-
প্রত্যাশিত বিষয়ের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৬ | অক্টোবর
-
-
২ বাইবেল বলে, বিশ্বাস হল প্রত্যাশিত বিষয়ের “নিশ্চয়জ্ঞান।” এর অর্থ হল যাদের বিশ্বাস রয়েছে, তারা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত, যিহোবার প্রতিজ্ঞা পরিপূর্ণ হবেই। (ইব্রীয় ১১:১) অন্যদিকে, বর্তমানে অনেক লোক বিভিন্ন বিষয় আশা করে ও পেতে চায়, কিন্তু তাদের সেই আশা যে পরিপূর্ণ হবে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ব্যক্তি হয়তো লটারি জেতার আশা করতে পারেন, তবে তিনি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন না, তিনি সেটা জিতবেনই। এই প্রবন্ধে আমরা দেখব, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় করার জন্য আমরা কী করতে পারি। এ ছাড়া, আমরা এটাও আলোচনা করব, দৃঢ়বিশ্বাস কীভাবে আমাদের এখনই সাহায্য করতে পারে।
৩. কেন আমাদের এই বিশ্বাস রয়েছে যে, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ হবেই?
৩ আমাদের মধ্যে কেউই বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করিনি। বিশ্বাস গড়ে তোলার জন্য, ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয়কে নির্দেশিত হতে দেওয়া প্রয়োজন। (গালা. ৫:২২) পবিত্র আত্মা যিহোবা সম্বন্ধে জানতে আমাদের সাহায্য করতে পারে। আমরা যখন বুঝতে পারি, তিনি হলেন সর্বশক্তিমান এবং সবচেয়ে বিজ্ঞ, তখন আমাদের এই আস্থা গড়ে ওঠে, তাঁর সমস্ত প্রতিজ্ঞা পরিপূর্ণ করার ক্ষমতা তাঁর রয়েছে। যিহোবা নিজের প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে এমনভাবে উল্লেখ করেন যেন সেগুলো ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে আর তাই তিনি এভাবে বলেন: “হইয়াছে।” (পড়ুন, প্রকাশিত বাক্য ২১:৩-৬.) আমরা জানি, যিহোবা সবসময় তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেন। তিনি হলেন “বিশ্বসনীয় ঈশ্বর।” তাই, আমাদের ভবিষ্যতের বিষয়ে তিনি যা-কিছু বলেন, সেই সমস্ত কিছু আমরা বিশ্বাস করি।—দ্বিতীয়. ৭:৯.
ঈশ্বরের প্রাচীন কালের দাসেরা, যাদের দৃঢ়বিশ্বাস ছিল
৪. ঈশ্বরের প্রাচীন কালের দাসদের কোন বিষয়ের প্রতি বিশ্বাস ছিল?
৪ ইব্রীয় ১১ অধ্যায় থেকে আমরা এমন ১৬ জন পুরুষ ও নারীর নাম জানতে পারি, যাদের যিহোবার প্রতিজ্ঞাগুলোর প্রতি দৃঢ়বিশ্বাস ছিল। এ ছাড়া, এই অধ্যায়ে আরও অনেক ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে, যারা “বিশ্বাস প্রযুক্ত” যিহোবাকে খুশি করেছিলেন। (ইব্রীয় ১১:৩৯) তারা সকলে যিহোবার প্রতিজ্ঞাত ‘বংশের’ অপেক্ষায় ছিলেন। তারা জানতেন, এই ‘বংশ’ ঈশ্বরের সমস্ত শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীকে আবারও পরমদেশে পরিণত করবেন। (আদি. ৩:১৫) আর যিহোবা যে তাদের আবারও জীবনে ফিরিয়ে আনবেন, সেই বিষয়ে ঈশ্বরের এই দাসদের দৃঢ়বিশ্বাস ছিল। অবশ্য, তারা স্বর্গে পুনরুত্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেননি কারণ তখনও যিশুর মাধ্যমে সেই সুযোগ খুলে দেওয়া হয়নি। (গালা. ৩:১৬) এর পরিবর্তে, তারা এক অপূর্ব পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন।—গীত. ৩৭:১১; যিশা. ২৬:১৯; হোশেয় ১৩:১৪.
-
-
প্রত্যাশিত বিষয়ের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৬ | অক্টোবর
-
-
৭. আমাদের বিশ্বাস দৃঢ় করার জন্য যিহোবা কী দিয়েছেন আর আমাদের কী করতে হবে?
৭ কী আমাদের বিশ্বাস দৃঢ় রাখতে সাহায্য করবে? যিহোবা ভবিষ্যতের বিষয়ে তাঁর প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাইবেল দিয়েছেন। বাইবেলের মধ্যে তিনি দেখিয়েছেন, সুখী হওয়ার জন্য আমাদের কী করতে হবে। তাই, প্রতিদিন বাইবেল পড়া ও এর নির্দেশনা অনুসরণ করা আমাদের জন্য উপকারজনক। (গীত. ১:১-৩; পড়ুন, প্রেরিত ১৭:১১.) এ ছাড়া, যিহোবা ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ মাধ্যমে আমাদের “উপযুক্ত সময়ে খাদ্য” দেন। (মথি ২৪:৪৫) ঈশ্বরের প্রাচীন কালের দাসদের মতো, আমাদেরও নিয়মিতভাবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে পড়তে হবে ও সেগুলো নিয়ে গভীরভাবে ধ্যান করতে হবে। এটা আমাদেরকে ঈশ্বরের প্রতি অনুগত থাকতে এবং সেই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে সাহায্য করবে, যখন তাঁর রাজ্য পুরো পৃথিবীর উপর শাসন করবে।
-