ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৩/১ পৃষ্ঠা ১৪-১৯
  • খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করা
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সভাগুলি যা গড়ে তোলে
  • উত্তম প্রস্তুতি করুন
  • ঈশ্বরের বাক্যের উদাহরণগুলি
  • সর্বোত্তম উদাহরণ
  • আধুনিক দিনের উদাহরণগুলি
  • আমাদের পবিত্র সমাবেশগুলোর প্রতি সম্মান দেখানো
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন উপাসনার জন্য আমাদের একত্রে মিলিত হওয়া উচিত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিহোবার সাক্ষিদের সভাগুলোতে আপনাকে স্বাগত জানাই!
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনি কি খ্রিস্টীয় সভাগুলোকে গঠনমূলক করে তোলায় অংশ নেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৩/১ পৃষ্ঠা ১৪-১৯

খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করা

“আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি।”—ইব্রীয় ১০:২৪, ২৫.

১, ২. (ক) সত্য খ্রীষ্টানদের কোন সমাবেশে উপস্থিত হওয়া কেন এক সুযোগস্বরূপ? (খ) তাঁর অনুগামীদের সমাবেশগুলিতে কোন্‌ অর্থে যীশু উপস্থিত থাকেন?

একটি খ্রীষ্টীয় সমাবেশে উপস্থিত হওয়া কতই না এক মহান সুযোগ, তা সেটি দশজনের কম অথবা কয়েক হাজার যিহোবার উপাসকদের নিয়েই গঠিত হোক না কেন, কারণ যীশু বলেছিলেন: “যেখানে দুই কি তিন জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি”! (মথি ১৮:২০) এটি সত্য যে, যখন যীশু এই প্রতিজ্ঞাটি করেছিলেন তিনি বিচারসংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন যেগুলি মণ্ডলীতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দ্বারা সঠিকভাবে পরিচালিত হওয়ার প্রয়োজন ছিল। (মথি ১৮:১৫-১৯) কিন্তু যীশুর বাক্যগুলি কি নীতিগত দিক দিয়ে সমস্ত খ্রীষ্টীয় সমাবেশ যা তাঁর নামে প্রার্থনার দ্বারা আরম্ভ ও সমাপ্ত হয় সেগুলির প্রতি প্রযোজ্য হতে পারে? হ্যাঁ। স্মরণ করুন যখন যীশু তাঁর অনুগামীদের শিষ্য-করণের কাজ করার জন্য নিযুক্ত করেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন: “দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”—মথি ২৮:২০.

২ তাই কোন সন্দেহই থাকতে পারে না যে খ্রীষ্টীয় মণ্ডলীর মস্তক, যীশু খ্রীষ্ট তাঁর বিশ্বস্ত অনুগামীদের সমস্ত সমাবেশের প্রতি অত্যন্ত আগ্রহী। এছাড়াও, আমরা নিশ্চিত হতে পারি যে তিনি তাদের মাঝে ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে উপস্থিত থাকেন। (প্রেরিত ২:৩৩; প্রকাশিত বাক্য ৫:৬) যিহোবা ঈশ্বরও আমাদের একত্রে সভাস্থ হওয়ার প্রতি আগ্রহী। এইধরনের সভার প্রাথমিক উদ্দেশ্য হল “মণ্ডলীগণের মধ্যে” ঈশ্বরের প্রশংসাকে উচ্চীকৃত করা। (গীতসংহিতা ২৬:১২) মণ্ডলীর সভাগুলিতে আমাদের উপস্থিতি তাঁর প্রতি প্রেমের এক প্রমাণস্বরূপ।

৩. কোন্‌ গুরুত্বপূর্ণ কারণগুলির জন্য আমরা খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করি?

৩ কেন আমরা খ্রীষ্টীয় সমাবেশের প্রতি উপলব্ধি প্রদর্শন করি তার অন্যান্য উত্তম কারণগুলিও রয়েছে। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পূর্বে যীশু খ্রীষ্ট তাঁর অভিষিক্ত শিষ্যদের “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” হিসাবে কাজ করার জন্য নিযুক্ত করেছিলেন, যারা বিশ্বাসী পরিজনদের উপযুক্ত সময়ে আধ্যাত্মিক খাদ্য সরবরাহ করবেন। (মথি ২৪:৪৫) এইধরনের আধ্যাত্মিক খাদ্য প্রদানের একটি গুরুত্বপূর্ণ উপায় হল মণ্ডলীর সভাগুলি আর সেই সাথে বৃহৎ সমাবেশগুলি—অধিবেশন ও সম্মেলনগুলি। যারা এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ থেকে রক্ষা পেতে ও ঈশ্বরের ধার্মিক নতুন জগতে জীবন লাভ করতে চান, তাদের সকলের জন্য এইধরনের সমাবেশগুলিতে প্রভু যীশু খ্রীষ্ট তাঁর বিশ্বস্ত দাসেদের জরুরী তথ্য সরবরাহ করার নির্দেশনা দেন।

৪. কোন্‌ বিপদজনক “অভ্যাস” সম্বন্ধে বাইবেলে উল্লেখ করা হয়েছে এবং এটি এড়াতে কী আমাদের সাহায্য করবে?

৪ তাই, কোন খ্রীষ্টান এই বিপদজনক অভ্যাসকে বৃদ্ধি পেতে দিতে পারেন না যে সম্বন্ধে প্রেরিত পৌল উল্লেখ করেছিলেন, যিনি লেখেন: “আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি—যেমন কাহারও কাহারও অভ্যাস—বরং পরস্পরকে চেতনা দিই; আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই।” (ইব্রীয় ১০:২৪, ২৫) খ্রীষ্টীয় সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ ও উপকার সম্বন্ধে ধ্যান করা এইধরনের সমাবেশগুলিকে নিষ্ঠাপূর্ণভাবে ও সম্পূর্ণ হৃদয়ে সমর্থন করতে আমাদের সাহায্য করবে।

সভাগুলি যা গড়ে তোলে

৫. (ক) সভাগুলিতে আমাদের কথার কোন্‌ প্রভাব থাকা উচিত? (খ) কেন আমরা আগ্রহী ব্যক্তিদের সভাগুলিতে আমন্ত্রণ জানাতে দেরি করব না?

৫ যেহেতু খ্রীষ্টানেরা প্রার্থনা করে থাকেন যেন যিহোবার পবিত্র আত্মা খ্রীষ্টীয় সভাগুলিতে সক্রিয় হয়, তাই উপস্থিত প্রত্যেক ব্যক্তিবিশেষের আত্মার সাথে সামঞ্জস্য রেখে কাজ করার জন্য তার সর্বোত্তম করা আর ‘ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত না করা’ উচিত। (ইফিষীয় ৪:৩০) যখন প্রেরিত পৌল এই অনুপ্রাণিত বাক্যগুলি লিখেছিলেন, তিনি কথাবার্তার উপযুক্ত প্রয়োগ সম্বন্ধে আলোচনা করছিলেন। আমরা যা কিছুই বলি তা সর্বদা এমন হওয়া উচিত যেটি “প্রয়োজনমতে গাঁথিয়া তুলিবার জন্য . . . যেন যাহারা শুনে, তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়।” (ইফিষীয় ৪:২৯) এটি খ্রীষ্টীয় সমাবেশের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। করিন্থীয়দের প্রতি তার পত্রে পৌল সভাগুলি গঠনমূলক, তথ্যমূলক ও উৎসাহজনক হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। (১ করিন্থীয় ১৪:৫, ১২, ১৯, ২৬, ৩১) উপস্থিত সকলে এইধরনের সভাগুলি থেকে উপকৃত হয় যার অন্তর্ভুক্ত নতুন উপস্থিত ব্যক্তিরা, যারা হয়ত সঠিকভাবেই এই উপসংহারে পৌঁছাতে পারবেন যে: “ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্ত্তী।” (১ করিন্থীয় ১৪:২৫) এই কারণে, নতুন আগ্রহী ব্যক্তিদের আমাদের সাথে সমবেত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে আমাদের দেরি করা উচিত নয় কারণ এটি করা তাদের আধ্যাত্মিক প্রগতিকে ত্বরান্বিত করবে।

৬. কিছু বিষয়গুলি কী যা একটি সভাকে গঠনমূলক করে তুলতে সাহায্য করে?

৬ একটি খ্রীষ্টীয় সভায় যারা বক্তৃতা, সাক্ষাৎকার ও নমুনা প্রদর্শনের জন্য নিযুক্ত হন তারা নিশ্চিত হতে চাইবেন যে তাদের কথা যেন গঠনমূলক ও ঈশ্বরের লিখিত বাক্য বাইবেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এছাড়াও, উপযুক্ত কথা বলার জন্য আমাদের অনুভূতি ও আবেগগুলি প্রকাশ করা উচিত যা ঈশ্বর ও খ্রীষ্টের প্রেমময় ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। সভার কার্যক্রমে যারা অংশগ্রহণ করেন তাদের সকলে যদি “আত্মার ফল” যেমন আনন্দ, দীর্ঘসহিষ্ণুতা, বিশ্বস্ততা প্রতিফলিত করার বিষয়ে সচেতন থাকেন, তাহলে উপস্থিত সকলে নিশ্চিতভাবেই গড়ে উঠেছেন বলে মনে করবেন।—গালাতীয় ৫:২২, ২৩.

৭. এক গঠনমূলক সমাবেশে উপস্থিত সকল ব্যক্তিরা কিভাবে অবদান রাখতে পারেন?

৭ যদিও খুব অল্পজনেরই মণ্ডলীর সভার কার্যক্রমে অংশ থাকে কিন্তু সকলেই এই গঠনমূলক সমাবেশে অবদান রাখতে পারেন। প্রায়ই শ্রোতাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকে। সাধারণ্যে আমাদের বিশ্বাসকে ঘোষণা করার জন্য এইগুলিই হচ্ছে উপলক্ষ। (রোমীয় ১০:৯) কিন্তু কখনই সেগুলিকে আমাদের ব্যক্তিগত ধারণাকে তুলে ধরা, আমাদের ব্যক্তিগত সাফল্য সম্বন্ধে গর্ব করা অথবা এক সহবিশ্বাসীর সমালোচনা করার সুযোগ হিসাবে ব্যবহার করা উচিত নয়। আর এটি কি ঈশ্বরের আত্মাকে দুঃখিত করে না? সহবিশ্বাসীর সাথে মতানৈক্য গোপনে ও প্রেমপূর্ণ মনোভাবের সাথে মীমাংসা করা সবচেয়ে উত্তম। বাইবেল উল্লেখ করে: “তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।” (ইফিষীয় ৪:৩২) এই উত্তম পরামর্শটি প্রয়োগ করার জন্য খ্রীষ্টীয় সমাবেশগুলি আমাদের কত উৎকৃষ্ট সুযোগই না দিয়ে থাকে! এই কারণে অনেকে সভাগুলিতে তাড়াতাড়ি আসেন ও তা শেষ হয়ে যাওয়ার পরে দেরিতে ফেরেন। এটি নতুন আগ্রহী ব্যক্তিদেরও সাহায্য করে যাদের আতিথেয়তা পাওয়ার বিশেষ প্রয়োজন আছে। তাই সমস্ত উৎসর্গীকৃত খ্রীষ্টানদের সভাগুলিতে ‘পরস্পর মনোযোগ করে, প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে’ গঠনমূলক করে তোলার জন্য এক ভূমিকা রয়েছে।

উত্তম প্রস্তুতি করুন

৮. (ক) সভাগুলিতে উপস্থিত হওয়ার জন্য কিছুজন কোন্‌ প্রশংসাজনক আত্মত্যাগগুলি করেন? (খ) পালক হিসাবে যিহোবা কোন্‌ উদাহরণ স্থাপন করেছেন?

৮ কিছুজনের জন্য খ্রীষ্টীয় সমাবেশগুলিতে উপস্থিত হওয়া তুলনামূলকভাবে সহজ হলেও, অন্যদের জন্য ক্রমাগত আত্মত্যাগের প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন খ্রীষ্টীয় মা যাকে তার পরিবারের প্রয়োজনাদি সরবরাহে সাহায্য করার জন্য চাকুরি করতে হয়, স্বাভাবিকভাবেই তিনি কাজ থেকে ক্লান্ত হয়ে ঘরে ফেরেন। তারপর তাকে হয়ত খাবার তৈরি করতে হয় ও সন্তানদের সভার জন্য প্রস্তুত করতে হয়। অন্যান্য খ্রীষ্টানদের হয়ত সভায় উপস্থিত হওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয় অথবা তারা হয়ত দুর্বলতা ও বার্ধক্যের দ্বারা সীমাবদ্ধ। নিশ্চিতভাবেই, যিহোবা ঈশ্বর সভায় প্রত্যেক বিশ্বস্ত যোগদানকারীর পরিস্থিতি বোঝেন, ঠিক যেমন এক প্রেমময় পালক তার পালের প্রত্যেকটি পৃথক পৃথক মেষের বিশেষ প্রয়োজন সম্বন্ধে বোঝেন। “মেষপালকের ন্যায়” বাইবেল উল্লেখ করে, “[যিহোবা] আপন পাল চরাইবেন, তিনি শাবকদিগকে বাহুতে সংগ্রহ করিবেন, এবং কোলে করিয়া বহন করিবেন; দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন।”—যিশাইয় ৪০:১১.

৯, ১০. সভাগুলি থেকে আমরা কিভাবে সর্বাপেক্ষা বেশি উপকার লাভ করতে পারি?

৯ যাদের সভাগুলিতে নিয়মিত হওয়ার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়, তারা হয়ত সভায় আলোচিত বিষয়বস্তু প্রস্তুত করতে সময় ব্যয় করার ক্ষেত্রেও সীমাবদ্ধ। সাপ্তাহিক বাইবেল পাঠের তালিকা মেনে চলা ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের উপস্থিতিকে আরও পুরস্কারজনক করে তোলে। অনুরূপভাবে অন্যান্য সভাগুলির জন্য পূর্বপ্রস্তুতি যেমন প্রহরীদুর্গ অধ্যয়ন এবং মণ্ডলীর বুক স্টাডি এগুলিকে আরও উপকারী করে তোলে। অধ্যয়নের বিষয়বস্তু আগে থেকে পড়া ও অন্তত কিছু উল্লেখিত বাইবেলের পদগুলিকে বিবেচনা করার দ্বারা পারিবারিক দায়িত্বের কারণে ব্যস্ত পরিবারগুলিও এই গুরুত্বপূর্ণ বাইবেল আলোচনায় অর্থপূর্ণ অংশ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি প্রস্তুত থাকবেন।

১০ অন্যান্যেরা যাদের পরিস্থিতি এতখানি সংকটজনক নয়, তারা সভার প্রস্তুতির জন্য আরও বেশি সময় ব্যয় করতে পারেন। উদাহরণস্বরূপ, তারা সেই শাস্ত্রপদগুলির উপর গবেষণা করতে পারেন যেগুলি উদ্ধৃত নয় কিন্তু উল্লেখিত আছে। এইভাবে সভাগুলি থেকে সর্বোত্তম লাভ পাওয়ার জন্য সকলে প্রস্তুত হতে পারেন আর তাদের বক্তৃতা ও মন্তব্যের দ্বারা মণ্ডলীকে গড়ে তোলায় এক উত্তম অংশ নিতে পারেন। ভালভাবে প্রস্তুত হয়ে, ছোট ও সংক্ষিপ্ত উত্তর দিয়ে প্রাচীন ও পরিচারক দাসেরা উত্তম উদাহরণ স্থাপন করতে পারেন। যিহোবার ব্যবস্থার প্রতি সম্মান প্রযুক্ত উপস্থিত ব্যক্তিরা সভা চলাকালীন কোন বিক্ষেপ সৃষ্টিকারী কাজ করা এড়িয়ে চলবেন।—১ পিতর ৫:৩.

১১. সভাগুলির জন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে কেন আত্ম শাসন প্রয়োজনীয়?

১১ সেই সমস্ত কার্যাবলী ও আমোদপ্রমোদ যা আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য জরুরী নয় তা হয়ত আমাদের অনেকখানি সময় নিয়ে নিতে পারে। যদি তাই হয়, তাহলে আমাদের আত্ম পরীক্ষা করা ও আমাদের সময় ব্যবহারের ক্ষেত্রে ‘নির্ব্বোধ না হওয়ার’ প্রয়োজন আছে। (ইফিষীয় ৫:১৭) আমাদের লক্ষ্য হবে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে ‘সুযোগ কিনিয়া লওয়া’ যাতে অনেক বেশি সময় ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন এবং সভাগুলির প্রস্তুতিতে, একইভাবে রাজ্যের সেবায় ব্যয় করা যায়। (ইফিষীয় ৫:১৬) এটি স্বীকার্য যে সর্বদা তা সহজ নয় ও এর জন্য আত্ম শাসনের প্রয়োজন হয়। যুবক ব্যক্তিরা যারা এই বিষয়ে মনোযোগ দেয় তারা ভবিষ্যৎ অগ্রগতির জন্য এক উত্তম ভিত্তিমূল স্থাপন করে। পৌল তার অল্পবয়স্ক সঙ্গী তীমথিকে লিখেছিলেন: “এ সকল বিষয়ে চিন্তা কর [তীমথির প্রতি পৌলের পরামর্শ], এ সকলে স্থিতি কর, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়।”—১ তীমথিয় ৪:১৫.

ঈশ্বরের বাক্যের উদাহরণগুলি

১২. শমূয়েলের পরিবার কোন্‌ উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছিলেন?

১২ শমূয়েলের পরিবার যে উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন সেই সম্বন্ধে বিবেচনা করুন, যারা ঈশ্বরের সমাগমতাম্বু যখন শীলোতে অবস্থিত ছিল সেই সময় নিয়মিতভাবে সহউপাসকদের সাথে সমবেত হওয়ার ব্যবস্থায় অংশ নিতেন। পর্ব উদ্‌যাপনের সময় বাৎসরিক সাক্ষাতের জন্য কেবলমাত্র পুরুষদের যাওয়াই যথেষ্ট ছিল। কিন্তু শমূয়েলের পিতা ইলকানা সম্পূর্ণ পরিবারকে সাথে নিতেন, যখন তিনি “প্রতিবৎসর আপন নগর হইতে শীলোতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত ও বলিদান করিতেন।” (১ শমূয়েল ১:৩-৫) শমূয়েলের নিজস্ব নগর রামাথয়িম-সোফীম, সম্ভবত ‘পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের’ পাদদেশে আধুনিক দিনের রেনটিসের উপকূলের কাছাকাছি অবস্থিত ছিল। (১ শমূয়েল ১:১) তাই শীলো পর্যন্ত যাত্রার অর্থ ছিল প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করা, সেই দিনগুলিতে যা ছিল এক ক্লান্তিকর যাত্রা। এটিই ইলকানার পরিবার নিষ্ঠাপূর্ণভাবে করেছিলেন, “বৎসর বৎসর যখন [তাহারা] সদাপ্রভুর গৃহে যাইতেন।”—১ শমূয়েল ১:৭.

১৩. যীশুর সময়ে পৃথিবীতে বিশ্বস্ত যিহূদীরা কোন্‌ উদাহরণ স্থাপন করেছিলেন?

১৩ যীশুও একটি বড় পরিবারের অংশ হিসাবে বড় হয়েছিলেন। প্রতি বছর তাঁর পরিবার নিস্তারপর্ব উৎসবে যোগ দেওয়ার জন্য নাসারৎ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত যিরূশালেমে যাত্রা করতেন। দুটি সম্ভাব্য রাস্তা ছিল যেখান দিয়ে তারা যাতায়াত করতেন। অধিক সরাসরি রাস্তাটি ছিল মাগিদ্দো উপত্যকা দিয়ে নেমে গিয়ে শমরিয় অঞ্চলের মধ্যে দিয়ে প্রায় ২০০০ ফুট উপরে উঠে যিরূশালেমে পৌঁছানো। অপর জনপ্রিয় রাস্তাটি ছিল সেটি, যেটি দিয়ে যীশু সা.কা. ৩৩ সালে তাঁর শেষ যিরূশালেম যাত্রার সময় এসেছিলেন। এই পথটি দিয়ে যেতে তাঁকে সমুদ্রতল থেকে নিচে যর্দন উপত্যকার নিচ দিয়ে হেঁটে যেতে হয়েছিল যতক্ষণ পর্যন্ত না তিনি “যিহূদিয়ার অঞ্চলে . . . যর্দ্দনের পরপারে” পৌঁছেছিলেন। (মার্ক ১০:১) এই দিক দিয়ে ‘যিরূশালেমের’ দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার, যার অন্তর্ভুক্ত ছিল ৩,৭০০ ফুটের বেশি এক চড়াই। (মার্ক ১০:৩২) বিশ্বস্ত পর্ব উদ্‌যাপনকারী দল নিয়মিতভাবে গালীল থেকে যিরূশালেম পর্যন্ত এই কষ্টসাধ্য যাত্রা করতেন। (লূক ২:৪৪) আজকের সমৃদ্ধশালী দেশের যিহোবার সাক্ষীদের জন্য কতই না এক উত্তম উদাহরণ যাদের অনেকেই আধুনিক পরিবহণ ব্যবস্থার কল্যাণে তুলনামূলকভাবে অনেক সহজে খ্রীষ্টীয় সমাবেশগুলিতে উপস্থিত হতে পারেন!

১৪, ১৫. (ক) হান্না কোন্‌ উদাহরণ স্থাপন করেছিলেন? (খ) সভায় যোগদানকারী কিছু নতুন ব্যক্তিদের প্রদর্শিত উত্তম মনোভাব থেকে আমরা কী শিখতে পারি?

১৪ ৮৪ বছর বয়স্কা বিধবা হান্না হলেন অপর এক উদাহরণ। বাইবেল উল্লেখ করে যে তিনি ‘ধর্ম্মধাম হইতে প্রস্থান করিতেন না।’ (লূক ২:৩৭) এছাড়াও, হান্না অন্যদের প্রতি প্রেমপূর্ণ আগ্রহ দেখিয়েছিলেন। শিশু যীশুকে দেখে এবং তিনিই প্রতিজ্ঞাত মশীহ এটি জেনে তিনি কী করেছিলেন? তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন ও “যত লোক যিরূশালেমের মুক্তির অপেক্ষা করিতেছিল, তাহাদিগকে যীশুর কথা বলিতে লাগিলেন।” (লূক ২:৩৮) কতই না এক উত্তম মনোভাব, আজকের খ্রীষ্টানদের জন্য এক আদর্শ!

১৫ হ্যাঁ, আমাদের সভাগুলিতে উপস্থিত হওয়া ও অংশ নেওয়া আমাদের জন্য এতখানিই আনন্দজনক বিষয় হওয়া উচিত যে আমরা হান্নার মত কখনও সেগুলি হারাতে চাইব না। অনেক নতুন ব্যক্তিরা এইরকমই অনুভব করেন। অন্ধকার থেকে বের হয়ে ঈশ্বরের আশ্চর্য জ্যোতিতে এসে তারা তাদের যথাসম্ভব শিখতে চান আর অনেকেই খ্রীষ্টীয় সভাগুলির জন্য প্রচুর উদ্যম দেখিয়ে থাকেন। অপরপক্ষে, যারা দীর্ঘদিন সত্যে রয়েছেন অবশ্যই ‘তাদের প্রথম প্রেম পরিত্যাগ’ করার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। (প্রকাশিত বাক্য ২:৪) গুরুতর স্বাস্থ্য সমস্যা অথবা এক ব্যক্তির নিয়ন্ত্রণাতীত বিষয়গুলি কখনও কখনও সভায় উপস্থিতিকে সীমাবদ্ধ করে তুলতে পারে। কিন্তু আমাদের কখনও বস্তুবাদিতা, আমোদপ্রমোদ অথবা আগ্রহের অভাবকে প্রস্তুতিহীনভাবে আসা, অবসন্ন অথবা সভায় অনিয়মিত যোগদানকারী হয়ে পড়ার কারণ হতে দেওয়া উচিত নয়।—লূক ৮:১৪.

সর্বোত্তম উদাহরণ

১৬, ১৭. (ক) আধ্যাত্মিক সমাবেশগুলির প্রতি যীশুর কোন্‌ মনোভাব ছিল? (খ) কোন্‌ উত্তম অভ্যাস সমস্ত খ্রীষ্টানদের অনুসরণ করা উচিত?

১৬ আধ্যাত্মিক সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করা সম্বন্ধে যীশু এক উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছিলেন। ১২ বছর বয়সে তিনি যিরূশালেমে ঈশ্বরের গৃহের প্রতি তাঁর প্রেম দেখিয়েছিলেন। তাঁর পিতামাতা তাঁকে খুঁজে পাচ্ছিলেন না কিন্তু পরিশেষে তারা দেখেন যে তিনি মন্দিরের শিক্ষকদের সাথে ঈশ্বরের বাক্য আলোচনা করছেন। তাঁর পিতামাতার উদ্বেগের প্রতি সাড়া দিয়ে যীশু শ্রদ্ধাপূর্বক জিজ্ঞাসা করেছিলেন: “আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না?” (লূক ২:৪৯) বাধ্যতা দেখিয়ে বালক যীশু তাঁর পিতামাতার সাথে নাসারতে ফিরে এসেছিলেন। সেখানে তিনি নিয়মিতভাবে সমাজগৃহে উপস্থিত হয়ে উপাসনার জন্য সভাগুলির প্রতি ক্রমাগতভাবে প্রেম দেখিয়েছিলেন। তাই যখন তিনি তাঁর পরিচর্যা আরম্ভ করেছিলেন বাইবেল বিবৃতি দেয়: “তিনি যেখানে পালিত হইয়াছিলেন, সেই নাসরতে উপস্থিত হইলেন, এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিলেন, ও পাঠ করিতে দাঁড়াইলেন।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) যীশু, যিশাইয় ৬১:১, ২ পদ পড়া ও ব্যাখ্যা করার পর শ্রোতারা “তাঁহার মুখনির্গত মধুর বাক্যে আশ্চর্য্য বোধ করিল।”—লূক ৪:১৬, ২২.

১৭ আজকের খ্রীষ্টীয় সভাগুলি এই একই মূল ধারা অনুসরণ করে। প্রশংসামূলক গান ও প্রার্থনা দিয়ে সভা শুরু হওয়ার পর বাইবেল থেকে পদগুলি (অথবা বাইবেল অধ্যয়ন বিষয়বস্তুটিতে উদ্ধৃত পদগুলি) পড়া ও ব্যাখ্যা করা হয়। সত্য খ্রীষ্টানেরা যীশু খ্রীষ্টের উত্তম অভ্যাস অনুকরণ করতে বাধ্য। যতদূর পর্যন্ত তাদের পরিস্থিতি অনুমোদন করে, খ্রীষ্টীয় সমাবেশগুলিতে নিয়মিতভাবে উপস্থিত হতে তারা আনন্দিত হন।

আধুনিক দিনের উদাহরণগুলি

১৮, ১৯. সভা, অধিবেশন এবং সম্মেলনগুলির ক্ষেত্রে কম সমৃদ্ধশালী দেশের ভাইরা কোন্‌ অত্যুৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন?

১৮ পৃথিবীর কম সমৃদ্ধশালী অংশগুলিতেও খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করার ক্ষেত্রে আমাদের অনেক ভাইবোনেরা উত্তম উদাহরণ স্থাপন করেছেন। মোজাম্বিকে একজন জেলা অধ্যক্ষ অরল্যান্ডো ও তার স্ত্রী অ্যামিলিয়া, উঁচু পাহাড়ের উপর অনুষ্ঠিত একটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য ৯০ কিলোমিটার পথ ৪৫ ঘন্টা ধরে হেঁটে গিয়েছিলেন। তারপর পরবর্তী অধিবেশনের জন্য তাদের সেই সমপরিমাণ পথ ফিরে আসতে হয়েছিল। অরল্যান্ডো নম্রতার সাথে জানিয়েছিলেন: “বোয়া মণ্ডলীর ভাইদের সাথে সাক্ষাৎ করার পর আমাদের মনে হয়েছিল আমরা কিছুই করিনি। তাদের জন্য সম্মেলনে উপস্থিত হওয়া ও আবার ঘরে ফিরে যাওয়ার অর্থ ছিল ছয় দিনের যাত্রা, যার অন্তর্ভুক্ত ছিল ৪০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া আর তাদের মধ্যে একজন ৬০ বছর বয়স্ক ভাই ছিলেন!”

১৯ মণ্ডলীর সাপ্তাহিক সভাগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন সম্বন্ধে কী বলা যায়? কাসওয়াসওয়া নিয়াম্বা ৭০ বছর বয়স্কা একজন দুর্বল বোন। তিনি কিসোসোসে বাস করেন যেটি নামিবিয়ার রুন্ডু কিংডম হল থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট গ্রাম। সভাগুলিতে উপস্থিত হওয়ার জন্য তিনি ঝোপ-জঙ্গলের মধ্যে দিয়ে দশ কিলোমিটার পথ অতিক্রম করেন। কিছু লোকেদের এই রাস্তায় লুণ্ঠন করা হয়েছে কিন্তু কাসওয়াসওয়া নিয়মিত আসেন। অধিকাংশ সভাগুলি সেই ভাষায় পরিচালিত হয় যেটি তিনি বোঝেন না। সুতরাং উপস্থিত হয়ে তিনি কিভাবে উপকৃত হন? “শাস্ত্রপদগুলি অনুসরণ করে,” কাসওয়াসওয়া বলেন, “কোন্‌ বিষয়ে বক্তৃতাটি দেওয়া হচ্ছে আমি তা বুঝতে চেষ্টা করি।” কিন্তু তিনি নিরক্ষর, তাহলে কিভাবে তিনি শাস্ত্রপদগুলি অনুসরণ করেন? “যে শাস্ত্রপদগুলি আমার মুখস্থ সেগুলি আমি শুনি” তিনি উত্তর দেন। আর বহু বছর ধরে তিনি তার স্মৃতিতে বেশ কিছু সংখ্যক শাস্ত্রপদ সঞ্চিত করেছেন। বাইবেল ব্যবহার করতে তার সক্ষমতাকে উন্নত করার জন্য তিনি মণ্ডলীর দ্বারা আয়োজিত সাক্ষরতা ক্লাসে যোগ দেন। “সভাগুলিতে উপস্থিত হতে আমি ভালবাসি,” তিনি বলেন। “শেখার জন্য সেখানে সর্বদা নতুন বিষয় থাকে। ভাইবোনেদের সাথে মেলামেশা করতে আমি ভালবাসি। এমনকি যদিও আমি তাদের সকলের সাথে কথা বলতে পারি না, তবুও তারা সবসময় আমার কাছে আসেন ও আমাকে সম্ভাষণ জানান। আর সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে, আমি জানি সভাগুলিতে উপস্থিত হওয়ার দ্বারা আমি যিহোবার হৃদয়কে আনন্দিত করছি।”

২০. আমাদের খ্রীষ্টীয় সমাবেশগুলিকে কেন আমরা কোনভাবেই পরিত্যাগ করব না?

২০ কাসওয়াসওয়ার মত পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ যিহোবার উপাসকেরা খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি প্রশংসাজনক উপলব্ধি প্রদর্শন করে থাকেন। যতই শয়তানের জগৎ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, আমরা নিজেদের একত্রে সমবেত হওয়া পরিত্যাগ করার জন্য ছেড়ে দিতে পারি না। বরং আসুন আমরা আধ্যাত্মিকভাবে জেগে থাকি আর সভা, অধিবেশন ও সম্মেলনগুলির জন্য গভীর উপলব্ধি প্রদর্শন করি। এটি শুধু যিহোবার হৃদয়কেই আনন্দিত করবে না কিন্তু আমাদেরও প্রচুরভাবে উপকৃত করবে যখন আমরা সেই ঐশিক শিক্ষায় অংশগ্রহণ করি যা অনন্ত জীবনে পরিচালিত করে।—হিতোপদেশ ২৭:১১; যিশাইয় ৪৮:১৭, ১৮; মার্ক ১৩:৩৫-৩৭.

পুনরালোচনার প্রশ্নগুলি

◻ খ্রীষ্টীয় সমাবেশগুলিতে উপস্থিত হওয়া কেন এক সুযোগস্বরূপ?

◻ এক গঠনমূলক সভায় কিভাবে উপস্থিত সমস্ত ব্যক্তিরা অবদান রাখতে পারেন?

◻ যীশু খ্রীষ্ট কোন্‌ উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছিলেন?

◻ কম সমৃদ্ধশালী দেশগুলির ভাইদের কাছ থেকে কোন্‌ শিক্ষামূলক বিষয় শেখা যেতে পারে?

[১৭ পৃষ্ঠার বাক্স]

তারা সাপ্তাহিক সভাগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করেন

লক্ষ লক্ষ লোকেরা দারিদ্র এবং অপরাধ দ্বারা জর্জরিত শহরগুলিতে বসবাস করেন। এই পরিস্থিতি সত্ত্বেও সেই স্থানগুলির সত্য খ্রীষ্টানেরা খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি প্রশংসনীয় উপলব্ধি প্রদর্শন করেন। দক্ষিণ আফ্রিকার কাউটেনে সোয়েটো মণ্ডলীগুলির একটিতে সেবারত এক প্রাচীন বিবৃতি দেন: “সাক্ষী ও অবাপ্তাইজিত প্রকাশকসহ আমাদের ৬০ জনের মণ্ডলীতে, ৭০ থেকে ৮০ জন আর কখনও কখনও তার চেয়েও বেশি জন সভায় উপস্থিত হয়ে থাকেন। যদিও উপস্থিত হওয়ার জন্য ভাইবোনেদের বহু দূর থেকে ভ্রমণ করতে হয় না, তবুও সোয়েটোর এই অংশের পরিস্থিতি বিপদজনক। একবার সভায় আসার সময় এক ভাইকে পিছন থেকে ছুরিকাঘাত করা হয়েছিল। দুইজন বোনকে লুণ্ঠন করার জন্য সহসা আক্রমণ করা হয়েছিল। কিন্তু এটি তাদের সভায় উপস্থিতিকে বন্ধ করে দিতে পারেনি। রবিবারগুলিতে প্রার্থনা দিয়ে সভা শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ গানগুলি অভ্যাস করি। প্রায় ৯৫ শতাংশ ভাইবোন নিয়মিতভাবে সভার পর থাকেন ও পরের সপ্তাহে যে গানগুলি গাওয়া হবে তার সবগুলি গান। এটি নতুন আগ্রহী ব্যক্তিদের গানগুলি শিখতে ও একসাথে গাইতে সাহায্য করে।”

যারা গ্রামে বাস করেন তাদের জন্য আরেকটি প্রতিবন্ধকতা হল সভাগুলিতে উপস্থিত হওয়ার জন্য সপ্তাহে তিন বার তাদের অনেকখানি দূরত্ব অতিক্রম করতে হয়। এক আগ্রহী দম্পতি বটসোয়ানার লোবাটসে কিংডম হল থেকে ১৫ কিলোমিটার দূরে বাস করেন। গত বছরে তারা তাদের দুটি সন্তানসহ নিয়মিতভাবে সভাগুলিতে উপস্থিত হয়েছেন। স্বামী পরিবার প্রতিপালনের জন্য জুতো সারানোর কাজ করেন। স্ত্রী ছোট ছোট জিনিস বিক্রি করে পারিবারিক আয়কে সহায়তা করেন যাতে তারা সভায় যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া দিতে পারেন।

সম্প্রতি এক গ্রীষ্মের সন্ধ্যায় সীমা অধ্যক্ষের সাথে এক সভার পর এই পরিবার রাত ৯টার সময় একটি বাসস্টপে নিরুপায় অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে বাস চলাচল তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। এক পুলিশ কর্মকর্তা তার গাড়ি থামান ও জিজ্ঞাসা করেন যে তারা এখানে কী করছেন। তাদের অসহায় অবস্থার কথা শুনে তিনি দুঃখিত হন ও ১৫ কিলোমিটার পথ গাড়িতে করে তাদের ঘরে পৌঁছে দেন। স্ত্রী যিনি একজন অবাপ্তাইজিত প্রকাশক, তার স্বামীকে বলেছিলেন: “যদি আমরা সভাগুলিকে প্রথম স্থানে রাখি যিহোবা সর্বদা প্রয়োজনীয় বস্তু যুগিয়ে থাকেন।” এখন স্বামীও সুসমাচারের এক প্রচারক হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

[১৮ পৃষ্ঠার চিত্র]

রুমানিয়ার এই ভাইবোনদের মত সাক্ষীরা খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করার ক্ষেত্রে এক উত্তম উদাহরণ স্থাপন করেছেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার