ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “মৃত ব্যক্তিদের কীভাবে পুনরুত্থিত করা হবে?”
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২০ | ডিসেম্বর
    • ৩. প্রথম করিন্থীয় ১৫:৩০-৩২ পদ যেমন ইঙ্গিত দেয়, পুনরুত্থানের উপর পৌলের বিশ্বাস তাকে কী করতে সাহায্য করেছিল?

      ৩ পুনরুত্থানের উপর পৌলের বিশ্বাস তাকে বিভিন্ন পরীক্ষা সহ্য করতে সাহায্য করেছিল। (পড়ুন, ১ করিন্থীয় ১৫:৩০-৩২.) তিনি করিন্থীয়দের বলেছিলেন: “আমি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই।” পৌল আরও লিখেছিলেন, ‘আমি ইফিষে বন্য পশুর সঙ্গে লড়াই’ করেছি। তিনি হয়তো ইফিষের কোনো স্টেডিয়ামে সত্যিকারের পশুদের সঙ্গে লড়াই করার বিষয়ে বলছিলেন। (২ করি. ১:৮; ৪:১০; ১১:২৩) অথবা তিনি হয়তো শত্রুভাবাপন্ন যিহুদিদের এবং সেই ব্যক্তিদের সম্বন্ধে বলছিলেন, যারা “বন্য পশুর” মতো ছিল। (প্রেরিত ১৯:২৬-৩৪; ১ করি. ১৬:৯) যা-ই হোক না কেন, পৌল বিভিন্ন বিপদের মুখোমুখি হয়েছিলেন। তা সত্ত্বেও, তিনি ভবিষ্যৎ সম্বন্ধে এক ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন।—২ করি. ৪:১৬-১৮.

  • “মৃত ব্যক্তিদের কীভাবে পুনরুত্থিত করা হবে?”
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২০ | ডিসেম্বর
    • ৫. কোন বিপদজনক দৃষ্টিভঙ্গি পুনরুত্থানের উপর আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে?

      ৫ পৌল তার ভাইদের এমন এক বিপদজনক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে সাবধান করেছিলেন, যে-দৃষ্টিভঙ্গি কারো কারো ছিল: “মৃত ব্যক্তিদের পুনরুত্থান যদি না-ই হয়, তা হলে ‘এসো, আমরা খাওয়া-দাওয়া করি, কারণ কাল তো আমরা মারা যাব।’” এইরকম দৃষ্টিভঙ্গি আসলে এমনকী পৌলের সময়ের আগেও ছিল। তিনি হয়তো যিশাইয় ২২:১৩ পদ থেকে উদ্ধৃতি করছিলেন, যেখানে ইজরায়েলীয়দের মনোভাব সম্বন্ধে তুলে ধরা হয়েছে। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার পরিবর্তে তারা এক বিলাসী জীবনযাপনের পিছনে ছুটেছিল। মূলত, সেই ইজরায়েলীয়দের মনোভাব ছিল, “যেহেতু যেকোনো সময় জীবন শেষ হয়ে যাতে পারে, তাই এখনই জীবন উপভোগ করা উচিত,” যে-মনোভাব এমনকী বর্তমানেও খুবই সাধারণ। কিন্তু, ইজরায়েল জাতির মন্দ পরিণতি সম্বন্ধে বাইবেলে লিপিবদ্ধ রয়েছে।—২ বংশা. ৩৬:১৫-২০.

      ৬. বন্ধুবান্ধব বাছাই করার সময় কীভাবে পুনরুত্থানের প্রত্যাশার দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত?

      ৬ আমরা জানি, যিহোবা মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করবেন। তাই, বন্ধুবান্ধব বাছাই করার সময় এই বিষয়টার দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত। করিন্থের ভাইদের এমন বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করার বিষয়ে সতর্ক থাকতে হয়েছিল, যারা পুনরুত্থানকে অস্বীকার করেছিল। বর্তমানে, আমরা এখান থেকে এক শিক্ষা লাভ করি: আমরা যদি নিয়মিতভাবে এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করি, যারা পরিণতি নিয়ে চিন্তা না করে কেবল আনন্দফুর্তি করতেই ভালোবাসে, তা হলে তা কখনোই উপকারজনক হয় না। একজন খ্রিস্টান যদি এইরকম ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করেন, তা হলে তার প্রকৃত খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি ও অভ্যাসগুলো খারাপ হয়ে যেতে পারে। সত্যি বলতে কী, এইরকম ব্যক্তিরা এমনকী তাকে সেই বিষয়গুলো করার জন্য পরিচালিত করতে পারে, যেগুলো ঈশ্বর ঘৃণা করেন। তাই, পৌল দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছিলেন: “তোমরা যা সঠিক, তা করার জন্য সচেতন হও। আর তোমরা পাপ কোরো না।”—১ করি. ১৫:৩৩, ৩৪.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার