেন, সেভাবেই তিনি ফিরে আসবেন।’b কিন্তু, তারা এটা বলেননি যে, তিনি একই শরীরে অর্থাৎ মানুষের শরীর ধারণ করে ফিরে আসবেন। যিশু কীভাবে স্বর্গে গিয়েছিলেন? তিনি যখন পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যাচ্ছিলেন, তখন প্রেরিতেরা কিছু দূর পর্যন্তই তাঁকে দেখতে পান, তারপর একটা মেঘ এসে তাঁকে ঢেকে দেয়। যখন স্বর্গদূতেরা এসে প্রেরিতদের সঙ্গে কথা বলছিলেন, ততক্ষণে যিশু তাদের চোখের আড়ালে চলে গিয়েছেন। সেই সময় সেই কয়েক জন প্রেরিতই বুঝতে পেরেছিলেন, এখন যিশু পৃথিবী ছেড়ে অনেক দূরে তাঁর পিতার কাছে স্বর্গে ফিরে যাচ্ছেন। স্বর্গদূতেরা বলেছিলেন, খ্রিস্ট এভাবেই ফিরে আসবেন আর ঠিক তা-ই ঘটেছিল। বর্তমানে, সেই প্রেরিতদের মতোই অল্প কয়েক জন ব্যক্তি, যারা বাইবেল সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারে এবং সেই চিহ্নগুলো শনাক্ত করতে পারে তারাই বুঝতে পেয়েছে যে, যিশু ফিরে এসেছেন। এর অর্থ হল, তিনি ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে রাজত্ব করতে শুরু করেছেন। (লূক ১৭:২০) আমাদের সেই প্রমাণগুলো ভালোভাবে বুঝতে হবে যে, যিশু রাজা হিসেবে রাজত্ব শুরু করে দিয়েছেন এবং অন্যদেরও তা বুঝতে সাহায্য করতে হবে। এর কারণ তারা যেন বুঝতে পারে, এখনই সেই সময় যখন তাদের ঈশ্বরের সেবা করতে হবে।

  • “তোমরা . . . আমার বিষয়ে সাক্ষ্য দেবে”
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
    • b মূল ভাষার বাইবেলে গ্রিক শব্দ ট্রোপস্‌ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল “সেভাবেই” কিন্তু গ্রিক শব্দ মরফি ব্যবহার করা হয়নি যার অর্থ হল, “রূপ।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার