-
তারা তাদের বিশ্বাসের কারণে ঘৃণিত হয়েছিলেন১৯৯৮ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
১৭. কী দেখায় যে প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের প্রচার কাজ ফলপ্রসূ হয়েছিল?
১৭ প্রথম শতাব্দীর খ্রীষ্টানেরা এত বেশি উদ্যোগের সঙ্গে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করেছিলেন যা কোন সময়েই কমে যায়নি। (মথি ২৪:১৪) প্রায় সা.কা. ৬০ সালের মধ্যে, পৌল বলতে পেরেছিলেন যে সুসমাচার “আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে।” (কলসীয় ১:২৩) প্রথম শতাব্দীর শেষ হওয়া পর্যন্ত, যীশুর অনুগামীরা রোমীয় সাম্রাজ্যের সর্বত্র—এশিয়া, ইউরোপ ও আফ্রিকায়—শিষ্য তৈরি করেছিলেন! এমনকি “কৈসরের বাটীর” কিছু সদস্য খ্রীষ্টান হয়েছিলেন।a (ফিলিপীয় ৪:২২) এই উদ্যোগী প্রচার অসন্তোষের সৃষ্টি করেছিল। নিয়ানডার বলেন: “খ্রীষ্টধর্ম সমস্ত শ্রেণীর লোকেদের মধ্যে ছড়িয়ে পড়েছিল আর রাষ্ট্রীয় ধর্মকে শেষ করে দেওয়া ও সেই সঙ্গে নাগরিক জীবনের রীতিনীতিকে উৎখাত করার হুমকি দেখা দিয়েছিল।”
-
-
তারা তাদের বিশ্বাসের কারণে ঘৃণিত হয়েছিলেন১৯৯৮ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
a “কৈসরের বাটীর লোক” অভিব্যক্তিটি যে তখনকার শাসক নিরোর পরিবারের নিকট সদস্যদেরকেই ইঙ্গিত করে তা নয়। বরং, এটি বাড়ির চাকর ও নিম্ন শ্রেণীর কর্মকর্তাদের উল্লেখ করে, যারা হয়তো রাজ পরিবার এবং কর্মচারীদের জন্য রান্নাবান্না ও পরিষ্কার পরিচ্ছন্নতা জাতীয় গৃহস্থালির কাজগুলি করতেন।
-