ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • লোকেদের মধ্যে পার্থক্য লক্ষ করুন
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৮ | জানুয়ারি
    • ৯. কী সন্তানদের তাদের বাবা-মায়ের প্রতি বাধ্যতা দেখাতে সাহায্য করবে?

      ৯ কী সন্তানদের এমনকী সেইসময়ও তাদের বাবা-মায়ের প্রতি বাধ্যতা দেখানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে, যখন তাদের আশেপাশে থাকা অন্যেরা বাধ্যতা দেখায় না? সন্তানরা যখন তাদের উদ্দেশ্যে করা বাবা-মায়ের সমস্ত উত্তম কাজগুলো নিয়ে চিন্তা করে, তখন তাদের কৃতজ্ঞ হওয়া উচিত এবং বাবা-মায়ের বাধ্য হতে চাওয়া উচিত। এ ছাড়া, অল্পবয়সিদের এটাও বুঝতে হবে যে, ঈশ্বর যিনি আমাদের সকলের পিতা, তিনি আশা করেন যেন তারা তাদের বাবা-মায়ের বাধ্য হয়। অল্পবয়সিরা যখন তাদের বাবা-মা সম্বন্ধে উত্তম বিষয়গুলো বলে, তখন তারা তাদের বন্ধুদের নিজেদের বাবা-মাকে আরও বেশি সম্মান করতে সাহায্য করে। অবশ্য, বাবা-মায়েরা যদি তাদের সন্তানদের বিষয়ে স্নেহরহিত অর্থাৎ স্নেহহীন হয়, তা হলে তাদের পক্ষে হয়তো বাবা-মায়ের প্রতি বাধ্যতা দেখানো আরও বেশি কঠিন হতে পারে। কিন্তু, একজন অল্পবয়সি যখন বুঝতে পারে যে, তার বাবা-মা সত্যিই তাকে ভালোবাসেন, তখন সেটা তাকে এমনকী কঠিন সময়েও তাদের প্রতি বাধ্যতা দেখানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। অসটান নামে একজন অল্পবয়সি ভাই বলেন: “যদিও প্রায়ই আমি মন্দ কাজ করার জন্য প্রলুব্ধ হতাম কিন্তু আমার বাবা-মা যুক্তিযুক্ত নিয়মগুলো স্থির করতেন, নিয়মের পিছনে থাকা কারণগুলো ব্যাখ্যা করতেন এবং সবসময় ভাববিনিময়ের পথ খোলা রাখতেন। এটা আমাকে বাধ্য থাকতে সাহায্য করেছিল। আমি বুঝতে পারতাম যে, তারা আমার জন্য চিন্তা করেন আর এই বিষয়টার কারণে আমি তাদের খুশি করতে অনুপ্রাণিত হয়েছিলাম।”

      ১০, ১১. (ক) কোন খারাপ গুণগুলো দেখায় যে, লোকেদের একে অন্যের প্রতি ভালোবাসা নেই? (খ) সত্য খ্রিস্টানরা অন্য লোকেদের কতটা ভালোবাসে?

      ১০ পৌল আরও কয়েকটা খারাপ গুণ সম্বন্ধে বর্ণনা করেছিলেন, যেগুলো দেখায় যে, লোকেদের একে অন্যের প্রতি ভালোবাসা নেই। তিনি “পিতামাতার অবাধ্য” হওয়ার বিষয়টা উল্লেখ করার পর অকৃতজ্ঞতার বিষয়টা উল্লেখ করেছিলেন। এটা উপযুক্ত কারণ অকৃতজ্ঞ লোকেরা তাদের জন্য করা উত্তম বিষয়গুলোকে মূল্যবান বলে গণ্য করে না। এ ছাড়া, পৌল বলেছিলেন, লোকেরা “অসাধু [“আনুগত্যহীন,” NW]” হবে। তারা ক্ষমাহীন হবে অর্থাৎ তারা অন্যদের সঙ্গে শান্তি স্থাপন করতে চাইবে না। তারা ধর্মনিন্দক ও বিশ্বাসঘাতক হবে অর্থাৎ তারা লোকেদের সম্বন্ধে আর এমনকী ঈশ্বর সম্বন্ধে নিষ্ঠুর ও ক্ষতিকর কথা বলবে। এ ছাড়া, তারা অপবাদক হবে অর্থাৎ তারা অন্যদের সুনাম নষ্ট করার জন্য ক্ষতিকর মিথ্যা কথা বলবে।a

  • লোকেদের মধ্যে পার্থক্য লক্ষ করুন
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৮ | জানুয়ারি
    • a “অপবাদক” বা “অভিযোগকারী”-র জন্য ব্যবহৃত গ্রিক শব্দটা হল ডায়াবোলোস। বাইবেলে এই শব্দটাকে শয়তানের একটা উপাধি হিসেবে ব্যবহার করা হয়েছে, যে একজন মন্দ ব্যক্তি এবং ঈশ্বরকে অপবাদ দেয়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার