আপনি “নাটকীয় দৃশ্য” হচ্ছেন!
১ প্রেরিত পৌল লিখেছিলেন: “আমরা জগতের ও দূতেদের ও মানুষের সামনে নাটকীয় দৃশ্য হয়েছি।” (১ করি. ৪:৯, NW) এর মানে কী আর আজকে আমাদের পরিচর্যায় এটা কীভাবে আমাদের প্রভাবিত করতে পারে?
২ “নাটকীয় দৃশ্য” কথাগুলো একজন করিন্থীয়কে সম্ভবত রোমের এক মল্লপ্রতিযোগিতার শেষ ঘটনাটার কথা মনে করিয়ে দিয়েছিল, যেখানে অপরাধীদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করার আগে হাজার হাজার দর্শকদের সামনে দল বেঁধে ঘোরানো হতো। একইভাবে, প্রচুর দর্শক অর্থাৎ মানুষ ও দূত উভয়েই, প্রথম শতাব্দীর খ্রীষ্টানরা রাজ্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য যে কষ্টভোগ করেছিলেন সেটা দেখেছিলেন। (ইব্রীয় ১০:৩২, ৩৩) বিশ্বস্ত থাকার জন্য যে কাজ তারা করেছিলেন সেটা দেখে অনেকে প্রভাবিত হয়েছিলেন, ঠিক যেমন আমাদের ধৈর্য আধুনিক দিনের লোকেদেরকে প্রভাবিত করে থাকে। কাদের সামনে আমরা দৃশ্য হই?
৩ জগতের ও মানুষের সামনে: কখনও কখনও সংবাদ মাধ্যমগুলো যিহোবার লোকেদের কাজকর্ম সম্বন্ধে রিপোর্ট ছাপিয়ে থাকে। আমাদের কাজ সম্বন্ধে সত্য ও পক্ষপাতশূন্য সুখ্যাতির জন্য যদিও আমরা কৃতজ্ঞ হই কিন্তু সেইসঙ্গে কখনও কখনও কুৎসা রটনাকারীরা অখ্যাতিও ছড়িয়ে থাকে। তাসত্ত্বেও, ‘অখ্যাতি ও সুখ্যাতির মধ্যে’ আমরা নিজেদেরকে ঈশ্বরের পরিচারক হিসেবে প্রমাণ করেই যাব। (২ করি. ৬:৪, ৮) সৎহৃদয়ের লোকেদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে, আমরা যীশু খ্রীষ্টের সত্যিকারের শিষ্য।
৪ দূতেদের কাছে: আত্মিক প্রাণীরাও আমাদেরকে লক্ষ্য রাখে। দিয়াবল ও তার মন্দ দূতেরা লক্ষ্য রাখে কারণ “যাহারা . . . যীশুর সাক্ষ্য ধারণ করে” তাদেরকে বাধা দেওয়ার জন্য তারা “অতিশয় রাগাপন্ন।” (প্রকা. ১২:৯, ১২, ১৭) যখন এমনকি একজন পাপীও অনুতপ্ত হয়, ঈশ্বরের বিশ্বস্ত দূতেরা তা লক্ষ্য রাখেন ও আনন্দ করেন। (লূক ১৫:১০) আজকে পৃথিবীতে যে কাজ হচ্ছে আমাদের সেই পরিচর্যাকে দূতেরা সবচেয়ে জরুরি, উপকারী কাজ হিসেবে দেখেন জেনে আমরা আরও শক্তিশালী হই।—প্রকা. ১৪:৬, ৭.
৫ যখন আপনি বিরোধিতার মুখোমুখি হন অথবা পরিচর্যায় আপনি কোন ফল পাচ্ছেন না বলে মনে করেন, তখন মনে রাখবেন যে বিশ্বব্রহ্মাণ্ডের সবাই আপনাকে লক্ষ্য করছে। বিশ্বস্তভাবে আপনি ধৈর্য ধরে থাকলে তা আপনার আনুগত্য সম্বন্ধে অনেক কিছু প্রকাশ করে। এক সময় আপনার ‘বিশ্বাসের উত্তম যুদ্ধ’ আপনাকে ‘অনন্ত জীবন ধরিয়া রাখিতে’ সাহায্য করবে।—১ তীম. ৬:১২.