ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w18 এপ্রিল পৃষ্ঠা ১৩-১৪
  • নিযুক্ত ভাইয়েরা, তীমথিয়ের কাছ থেকে শিক্ষা লাভ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিযুক্ত ভাইয়েরা, তীমথিয়ের কাছ থেকে শিক্ষা লাভ করুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তীমথিয়ের উদাহরণ অনুকরণ করুন
  • আপনার বিশেষ সুযোগকে মূল্যবান হিসেবে দেখুন
  • তীমথিয়—‘বিশ্বাস সম্বন্ধে যথার্থ বৎস’
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উদ্যোগের সঙ্গে আপনার কার্যভার পালন করুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • আপনার উন্নতি প্রকাশ করুন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যুবক-যুবতীরা—ঈশ্বরকে সম্মানিত করে এমন লক্ষ্যগুলো অনুধাবন করো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
w18 এপ্রিল পৃষ্ঠা ১৩-১৪
তীমথিয়

নিযুক্ত ভাইয়েরা, তীমথিয়ের কাছ থেকে শিক্ষা লাভ করুন

গত বছর, বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিদের মধ্যে হাজার হাজার ভাইকে প্রাচীন ও পরিচারক দাস হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আপনি যদি সেই প্রিয় ভাইদের মধ্যে একজন হয়ে থাকেন, তা হলে নিশ্চিতভাবেই আপনি ঈশ্বরের সেবায় একটা নতুন সুযোগ পেয়ে খুবই আনন্দিত।

কিন্তু স্বাভাবিকভাবেই, আপনি হয়তো কিছুটা উদ্‌বিগ্নতাও অনুভব করছেন। জেসান নামে একজন কমবয়সি প্রাচীন বলেন, “আমাকে যখন প্রথম নিযুক্ত করা হয়েছিল, তখন আমি আমার নতুন দায়িত্বগুলোর কারণে বেশ ভারগ্রস্ত হয়ে পড়েছিলাম।” মোশি ও যিরমিয় যখন যিহোবার কাছ থেকে এক নতুন দায়িত্ব লাভ করেছিলেন, তখন তারা নিজেদের অযোগ্য বলে মনে করেছিলেন। (যাত্রা. ৪:১০; যির. ১:৬) আপনিও যদি এইরকম অনুভব করেন, তা হলে কীভাবে আপনি আপনার অনুভূতিগুলো কাটিয়ে উঠতে এবং উন্নতি করে চলতে পারেন? আসুন, আমরা খ্রিস্টান শিষ্য তীমথিয়ের উদাহরণ বিবেচনা করি।—প্রেরিত ১৬:১-৩.

তীমথিয়ের উদাহরণ অনুকরণ করুন

তীমথিয়ের বয়স হয়তো সেইসময় কিশোর বয়সের শেষের দিকে অথবা ২০-র কোঠার প্রথম দিকে ছিল, যখন প্রেরিত পৌল তাকে তার ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যেহেতু তীমথিয়ের বয়স কম ছিল, তাই প্রথম প্রথম তার হয়তো আত্মবিশ্বাসের অভাব ছিল এবং তিনি হয়তো তার নতুন কার্যভারে বিভিন্ন পদক্ষেপ নিতে ইতস্তত করেছিলেন। (১ তীম. ৪:১১, ১২; ২ তীম. ১:১, ২, ৭) তা সত্ত্বেও এর এক দশক পর, পৌল ফিলিপীর মণ্ডলীকে বলতে পেরেছিলেন: “আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি যে, তীমথিয়কে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব, . . . কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই।”—ফিলি. ২:১৯, ২০.

কী তীমথিয়কে একজন অসাধারণ প্রাচীন করে তুলেছিল? ছ’টা শিক্ষণীয় বিষয় বিবেচনা করুন, যেগুলো আপনি তার উদাহরণ থেকে শিখতে পারেন।

তীমথিয় একজন বোনকে একটা উপহার দিচ্ছন

১. তিনি লোকেদের জন্য সত্যিই চিন্তা করতেন। পৌল ফিলিপীর ভাইদের বলেছিলেন: “[তীমথিয়] প্রকৃতরূপে তোমাদের বিষয় চিন্তা করিবে।” (ফিলি. ২:২০) হ্যাঁ, তীমথিয় লোকেদের জন্য চিন্তা করতেন। তিনি প্রকৃতরূপে চেয়েছিলেন যেন লোকেরা যিহোবার নিকটবর্তী হয় আর তাই, তিনি ইচ্ছুক মনে তাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন।

সেই সুপরিচিত নীতিগল্পের বাসচালকের মতো হওয়া এড়িয়ে চলুন, যিনি যাত্রীদের বাসে তোলার চেয়ে বরং প্রতিটা বাস স্টপে ঠিক সময়ে পৌঁছানোর ব্যাপারে বেশি চিন্তিত। উইলিয়াম নামে একজন সম্মাননীয় ভাই ২০ বছরেরও বেশি সময় ধরে প্রাচীন হিসেবে সেবা করছেন। তিনি নবনিযুক্ত ভাইদের পরামর্শ দেন: “ভাই-বোনদের ভালোবাসুন। মণ্ডলীতে বিভিন্ন কাজকে সংগঠিত করার ও সেগুলোর দেখাশোনা করার চেয়ে প্রেমের সঙ্গে ভাই-বোনদের প্রয়োজনীয় বিষয়গুলো জোগানোর উপর বেশি মনোযোগ কেন্দ্রীভূত করুন।”

তীমথিয় একজন ব্যক্তিকে শাত্র থেকে পদ পড়ে শোনাচ্ছন

২. তিনি প্রচার কাজকে প্রথমে রেখেছিলেন। তীমথিয়ের উদাহরণের সঙ্গে অন্যদের উদাহরণের পার্থক্য তুলে ধরতে গিয়ে পৌল বলেছিলেন: “উহারা সকলে যীশু খ্রীষ্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে।” (ফিলি. ২:২১) পৌল রোমে বসে সেই চিঠি লিখছিলেন। তিনি লক্ষ করেছিলেন, সেখানকার ভাইয়েরা তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ব্যস্ত ছিল। তারা প্রচার কাজে নিজেদের যথাসাধ্য করেনি। কিন্তু, তীমথিয় এমনটা ছিলেন না! যখন সুসমাচার ছড়িয়ে দেওয়ার সুযোগ এসেছিল, তখন তিনি যিশাইয়ের মতো মনোভাব দেখিয়েছিলেন, যিনি বলেছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।”—যিশা. ৬:৮.

কীভাবে আপনি আপনার ব্যক্তিগত দায়িত্ব এবং যিহোবার সেবায় আপনার দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন? প্রথমত, অগ্রাধিকারের তালিকা বানান। পৌল এই জোরালো পরামর্শ দিয়েছিলেন: “যাহা যাহা শ্রেয়ঃ” বা বেশি গুরুত্বপূর্ণ, ‘তাহা পরীক্ষা করিয়া চিন।’ (ফিলি. ১:১০, পাদটীকা) ঈশ্বর যে-বিষয়গুলোকে অগ্রাধিকার দেন, সেগুলোকে আপনার অগ্রাধিকারের বিষয় করে তুলুন। দ্বিতীয়ত, জীবনকে সাদাসিধে করুন। জীবন থেকে এমন বিষয়গুলো বাদ দিন, যেগুলো সময় ও শক্তিকে চুরি করে নেয়। পৌল তীমথিয়কে উৎসাহিত করেছিলেন: “তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং . . . ধার্ম্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।”—২ তীম. ২:২২.

তীমথিয় একটা মডলীর উদশে কথা বলছন

৩. তিনি পবিত্র সেবায় কঠোর পরিশ্রম করেছিলেন। পৌল ফিলিপীয়দের মনে করিয়ে দিয়েছিলেন: “তোমরা [তীমথিয়ের] পক্ষে এই প্রমাণ জ্ঞাত আছ যে, পিতার সহিত সন্তান যেমন, আমার সহিত ইনি তেমনি সুসমাচারের নিমিত্ত দাস্যকর্ম্ম করিয়াছেন।” (ফিলি. ২:২২) তীমথিয় অলস ছিলেন না। তিনি পৌলের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম করেছিলেন এবং এটা তাদের মধ্যে থাকা স্নেহের বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছিল।

বর্তমানে, ঈশ্বরের সংগঠনে কাজের কোনো অভাব নেই। এই কাজ সত্যিই পরিতৃপ্তিদায়ক আর এটা আপনাকে আপনার ভাই ও বোনদের আরও নিকটবর্তী করতে পারে। তাই, সবসময় ‘প্রভুর কার্য্যে উপচিয়া পড়িবার’ লক্ষ্য স্থাপন করুন।—১ করি. ১৫:৫৮.

তীমথিয় পরিত পৌলের কাছ থেকে শিক্ষা লাভ করছন

৪. তিনি যে-শিক্ষাগুলো লাভ করেছিলেন, সেগুলো কাজে লাগিয়েছিলেন। পৌল তীমথিয়কে লিখেছিলেন: “তুমি আমার শিক্ষা, আচার ব্যবহার, সঙ্কল্প, বিশ্বাস, দীর্ঘসহিষ্ণুতা, প্রেম, ধৈর্য্য . . . অনুসরণ করিয়াছ।” (২ তীম. ৩:১০) যেহেতু তীমথিয় যে-শিক্ষাগুলো লাভ করেছিলেন, সেগুলো কাজে লাগিয়েছিলেন, তাই তিনি আরও বেশি দায়িত্ব পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছিলেন।—১ করি. ৪:১৭.

আপনার কি এমন কোনো বয়স্ক ও আরও অভিজ্ঞ বন্ধু রয়েছে, যিনি আপনার জন্য একজন অনুকরণযোগ্য ব্যক্তি হতে পারেন? যদি না থাকে, তা হলে এইরকম কাউকে খুঁজে বের করুন না কেন? টম নামে একজন ভাই, যিনি বহু বছর ধরে প্রাচীন হিসেবে সেবা করছেন, স্মরণ করে বলেন: “একজন অভিজ্ঞ প্রাচীন আমার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছিলেন এবং আমাকে চমৎকারভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন। আমি নিয়মিতভাবে তার কাছে পরামর্শ চাইতাম এবং তা কাজে লাগাতাম। এর ফলে, আমার আত্মবিশ্বাস দ্রুত বেড়ে উঠেছিল।”

তীমথিয় শিক্ষা দেওয়ার জন্য পতুতি নিচ্ছন

৫. তিনি নিজেকে প্রশিক্ষিত করে গিয়েছিলেন। পৌল তীমথিয়কে উৎসাহিত করেছিলেন: “ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর” বা নিজেকে প্রশিক্ষিত করো। (১ তীম. ৪:৮) একজন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার একজন কোচ থাকতে পারেন কিন্তু সেই খেলোয়াড়কে ব্যক্তিগতভাবেও নিজেকে প্রশিক্ষিত করতে হবে। পৌল তীমথিয়কে এই জোরালো পরামর্শ দিয়েছিলেন: “তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাক। . . . এ সকল বিষয়ে চিন্তা কর, এ সকলে স্থিতি কর, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়।”—১ তীম. ৪:১৩-১৫.

আপনাকেও ক্রমাগতভাবে আপনার দক্ষতাগুলোকে বৃদ্ধি করে যেতে হবে। একজন অধ্যবসায়ী ছাত্র হোন এবং সংগঠনের কাছ থেকে আসা সবচেয়ে সাম্প্রতিক নির্দেশনাগুলোর সঙ্গে পরিচিত হোন। এ ছাড়া, অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন। যেমন, এমনটা মনে করা এড়িয়ে চলুন, আপনার এত অভিজ্ঞতা রয়েছে যে, আপনি সতর্কতার সঙ্গে গবেষণা না করেই যেকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারেন। তীমথিয়কে অনুকরণ করে ‘আপনার বিষয়ে ও আপনার শিক্ষার বিষয়ে সাবধান হোন।’—১ তীম. ৪:১৬.

তীমথিয় পার্থনা করছন

৬. তিনি যিহোবার আত্মার উপর নির্ভর করেছিলেন। তীমথিয়ের পরিচর্যার বিষয়ে চিন্তা করে পৌল তাকে মনে করিয়ে দিয়েছিলেন: “তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা কর।” (২ তীম. ১:১৪) তার পরিচর্যাকে রক্ষা করার জন্য তীমথিয়কে ঈশ্বরের আত্মার উপর নির্ভর করতে হয়েছিল।

ডনাল্ড নামে একজন ভাই, যিনি অনেক দশক ধরে প্রাচীন হিসেবে সেবা করছেন, বলেন: “নিযুক্ত ভাইদের অবশ্যই ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ককে মূল্যবান হিসেবে দেখতে হবে। যারা এমনটা করবে, তারা ‘উত্তর উত্তর বলবান’ হবে। তারা যদি ঈশ্বরের আত্মা চেয়ে প্রার্থনা করে এবং আত্মার ফল গড়ে তোলে, তা হলে তারা তাদের ভাইদের জন্য সত্যিই এক আশীর্বাদ স্বরূপ হবে।”—গীত. ৮৪:৭; ১ পিতর ৪:১১.

আপনার বিশেষ সুযোগকে মূল্যবান হিসেবে দেখুন

এটা দেখা খুবই উৎসাহজনক যে, আপনার মতো এত নবনিযুক্ত ভাইয়েরা যিহোবার সেবায় উন্নতি করছে। শুরুতে উল্লেখিত ভাই জেসান বলেন: “আমি যখন থেকে প্রাচীন হিসেবে সেবা করছি, তখন থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এখন আমি সত্যিই আমার কার্যভার পালন করে আনন্দ পাই এবং এটাকে এক চমৎকার সুযোগ হিসেবে দেখি!”

আপনি কি যিহোবার সেবায় উন্নতি করে চলবেন? তীমথিয়ের কাছ থেকে শিক্ষা লাভ করার লক্ষ্য স্থাপন করুন। এমনটা করলে আপনিও ঈশ্বরের লোকেদের কাছে এক আশীর্বাদ স্বরূপ হবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার