ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ‘মৃতেরা উত্থাপিত হইবে’
    ১৯৯৮ প্রহরীদুর্গ | জুলাই ১
    • ৭. (ক) পৌল কোন্‌ মুখ্য বিষয়টির উপর জোর দিয়েছিলেন? (খ) কারা পুনরুত্থিত যীশুকে দেখেছিলেন?

      ৭ প্রথম করিন্থীয় ১৫ অধ্যায়ের প্রথম দুটি পদে, পৌল তার আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন: “হে ভ্রাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি, যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণও করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াইয়া আছ; আর তাহারই দ্বারা, . . . পরিত্রাণ পাইতেছ; নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ।” করিন্থীয়রা যদি সুসমাচারে দৃঢ়ভাবে দাঁড়াতে ব্যর্থ হন, তাহলে তারা উদ্দেশ্যহীনভাবে সত্য গ্রহণ করেছিলেন। পৌল বলে চলেছিলেন: “প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে, শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন; আর তিনি কৈফাকে, পরে সেই বারো জনকে দেখা দিলেন; তাহার পরে একেবারে পাঁচ শতের অধিক ভ্রাতাকে দেখা দিলেন, তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্ত্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে। তাহার পরে তিনি যাকোবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। সকলের শেষে অকালজাতের ন্যায় যে আমি, আমাকেও দেখা দিলেন।”—১ করিন্থীয় ১৫:৩-৮.

  • ‘মৃতেরা উত্থাপিত হইবে’
    ১৯৯৮ প্রহরীদুর্গ | জুলাই ১
    • ১০. (ক) শিষ্যদের সঙ্গে যীশুর শেষ সাক্ষাতের ফল কী হয়েছিল? (খ) কিভাবে যীশু, পৌল যিনি “অকালজাতের ন্যায়” তাকে দেখা দিয়েছিলেন?

      ১০ যীশুর পুনরুত্থানের আরেকজন উল্লেখযোগ্য সাক্ষী ছিলেন যাকোব, যিনি যোষেফ এবং যীশুর মা মরিয়মের পুত্র। পুনরুত্থানের পূর্বে, যাকোব স্পষ্টতই বিশ্বাসী ছিলেন না। (যোহন ৭:৫) কিন্তু যীশু তাকে দেখা দেওয়ার পর, যাকোব বিশ্বাসী হয়েছিলেন এবং সম্ভবত তার অন্য ভাইদের ধর্মান্তরিত করার ক্ষেত্রে এক ভূমিকা পালন করেছিলেন। (প্রেরিত ১:১৩, ১৪) তাঁর শিষ্যদের সঙ্গে চূড়ান্ত সাক্ষাতে, স্বর্গারোহণের সময় যীশু তাদেরকে “পৃথিবীর প্রান্ত পর্যন্ত . . . সাক্ষী” হওয়ার দায়িত্ব দিয়েছিলেন। (প্রেরিত ১:৬-১১) পরে, তিনি খ্রীষ্টানদের একজন তাড়নাকারী, তার্ষের শৌলকে দেখা দিয়েছিলেন। (প্রেরিত ২২:৬-৮) যীশু শৌলকে দেখা দিয়েছিলেন যিনি “অকালজাতের ন্যায়।” এটি এমন ছিল যেন শৌল ইতিমধ্যেই স্বর্গীয় জীবনে পুনরুত্থিত হয়েছিলেন এবং সেই পুনরুত্থান ঘটার শত শত বছর আগে প্রতাপান্বিত প্রভুকে দেখতে সমর্থ হয়েছিলেন। এই অভিজ্ঞতা খ্রীষ্টীয় মণ্ডলীর প্রতি শৌলের হত্যাসুলভ বিরোধিতার গতিকে অপ্রত্যাশিতভাবে নিবৃত্ত করেছিল ও এক লক্ষণীয় পরিবর্তন নিয়ে এসেছিল। (প্রেরিত ৯:৩-৯, ১৭-১৯) শৌল প্রেরিত পৌল, খ্রীষ্টীয় বিশ্বাসের একজন মুখ্য রক্ষকে পরিণত হয়েছিলেন।—১ করিন্থীয় ১৫:৯, ১০.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার