-
অল্পসংখ্যক লোকের দ্বারা অনেক লোককে খাদ্য জোগানো২০১৩ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
৮. পঞ্চাশত্তমীর দিনে নতুন বিশ্বাসীরা কীভাবে দেখিয়েছিল যে, তারা সেই মাধ্যমকে স্পষ্টভাবে শনাক্ত করতে পেরেছে, যে-মাধ্যম খ্রিস্ট ব্যবহার করছিলেন?
৮ তেত্রিশ খ্রিস্টাব্দের পঞ্চাশত্তমীর দিন থেকে শুরু করে, পুনরুত্থিত খ্রিস্ট তাঁর প্রেরিতদেরকে ক্রমাগত এমন এক মাধ্যম হিসেবে ব্যবহার করেন, যেটার দ্বারা তিনি তাঁর বাকি অভিষিক্ত শিষ্যদের জন্য খাদ্য জোগান। (পড়ুন, প্রেরিত ২:৪১, ৪২.) এই মাধ্যমকে সেই যিহুদি এবং ধর্মান্তরিত ব্যক্তিরা স্পষ্টভাবে শনাক্ত করতে পেরেছিল, যারা ওই সময়ে আত্মায় অভিষিক্ত খ্রিস্টান হয়ে উঠেছিল। নিঃসংকোচে, তারা ‘প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট থাকিল।’ একজন পণ্ডিত ব্যক্তির মতানুসারে, যে-গ্রিক ক্রিয়াপদটিকে “নিবিষ্ট থাকিল” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটির অর্থ “কোনো নির্দিষ্ট কাজের প্রতি দৃঢ় এবং একনিষ্ঠ আনুগত্য” বজায় রাখাও হতে পারে। নতুন বিশ্বাসী ব্যক্তিদের আধ্যাত্মিক খাদ্যের জন্য তীব্র ক্ষুধা ছিল আর তারা জানত যে, ঠিক কোথায় তা পাওয়া যেতে পারে। তারা যিশুর কথা ও কাজের ব্যাখ্যা শোনার জন্য এবং তাঁর সম্বন্ধে বলা আছে এমন শাস্ত্রপদগুলোর অর্থের ওপর স্পষ্ট আলো বর্ষণ করার জন্য অটল আনুগত্য সহকারে প্রেরিতদের ওপর নির্ভর করেছিল।c—প্রেরিত ২:২২-৩৬.
-
-
অল্পসংখ্যক লোকের দ্বারা অনেক লোককে খাদ্য জোগানো২০১৩ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
c অনুচ্ছেদ ৮: নতুন বিশ্বাসীরা যে ‘প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট থাকিল,’ তা দেখায় যে, প্রেরিতরা নিয়মিতভাবে শিক্ষা দিচ্ছিল। প্রেরিতদের কিছু শিক্ষা সেই অনুপ্রাণিত বইগুলোতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়েছিল, যা এখন খ্রিস্টান গ্রিক শাস্ত্র-এর অংশ।
-