-
প্রত্যাশিত বিষয়ের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৬ | অক্টোবর
-
-
১০. কোন বিষয়টা অনেক ব্যক্তিকে সাহসী হতে ও ঈশ্বরের প্রতি অনুগত থাকতে সাহায্য করেছিল?
১০ ইব্রীয় ১১ অধ্যায়ে প্রেরিত পৌল বলেছিলেন: “নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন; অন্যেরা প্রহার দ্বারা নিহত হইলেন, মুক্তি গ্রহণ করেন নাই, যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হইতে পারেন।” (ইব্রীয় ১১:৩৫) অনেকে পরীক্ষা সহ্য করেছিলেন ও ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন কারণ ঈশ্বরের প্রতিজ্ঞাত পুনরুত্থানের প্রতি তাদের দৃঢ়বিশ্বাস ছিল। তারা জানতেন, ভবিষ্যতে যিহোবা তাদের জীবনে ফিরিয়ে আনবেন আর তারা চিরকাল এই পৃথিবীতে বাস করবেন। নাবোৎ ও সখরিয়ের কথা চিন্তা করুন। ঈশ্বরের বাধ্য হওয়ার কারণে তাদের পাথর ছুড়ে হত্যা করা হয়েছিল। (১ রাজা. ২১:৩, ১৫; ২ বংশা. ২৪:২০, ২১) দানিয়েলকে ক্ষুধার্ত সিংহের গর্তে ও তার বন্ধুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। তারা যিহোবার প্রতি আনুগত্যহীন হয়ে পড়ার চেয়ে বরং মৃত্যুকে বরণ করে নিতে ইচ্ছুক ছিলেন। তাদের এই ব্যাপারে দৃঢ়বিশ্বাস ছিল যে, যিহোবা তাদের পবিত্র আত্মা দেবেন ও কষ্ট সহ্য করতে সাহায্য করবেন।—দানি. ৩:১৬-১৮, ২০, ২৮; ৬:১৩, ১৬, ২১-২৩; ইব্রীয় ১১:৩৩, ৩৪.
-
-
প্রত্যাশিত বিষয়ের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৬ | অক্টোবর
-
-
১২. আমাদের অনুকরণের জন্য সর্বোত্তম উদাহরণ কে আর কোন বিষয়টা তাঁকে পরীক্ষা সহ্য করতে সাহায্য করেছিল?
১২ যিশু খ্রিস্ট সবচেয়ে কঠিন পরীক্ষা সহ্য করেছিলেন ও যিহোবার প্রতি অনুগত ছিলেন। কোন বিষয়টা তাঁকে কষ্ট সহ্য করতে সাহায্য করেছিল? পৌল বলেছিলেন: “তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন।” (ইব্রীয় ১২:২) পৌল এরপর খ্রিস্টানদের ‘তাঁহাকেই আলোচনা করিতে’ অর্থাৎ যিশুর উদাহরণ বিবেচনা করতে উৎসাহিত করেছিলেন। (পড়ুন, ইব্রীয় ১২:৩.) যিশুর মতো, প্রথম শতাব্দীর অনেক খ্রিস্টানও যিহোবার প্রতি অনুগত থাকার কারণে মৃত্যুবরণ করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আন্তিপা। (প্রকা. ২:১৩) ঈশ্বরের প্রাচীন কালের দাসেরা, যারা পৃথিবীতে জীবন লাভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন, তাদের বিপরীতে এই খ্রিস্টানরা ইতিমধ্যে তাদের পুরস্কার লাভ করেছেন। (ইব্রীয় ১১:৩৫) ১৯১৪ সালে যিশু রাজা হওয়ার অল্পসময় পর, সেই মৃত অভিষিক্ত খ্রিস্টানরা স্বর্গে পুনরুত্থিত হয়ে অমর জীবন লাভ করেছেন আর ভবিষ্যতে তারা তাঁর সঙ্গে মানবজাতির উপর শাসন করবেন।—প্রকা. ২০:৪.
-