-
“ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের” দ্বারা উদ্দীপিত হওয়া২০০২ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
কাজ করতে পরিচালিত হন!
৪. সাধারণ কাল ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে যোয়েলের কোন্ ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল?
৪ পবিত্র আত্মা লাভ করার পর যিরূশালেমের শিষ্যরা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পরিত্রাণের সুসমাচার অন্যদের কাছে জানিয়েছিলেন, বসন্তকালের এই সকালে যে-জনতা একত্র হয়েছিল, তাদের কাছেই প্রথমে বলেছিলেন। তাদের প্রচার কাজ এক লক্ষণীয় ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিল, যে-সম্বন্ধে আটশ বছর আগে পথূয়েলের পুত্র যোয়েল বলেছিলেন: “আমি মর্ত্ত্যমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্ত্রকন্যাগণ ভাববাণী বলিবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে; আর তৎকালে আমি দাসদাসীদিগেরও উপরে আমার আত্মা সেচন করিব। . . . সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্ব্বে।”—যোয়েল ১:১; ২:২৮, ২৯, ৩১; প্রেরিত ২:১৭, ১৮, ২০.
৫. কোন্ অর্থে প্রথম শতাব্দীর খ্রীষ্টানরা ভাববাণী বলেছিলেন? (পাদটীকা দেখুন।)
৫ এর মানে কি এই ছিল যে, ঈশ্বর ভাববাদীদের এক বংশ উৎপন্ন করতে অর্থাৎ দায়ূদ, যোয়েল ও দবোরার মতো নারী-পুরুষদের উৎপন্ন করতে চলেছিলেন ও ভবিষ্যতের ঘটনাগুলো বলার জন্য তাদের ব্যবহার করতে যাচ্ছিলেন? না। খ্রীষ্টান ‘পুত্ত্রকন্যাগণ এবং দাসদাসীগণ’ এই অর্থে ভাববাণী বলবেন যে, যিহোবা যে-‘মহৎ মহৎ কর্ম্ম’ করেছেন এবং আরও করবেন, সেগুলো বলার জন্য তারা যিহোবার আত্মার দ্বারা চালিত হবেন। তাই, তারা সর্বোচ্চ ব্যক্তির জন্য মুখপাত্র হিসেবে সেবা করবেন।a কিন্তু, সেই জনতা কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল?—ইব্রীয় ১:১, ২.
-
-
“ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের” দ্বারা উদ্দীপিত হওয়া২০০২ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
a যিহোবা যখন তাঁর লোকেদের পক্ষে ফরৌণের সঙ্গে কথা বলার জন্য মোশি ও হারোণকে নিযুক্ত করেছিলেন, তখন তিনি মোশিকে বলেছিলেন: “আমি ফরৌণের কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করিয়া নিযুক্ত করিলাম, আর তোমার ভ্রাতা হারোণ তোমার ভাববাদী হইবে।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (যাত্রাপুস্তক ৭:১) হারোণ একজন ভাববাদী হিসেবে কাজ করেছিলেন, এই অর্থে নয় যে, তিনি ভবিষ্যতের ঘটনাগুলো বলেছিলেন বরং তিনি মোশির মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন।
-