মন্দকে জয় করা
“ঐমৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয়? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথা কাটিয়া ফেলি।” ইস্রায়েলের সেনাপতি অবীশয় যখন শোনেন যে তার প্রভু, রাজা দায়ূদকে শিমিয় নামে একজন বিন্যামীনীয় ঘৃণার সঙ্গে ধিক্কার দিয়েছিল, তখন তিনি রেগে গিয়ে দায়ূদের কাছে এই অনুরোধ করেন।—২ শমূয়েল ১৬:৫-৯.
অবীশয় এই দর্শন অনুসারে কাজ করতে চেয়েছিলেন যা আজকে সাধারণত লোকেরা মেনে থাকেন ঢিলটি ছুঁড়লে পাটকেলটি খেতে হয়। হ্যাঁ, অবীশয় শিমিয়কে মজা দেখাতে চেয়েছিলেন কারণ সে দায়ূদকে অপমান করে নাজেহাল করেছিল।
কিন্তু, দায়ূদ বিষয়টাকে কীভাবে নিয়েছিলেন? দায়ূদ অবীশয়কে শান্ত করে বলেছিলেন: “উহাকে থাকিতে দাও।” যদিও শিমিয় দায়ূদের নামে মিথ্যা কথা বলছিল তবুও, নম্রতা দেখিয়ে দায়ূদ মন্দের পরিশোধে মন্দ করাকে থামিয়েছিলেন। বরং দায়ূদ বিষয়টাকে যিহোবার হাতে ছেড়ে দিয়েছিলেন।—২ শমূয়েল ১৬:১০-১৩.
দায়ূদের পুত্র যখন বিদ্রোহ করেছিল তখন তাকে পালাতে হয়েছিল কিন্তু সেই বিদ্রোহ বিফল হয়। যখন দায়ূদ আবার তার সিংহাসনে ফিরে আসেন তখন সবার প্রথমে শিমিয়ই তাকে অভিনন্দন জানায় ও ক্ষমা চায়। অবীশয় তাকে হত্যা করতে চান কিন্তু দায়ূদ আবারও তাকে বাধা দেন।—২ শমূয়েল ১৯:১৫-২৩.
এই ঘটনায়, দায়ূদ যীশু খ্রীষ্টকে চিত্রিত করেছিলেন যার সম্বন্ধে প্রেরিত পিতর লিখেছিলেন: “তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না; . . . কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাঁহার উপর ভার রাখিতেন।”—১ পিতর ২:২৩.
আজকে, খ্রীষ্টানদেরকে পরামর্শ দেওয়া হয় যে “নম্রমনা হও। মন্দের পরিশোধে মন্দ করিও না।” (১ পিতর ৩:৮, ৯) দায়ূদ ও যীশু খ্রীষ্ট যে পথ দেখিয়েছেন তাতে চলে আমরাও ‘উত্তমের দ্বারা মন্দকে জয় করতে,’ পারি।—রোমীয় ১২:১৭-২১.