-
৩ | ঘৃণাকে মন থেকে মুছে ফেলুনপ্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০২২ | নং ১
-
-
বাইবেলের শিক্ষা:
“তোমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করার মাধ্যমে রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে নিশ্চিত হতে পার, ঈশ্বরের ইচ্ছা কী: তাঁর ইচ্ছা উত্তম, প্রীতিজনক ও নিখুঁত।”—রোমীয় ১২:২.
এর অর্থ:
আমরা যা নিয়ে চিন্তা করি, তা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। (যিরমিয় ১৭:১০) ঘৃণার বশে এসে শুধুমাত্র কিছু বলা বা করা এড়িয়ে চলাই যথেষ্ট নয়, আমাদের আরও কিছু করতে হবে। ঘৃণার চক্র মন ও হৃদয় থেকে শুরু হয়। তাই, আমাদের মনে ঘৃণা জাগিয়ে তোলার মতো কোনো চিন্তা আসলে, তক্ষুণি তা নিয়ে ভাবা বন্ধ করতে হবে। শুধুমাত্র তারপরই, আমরা সত্যি সত্যি ‘রূপান্তরিত হতে’ পারব এবং ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসতে পারব।
-