ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১/১৫ পৃষ্ঠা ২৯-৩১
  • হনোক—সমস্ত বিরোধিতার বিরুদ্ধে নির্ভীক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • হনোক—সমস্ত বিরোধিতার বিরুদ্ধে নির্ভীক
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • হনোক এবং সার্বিক বিচার্য বিষয়টি
  • ঈশ্বর হনোককে গ্রহণ করেছিলেন—কিভাবে?
  • ভবিষ্যদ্বাণীটি পরিপূর্ণ হয়েছিল
  • হনোক এক ভক্তিহীন জগতে থেকেও ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • এই অশান্ত সময়ে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একজন সাহসী পুরুষ
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১/১৫ পৃষ্ঠা ২৯-৩১

হনোক—সমস্ত বিরোধিতার বিরুদ্ধে নির্ভীক

একজন ভাল ব্যক্তির পক্ষে, এটি অত্যন্ত মন্দ সময় ছিল। ভক্তিহীনতায় পৃথিবী পরিপূর্ণ ছিল। মানবজাতির নৈতিক অবস্থার স্থায়ী অবক্ষয় ঘটেছিল। বস্তুতপক্ষে, এটি শীঘ্রই বলা যেত: “সদাপ্রভু দেখিলেন, পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ।”—আদিপুস্তক ৬:৫.

আদমের বংশ থেকে সপ্তম পুরুষ হনোকের পৃথক থাকার এক সাহস ছিল। পরিণতি যাই হোক না কেন, তিনি ধার্মিকতার পক্ষে দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। হনোকের বার্তা পাপপূর্ণ মানুষের কাছে এতই যন্ত্রণাদায়ক ছিল যে তিনি এদের হত্যার এক লক্ষ্য হয়ে উঠেছিলেন আর এই ক্ষেত্রে কেবলমাত্র যিহোবাই তাকে সাহায্য করতে পারতেন।—যিহূদা ১৪, ১৫.

হনোক এবং সার্বিক বিচার্য বিষয়টি

হনোকের জন্মের বহু পূর্বে সার্বিক সার্বভৌমত্বের বিচার্য বিষয়টি উত্থাপিত হয়েছিল। ঈশ্বরের কি শাসন করার অধিকার আছে? শয়তান দিয়াবল মূলতঃ না বলেছিল। সে দাবি করে যে বুদ্ধিমান প্রাণীরা ঈশ্বরের নির্দেশনা থেকে স্বাধীন হলে আরও ভাল কিছু করতে পারবে। শয়তান চতুরতার সাথে মানুষদের তার দিকে পরিচালিত করার জন্য যিহোবা ঈশ্বরের বিরুদ্ধে তার সাক্ষ্যপ্রমাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। আদম, তার স্ত্রী হবা এবং তাদের প্রথম পুত্র কয়িন, ঈশ্বর-শাসন ব্যতিরেকে নিজ-শাসন বেছে নিয়ে শয়তানের পক্ষে যাওয়ার জন্য কুখ্যাত ছিল। প্রথম মানব দম্পতি, ঈশ্বর নিষিদ্ধ ফল খাওয়ার মাধ্যমে আর কয়িন স্বেচ্ছায় তার ধার্মিক ভাই, হেবলকে হত্যা করার মাধ্যমে সেটি করেছিল।—আদিপুস্তক ৩:৪-৬; ৪:৮.

হেবল সাহসের সাথে যিহোবার পক্ষে পদক্ষেপ নিয়েছিলেন। যেহেতু হেবলের বিশ্বস্ততা বিশুদ্ধ উপাসনাকে উন্নীত করেছিল, তাই তার উপর কয়িনের হত্যাসুলভ ক্রোধ প্রকাশ পেতে দেখে শয়তান নিঃসন্দেহে আনন্দিত হয়েছিল। সেই সময় থেকে, শয়তান ‘মৃত্যুর ভয়কে’ একটি ভীতিকর অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। যে কেউ সত্য ঈশ্বরের উপাসনা করতে ইচ্ছুক তার হৃদয়ের মধ্যে সে ভয় ঢুকিয়ে দিতে চায়।—ইব্রীয় ২:১৪, ১৫; যোহন ৮:৪৪; ১ যোহন ৩:১২.

হনোকের জন্মের সময়ের মধ্যে, শয়তানের এই দৃষ্টিভঙ্গি যে মানুষেরা যিহোবার সার্বভৌমত্বকে সমর্থন করবে না, সম্ভবত ভালভাবে সমর্থিত বলে মনে হয়েছিল। হেবল মারা গিয়েছিল এবং তার বিশ্বস্তপূর্ণ উদাহরণ অনুসরণ করা হয়নি। তথাপি, হনোক স্বতন্ত্র বলে নিজেকে প্রমাণ করেছিলেন। বিশ্বাসের ক্ষেত্রে তার এক দৃঢ় ভিত্তি ছিল, কারণ এদোন উদ্যানে যা ঘটেছিল সেই ঘটনার সাথে তিনি ভালভাবে পরিচিত ছিলেন।a কিভাবেই না তিনি যিহোবার ভবিষ্যদ্বাণীকে অবশ্যই হৃদয়ে পোষণ করে থাকবেন যা ইঙ্গিত করে যে একটি প্রতিজ্ঞাত বংশ শয়তান ও তার চাতুরীগুলির শেষ আনবে!—আদিপুস্তক ৩:১৫.

সর্বদা তার সম্মুখে এই আশা রেখে হনোক, দিয়াবল-অনুপ্রাণিত হেবল হত্যার ঐতিহাসিক ঘটনা থেকে ভীত হননি। বরঞ্চ, তিনি যিহোবার সাথে গমনাগমন করে চলেছিলেন এবং সারা জীবন ধরে ধার্মিকতার পথ অনুধাবন করেছিলেন। হনোক নিজেকে এই জগৎ থেকে পৃথক রেখেছিলেন, এর স্বাধীনতার আত্মাকে পরিহার করে।—অদিপুস্তক ৫:২৩, ২৪.

এছাড়াও, হনোক সাহসের সাথে কথা বলেছিলেন এবং স্পষ্ট করে দিয়েছিলেন যে, দিয়াবলের মন্দ কাজগুলি ব্যর্থ হবে। ঈশ্বরের পবিত্র আত্মা অথবা কার্যকারী শক্তির প্রভাবের অধীনে হনোক মন্দতার সম্বন্ধে ভাববাণী করেছিলেন: “দেখ, প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন, যেন সকলের বিচার করেন; আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তিবিরুদ্ধ কার্য্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে, এবং ভক্তিহীন পাপিগণ তাঁহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভর্ৎসনা করেন।”—যিহূদা ১৪, ১৫.

হনোকের নির্ভীক ঘোষণাগুলির কারণে, ইব্রীয় খ্রীষ্টানদের উদ্দেশ্যে তার লেখায় প্রেরিত পৌল তার নাম সেই বৃহৎ ‘সাক্ষিমেঘের’ মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, যারা তাদের কাজে বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছিলেন।b (ইব্রীয় ১১:৫; ১২:১) বিশ্বাসী ব্যক্তি হিসাবে, হনোক ৩০০ বছরেরও বেশি এক বিশ্বস্ত ধারা বজায় রেখেছিলেন। (আদিপুস্তক ৫:২২) হনোকের এই বিশ্বস্ততা অবশ্যই স্বর্গে ও পৃথিবীতে ঈশ্বরের শত্রুদের কতই না বিরক্ত করেছিল! হনোকের পীড়াদায়ক ভবিষ্যদ্বাণী শয়তানের ঘৃণাকে প্রকাশ করে দিয়েছিল, কিন্তু এটি যিহোবার সুরক্ষা এনেছিল।

ঈশ্বর হনোককে গ্রহণ করেছিলেন—কিভাবে?

হনোককে হত্যা করার জন্য যিহোবা শয়তান অথবা তার পার্থিব দাসেদের অনুমোদন করেননি। পরিবর্তে, অনুপ্রাণিত বিবরণ বলে: “ঈশ্বর তাঁহাকে গ্রহণ করিলেন।” (আদিপুস্তক ৫:২৪) প্রেরিত পৌল বিষয়টি এইভাবে বর্ণনা করেন: “বিশ্বাসে হনোক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু না দেখিতে পান; তাঁহার উদ্দেশ আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাঁহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুতঃ লোকান্তরে নীত হইবার পূর্ব্বে তাঁহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে, তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন।”—ইব্রীয় ১১:৫.

হনোক কিভাবে “লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু না দেখিতে পান”? অথবা আর.এ. নক্সের অনুবাদে যেমন ভাষান্তরিত করা হয়েছিল, হনোককে কিভাবে “মৃত্যুর অভিজ্ঞতা ব্যতীত নিয়ে নেওয়া হয়”? ঈশ্বর হনোককে অসুস্থতা অথবা তাঁর শত্রুদের দৌরাত্ম্যের দ্বারা মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করে, শান্তিপূর্ণভাবে তার জীবনের অবসান ঘটিয়েছিলেন। হ্যাঁ, যিহোবা হনোকের জীবন ৩৬৫ বছর বয়সে সংক্ষিপ্ত করেছিলেন—তার সমকালীন ব্যক্তিদের সাথে তুলনামূলকভাবে যিনি প্রায় এক যুবক ছিলেন।

হনোককে কিভাবে “সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে, তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন”? তার কাছে কোন্‌ সাক্ষ্যপ্রমাণ ছিল? খুব সম্ভব, ঈশ্বর হনোককে এক স্বপ্নাবিষ্ট অবস্থায় রাখেন, এমনকি যেভাবে প্রেরিত পৌল স্পষ্টতই খ্রীষ্টীয় মণ্ডলীর ভবিষ্যৎ আধ্যাত্মিক পরমদেশের এক দর্শন পাওয়ার জন্য ‘নীত হইয়াছিলেন,’ অথবা লোকান্তরিত হয়েছিলেন। (২ করিন্থীয় ১২:৩, ৪) হনোক যে ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন এই সাক্ষ্য অথবা প্রমাণ ভবিষ্যৎ পার্থিব পরমদেশের এক দর্শনকে অন্তর্ভুক্ত করতে পারত যেখানে সকলে যারা জীবিত ঈশ্বরের সার্বভৌমত্বকে সমর্থন করবে। সম্ভবত যখন হনোক একটি পরমানন্দময় দর্শন লাভ করছিলেন সেই সময় ঈশ্বর তাকে যন্ত্রণামুক্ত মৃত্যুতে নীত করে তার পুনরুত্থানের দিন পর্যন্ত নিদ্রায় রাখেন। এটি দেখায় যে, মোশির ক্ষেত্রে ঠিক এমনই ঘটে, যিহোবা হনোকের দেহ সরিয়ে ফেলেছিলেন, সেইজন্য “তাঁহার উদ্দেশ আর পাওয়া গেল না।”—ইব্রীয় ১১:৫; দ্বিতীয় বিবরণ ৩৪:৫, ৬; যিহূদা ৯.

ভবিষ্যদ্বাণীটি পরিপূর্ণ হয়েছিল

বর্তমানে, যিহোবার সাক্ষীরা হনোকের ভবিষ্যদ্বাণীর মূল অংশটি ঘোষণা করে। শাস্ত্র থেকে, তারা দেখায় যে কিভাবে এটি পরিপূর্ণ হবে যখন ঈশ্বর নিকট ভবিষ্যতে ভক্তিহীনদের ধ্বংস করবেন। (২ থিষলনীকীয় ১:৬-১০) তাদের বার্তা তাদের অপ্রিয় করে, কারণ এটি জগতের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলি থেকে অত্যন্ত পৃথক। তারা যে সব বিরোধিতার সম্মুখীন হয় তা তাদের অবাক করে না, কারণ যীশু তার অনুগামীদের সতর্ক করেছিলেন: “আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে।”—মথি ১০:২২; যোহন ১৭:১৪.

যাইহোক, হনোকের মত বর্তমান-দিনের খ্রীষ্টানেরা তাদের শত্রুদের থেকে পরিশেষে মুক্তির নিশ্চয়তা লাভ করে। প্রেরিত পিতর লিখেছিলেন: “ইহাতে জানি, প্রভু [“যিহোবা,” NW] ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে, এবং অধার্ম্মিকদিগকে দণ্ডাধীনে বিচারদিনের জন্য রাখিতে জানেন।” (২ পিতর ২:৯) একটি সমস্যা অথবা ক্লেশকর পরিস্থিতি দূর করা ঈশ্বর হয়ত উপযুক্ত বলে মনে করবেন। হয়ত তাড়নার অবসান হবে। যদি না হয়, তবুও, তিনি জানেন কিভাবে “রক্ষার পথও করিয়া” দিতে হয় যাতে করে তাঁর লোকেরা তাদের পরীক্ষাগুলি সফলতার সাথে সহ্য করতে পারে। এমনকি যিহোবা প্রয়োজনে “পরাক্রমের উৎকর্ষ” প্রদান করেন।—১ করিন্থীয় ১০:১৩; ২ করিন্থীয় ৪:৭.

“যাহারা তাঁহার অন্বেষণ করে, . . . তাহাদের পুরস্কারদাতা,” হিসাবে যিহোবা তাঁর বিশ্বস্ত দাসেদের অনন্ত জীবন দিয়েও আশীর্বাদ করবেন। (ইব্রীয় ১১:৬) তাদের মধ্যে বৃহৎ সংখ্যকের জন্য, এটি হবে এক পার্থিব পরমদেশে অনন্ত জীবন। অতএব, হনোকের মত আমরাও যেন নির্ভীকভাবে ঈশ্বরের বার্তা ঘোষণা করি। আসুন আমরা সমস্ত বিরোধিতার বিরুদ্ধে বিশ্বাসের সাথে এটি করি।

[পাদটীকাগুলো]

a আদমের ৬২২ বছর বয়সে হনোক জন্ম গ্রহণ করেছিলেন। আদমের মৃত্যুর পর হনোক প্রায় ৫৭ বছর জীবিত ছিলেন। তাই, বেশ কিছুটা সময়ব্যাপী তাদের জীবনকাল একই সাথে অতিবাহিত হয়েছিল।

b ইব্রীয় ১২:১ পদে ‘সাক্ষি’ অনুবাদটি গ্রীক শব্দ মার্টিস্‌ থেকে আসে। ভিউস্টের গ্রীক নতুন নিয়ম থেকে শব্দ অধ্যয়ন (ইংরাজি) অনুসারে, এই শব্দটি নির্দেশ করে “একজন যা কিছু দেখেন অথবা শোনেন বা অন্য যে কোন উপায়ে জানেন সে সম্বন্ধে সাক্ষ্য দেন, অথবা সাক্ষ্য দিতে পারেন।” নাইজেল টারনারের খ্রীষ্টীয় শব্দগুলি (ইংরাজি), বলে যে শব্দটি একজন ব্যক্তিকে বোঝায় যিনি “ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে . . . , আর সত্য ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে দৃঢ় প্রত্যয় থেকে” কথা বলেন।

[৩০ পৃষ্ঠার বাক্স]

ঈশ্বরের নাম অপবিত্রকৃত হয়েছিল

[৩১ পৃষ্ঠার বাক্স]

হনোক কি স্বর্গে গিয়েছিলেন?

[২৯ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

ইলাস্ট্রিয়টে প্রাস্ট থেকে গৃহীত - Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার