ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ১১/১৫ পৃষ্ঠা ২১-২৫
  • ঈশ্বরের প্রেমে নিজেকে রক্ষা করুন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের প্রেমে নিজেকে রক্ষা করুন!
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের প্রতি আপনার প্রেম দেখান
  • ঈশ্বরের পুত্রের প্রতি প্রেম দেখান
  • যিহোবার আত্মাকে আপনাকে পরিচালনা দিতে দিন
  • অন্যদের প্রতি প্রকৃত প্রেম প্রদর্শন করুন
  • এক শুদ্ধ বিবেক বজায় রাখুন
  • অন্যায় আচরণ এড়িয়ে চলার অন্যান্য উপায়
  • আপনি যদি পাপ করে থাকেন, তা হলে?
  • “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “বহুমূল্য রক্ত” দ্বারা উদ্ধার পাওয়া
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করেছেন?
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “ঈশ্বরের প্রতি প্রেম এই”
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
আরও দেখুন
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ১১/১৫ পৃষ্ঠা ২১-২৫

ঈশ্বরের প্রেমে নিজেকে রক্ষা করুন!

‘প্রিয়তমেরা ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর, অনন্ত জীবনের জন্য।’ —যিহূদা ২০, ২১.

১, ২. কীভাবে আপনি ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে পারেন?

যিহোবা মানবজাতির জগৎকে এতটাই প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন, যেন যেকেউ তাঁর ওপর বিশ্বাস করে, সে অনন্তজীবন পেতে পারে। (যোহন ৩:১৬) এই ধরনের প্রেমের অভিজ্ঞতা লাভ করা কতই না চমৎকার! আপনি যদি যিহোবার একজন দাস হয়ে থাকেন, তা হলে নিশ্চিতভাবেই আপনি চিরকাল সেই প্রেম উপভোগ করতে চান।

২ শিষ্য যিহূদা জানিয়েছেন যে, কীভাবে আপনি ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে পারেন। “তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে,” যিহূদা লিখেছিলেন, “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়ার অপেক্ষায় থাক।” (যিহূদা ২০, ২১) ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা ও সুসমাচার প্রচার করা আপনাকে “পরম পবিত্র বিশ্বাসের উপরে”—খ্রিস্টীয় শিক্ষাগুলোতে—গেঁথে উঠতে সাহায্য করে। ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে হলে আপনাকে “পবিত্র আত্মাতে” অথবা এর প্রভাবের অধীনে প্রার্থনা করতে হবে। এ ছাড়া, অনন্তজীবনের আশীর্বাদ পেতে চাইলে আপনাকে যিশু খ্রিস্টের মুক্তির মূল্যরূপ বলিদানে বিশ্বাস অনুশীলনও করতে হবে।—১ যোহন ৪:১০.

৩. কেন কেউ কেউ এখন আর যিহোবার সাক্ষি নয়?

৩ আগে বিশ্বাস ছিল এমন কেউ কেউ এখন আর ঈশ্বরের প্রেমে অবস্থিতি করে না। যেহেতু তারা পাপপূর্ণ কাজ করে চলা বেছে নিয়েছে, তাই তারা আর যিহোবার সাক্ষি নয়। কীভাবে আপনি এইরকম অভিজ্ঞতা এড়াতে পারেন? পরবর্তী বিষয়গুলো নিয়ে ধ্যান করা হয়তো আপনাকে পাপ থেকে বিরত থাকতে ও ঈশ্বরের প্রেমে নিজেকে রক্ষা করতে সাহায্য করবে।

ঈশ্বরের প্রতি আপনার প্রেম দেখান

৪. ঈশ্বরের প্রতি বাধ্যতা কতটা গুরুত্বপূর্ণ?

৪ ঈশ্বরের বাধ্য থেকে তাঁর প্রতি আপনার প্রেম দেখান। (মথি ২২:৩৭) “ঈশ্বরের প্রতি প্রেম এই,” প্রেরিত যোহন লিখেছিলেন, “যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি; আর তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।” (১ যোহন ৫:৩) ঈশ্বরের প্রতি বাধ্যতার এক মনোভাব আপনাকে প্রলোভন প্রতিরোধ করার জন্য শক্তিশালী করতে পারে ও আপনি তাতে আনন্দিত হতে পারেন। গীতরচক বলেছিলেন: “ধন্য [“সুখী,” বাংলা জুবিলী বাইবেল] সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, . . . কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে।”—গীতসংহিতা ১:১, ২.

৫. যিহোবার প্রতি প্রেম আপনাকে কোন উপায়ে কাজ করতে পরিচালিত করবে?

৫ যিহোবার প্রতি প্রেম আপনাকে এমন গুরুতর পাপ এড়াতে পরিচালিত করবে, যা তাঁর নামের ওপর নিন্দা নিয়ে আসবে। “দরিদ্রতা বা ঐশ্বর্য্য আমাকে দিও না,” আগূর প্রার্থনা করেছিলেন। “আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও; পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি, সদাপ্রভু কে? কিম্বা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি, ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি।” (হিতোপদেশ ৩০:১, ৮, ৯) ঈশ্বরের ওপর নিন্দা নিয়ে এসে “ঈশ্বরের নাম অপব্যবহার” না করার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ হোন। এর পরিবর্তে, সবসময় এমন ন্যায়নিষ্ঠ বিষয়গুলো করার আপ্রাণ চেষ্টা করুন, যেগুলো তাঁর গৌরব নিয়ে আসবে।—গীতসংহিতা ৮৬:১২.

৬. আপনি যদি ইচ্ছাকৃতভাবে পাপ করেন, তা হলে কী হতে পারে?

৬ পাপে রত হওয়ার পরীক্ষা বা প্রলোভন প্রতিরোধ করার জন্য সাহায্য পেতে নিয়মিতভাবে আপনার প্রেমময় স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করুন। (মথি ৬:১৩; রোমীয় ১২:১২) ঈশ্বরের পরামর্শ অনুসরণ করে চলুন, যাতে আপনার প্রার্থনা রুদ্ধ না হয়। (১ পিতর ৩:৭) আপনি যদি ইচ্ছাকৃতভাবে পাপ করেন, তা হলে পরিণতি দুঃখজনক হতে পারে কারণ যিহোবা বিদ্রোহী ব্যক্তিদের নিকটবর্তী হওয়াকে রূপকভাবে বলতে গেলে মেঘ দ্বারা আচ্ছাদন করে রাখেন, যাতে তাদের প্রার্থনা তাঁর কাছে পৌঁছাতে না পারে। (বিলাপ ৩:৪২-৪৪) তাই, এক নম্র মনোভাব প্রদর্শন করুন এবং প্রার্থনা করুন যাতে আপনি হয়তো এমন কিছু না করেন, যা আপনাকে প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হওয়া থেকে বঞ্চিত করবে।—২ করিন্থীয় ১৩:৭.

ঈশ্বরের পুত্রের প্রতি প্রেম দেখান

৭, ৮. কীভাবে যিশুর পরামর্শে মনোযোগ দেওয়া একজন ব্যক্তিকে পাপপূর্ণ পথ প্রত্যাখ্যান করার জন্য সাহায্য করতে পারে?

৭ যিশু খ্রিস্টের আজ্ঞাগুলো পালন করে তাঁর প্রতি প্রেম প্রদর্শন করুন কারণ তা আপনাকে পাপপূর্ণ পথ প্রত্যাখ্যান করতে সাহায্য করবে। “তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর,” যিশু বলেছিলেন, “তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাঁহার প্রেমে অবস্থিতি করিতেছি।” (যোহন ১৫:১০) কীভাবে যিশুর কথাগুলোর প্রয়োগ আপনাকে ঈশ্বরের প্রেমে অবস্থিতি করার জন্য সাহায্য করতে পারে?

৮ যিশুর কথাগুলোতে মনোযোগ দেওয়া আপনাকে নৈতিক নীতিনিষ্ঠা বজায় রাখার জন্য সাহায্য করতে পারে। ইস্রায়েলকে দেওয়া ঈশ্বরের ব্যবস্থা বলেছিল: “ব্যভিচার করিও না।” (যাত্রাপুস্তক ২০:১৪) কিন্তু, যিশু সেই আজ্ঞার পিছনে যে-নীতিটা রয়েছে, তা এই বলে প্রকাশ করেছিলেন: “যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল।” (মথি ৫:২৭, ২৮) প্রেরিত পিতর বলেছিলেন যে, প্রথম শতাব্দীর মণ্ডলীতে কারো কারো “চক্ষু ব্যভিচারে পরিপূর্ণ” ছিল এবং তারা ‘চঞ্চলমতিদিগকে প্রলোভিত করিয়াছিল।’ (২ পিতর ২:১৪) কিন্তু, তাদের বৈসাদৃশ্যে আপনি যৌন সংক্রান্ত পাপ এড়াতে পারেন যদি আপনি ঈশ্বর এবং খ্রিস্টকে প্রেম করেন ও তাদের বাধ্য থাকেন এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হন।

যিহোবার আত্মাকে আপনাকে পরিচালনা দিতে দিন

৯. একজন ব্যক্তি যদি পাপ করেই চলেন, তা হলে পবিত্র আত্মার ক্ষেত্রে কী হতে পারে?

৯ ঈশ্বরের পবিত্র আত্মার জন্য প্রার্থনা করুন এবং এই আত্মাকে আপনাকে পরিচালনা দিতে দিন। (লূক ১১:১৩; গালাতীয় ৫:১৯-২৫) আপনি যদি পাপ করেই চলেন, তা হলে ঈশ্বর আপনার কাছ থেকে তাঁর আত্মা উঠিয়ে নিতে পারেন। বৎশেবার সঙ্গে ব্যভিচার করার পর দায়ূদ ঈশ্বরের কাছে মিনতি করেছিলেন: “তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না।” (গীতসংহিতা ৫১:১১) একজন অনুতাপহীন পাপী হওয়ায় রাজা শৌল ঈশ্বরের আত্মা হারিয়েছিলেন। হোমবলি উৎসর্গ করার এবং মেষ ও গরুর পালকে এবং অমালেকীয়দের রাজাকে নিঃশেষে বিনষ্ট না করার মাধ্যমে শৌল পাপ করেছিলেন। এরপর, যিহোবা শৌলের কাছ থেকে তাঁর পবিত্র আত্মা উঠিয়ে নিয়েছিলেন।—১ শমূয়েল ১৩:১-১৪; ১৫:১-৩৫; ১৬:১৪-২৩.

১০. কেন আপনার পাপ করে চলার ধারণাটাই প্রত্যাখ্যান করা উচিত?

১০ পাপ করে চলার ধারণাটাই প্রত্যাখ্যান করুন। “সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্ব্বক পাপ করি,” প্রেরিত পৌল লিখেছিলেন, “তবে পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট থাকে না।” (ইব্রীয় ১০:২৬-৩১) আপনি যদি স্বেচ্ছায় পাপ করে চলেন, তা হলে সেটা কত দুঃখজনকই না হবে!

অন্যদের প্রতি প্রকৃত প্রেম প্রদর্শন করুন

১১, ১২. কোন কোন উপায়ে প্রেম ও সম্মান একজন ব্যক্তিকে অশোভন যৌন আচরণে রত হওয়া থেকে বিরত রাখবে?

১১ সহমানবদের প্রতি প্রেম আপনাকে অশোভন যৌন আচরণে রত হওয়া থেকে বিরত রাখবে। (মথি ২২:৩৯) এই ধরনের প্রেম আপনার হৃদয়কে রক্ষা করার জন্য অনুপ্রাণিত করবে, যার ফলে এটা আপনাকে অন্য ব্যক্তির বিবাহসাথির অনুরাগকে চুরি করার জন্য প্রলুব্ধ করবে না। কারণ তা করা পারদারিকতার মতো পাপের দিকে পরিচালিত করতে পারে। (হিতোপদেশ ৪:২৩; যিরমিয় ৪:১৪; ১৭:৯, ১০) ন্যায়নিষ্ঠ ব্যক্তি ইয়োবের মতো হোন, যিনি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর প্রতি কটাক্ষপাত করা বা নজর দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন।—ইয়োব ৩১:১.

১২ বিয়ের পবিত্রতার প্রতি সম্মান আপনাকে গুরুতর পাপ এড়াতে সাহায্য করতে পারে। ঈশ্বরের উদ্দেশ্য ছিল যে, সম্মানীয় বিয়ে এবং যৌনসম্পর্ক হবে জীবন পুনরুৎপাদনের মাধ্যম। (আদিপুস্তক ১:২৬-২৮) মনে রাখবেন যে, যৌনাঙ্গগুলোর সঙ্গে জীবন সম্পর্কযুক্ত আর সেই জীবন হল পবিত্র। ব্যভিচারী ও পারদারিকরা ঈশ্বরের অবাধ্য হয়, যৌনক্রিয়ার মর্যাদাহানি করে, বিয়ের পবিত্রতার প্রতি সম্মানের অভাব দেখায় এবং তাদের নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। (১ করিন্থীয় ৬:১৮) কিন্তু, ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম এবং সেইসঙ্গে ঈশ্বরীয় বাধ্যতা একজন ব্যক্তিকে এমন আচরণে রত হওয়া থেকে বিরত রাখবে, যার ফলে তিনি খ্রিস্টীয় মণ্ডলী থেকে সমাজচ্যুত হতে পারেন।

১৩. একজন অনৈতিক ব্যক্তি কোন উপায়ে “ধন নষ্ট” করেন?

১৩ আমাদের পাপপূর্ণ চিন্তাভাবনা দমন করতে হবে, যাতে আমরা আমাদের প্রিয়জনদের দুঃখ না দিই। “যে বেশ্যাদিগেতে অনুরক্ত হয়, তাহার ধন নষ্ট হইবে,” হিতোপদেশ ২৯:৩ পদ বলে। একজন অনুতাপহীন পারদারিক ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে নষ্ট করেন এবং পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দেন। তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ করার পক্ষে ভিত্তি থাকে। (মথি ১৯:৯) স্বামী বা স্ত্রী, যে-ই অন্যায়কারী হোন না কেন, বৈবাহিক জীবনে ভাঙন নির্দোষ সাথি, সন্তান এবং অন্যদের জন্য অনেক দুঃখ নিয়ে আসে। আপনি কি একমত নন যে, অনৈতিক আচরণের ধ্বংসাত্মক প্রভাব সম্বন্ধে জানার ফলে আমাদের এতে রত হওয়ার প্রলোভনকে প্রতিরোধ করতে পরিচালিত হওয়া উচিত?

১৪. হিতোপদেশ ৬:৩০-৩৫ পদ থেকে অন্যায় কাজ সম্বন্ধে কোন শিক্ষা লাভ করা যেতে পারে?

১৪ পারদারিকতার জন্য ক্ষতিপূরণের যে কোনো পথ নেই, এই বিষয়টাই একজন ব্যক্তিকে অত্যন্ত স্বার্থপর এই কাজ এড়িয়ে চলতে অনুপ্রাণিত করা উচিত। হিতোপদেশ ৬:৩০-৩৫ পদ দেখায় যে, যদিও লোকেরা ক্ষুধার তাড়নায় চুরি করেছেন এমন একজন ব্যক্তির প্রতি হয়তো সমবেদনা দেখাতেও পারে কিন্তু একজন পারদারিককে তারা ঘৃণা করে কারণ তার এক মন্দ উদ্দেশ্য রয়েছে। তিনি “আপনার প্রাণ [বা জীবন] আপনি নষ্ট” করেন। মোশির ব্যবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। (লেবীয় পুস্তক ২০:১০) যে-ব্যক্তি পারদারিকতা করেন, তিনি কেবল নিজের কামনাকে চরিতার্থ করার জন্য অন্যদের দুঃখ দেন আর একজন অনুতাপহীন পারদারিক ঈশ্বরের প্রেমে অবস্থিতি করেন না বরং তাকে বিশুদ্ধ খ্রিস্টীয় মণ্ডলী থেকে বহিষ্কার করা হয়।

এক শুদ্ধ বিবেক বজায় রাখুন

১৫. “তপ্ত লৌহের দাগের মত” দাগযুক্ত এক বিবেকের অবস্থা কেমন?

১৫ ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে হলে, আমরা পাপের প্রতি আমাদের বিবেককে অসংবেদনশীল হয়ে পড়তে দিতে পারি না। স্পষ্টতই, আমরা জগতের নিম্নমানের নৈতিক মানগুলোকে গ্রহণ করব না এবং বন্ধুবান্ধব, পড়ার বিষয়বস্তু ও আমোদপ্রমোদ বাছাইয়ের মতো বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। পৌল সাবধান করেছিলেন: “উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে।” (১ তীমথিয় ৪:১, ২) “তপ্ত লৌহের দাগের মত” দাগযুক্ত এক বিবেক ক্ষত চিহ্নবিশিষ্ট শুকিয়ে যাওয়া মাংসের মতো এবং অনুভূতিহীন। এই ধরনের এক বিবেক আমাদেরকে ধর্মভ্রষ্টতা ও এমন পরিস্থিতিগুলো থেকে দূরে থাকার জন্য আর সাবধান করবে না, যেগুলো আমাদেরকে বিশ্বাস থেকে সরিয়ে নিতে পারে।

১৬. কেন এক শুদ্ধ বিবেক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ?

১৬ আমাদের পরিত্রাণ নির্ভর করে এক শুদ্ধ বিবেক থাকার ওপর। (১ পিতর ৩:২১) যিশুর পাতিত রক্তের ওপর বিশ্বাসের মাধ্যমে আমাদের বিবেক মৃত ক্রিয়াকলাপ থেকে শুচি হয়েছে ‘যেন আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারি।’ (ইব্রীয় ৯:১৩, ১৪) আমরা যদি স্বেচ্ছায় পাপ করি, তা হলে আমাদের বিবেক কলুষিত হয়ে পড়বে এবং আমরা আর ঈশ্বরের সেবার জন্য যোগ্য শুচি লোক থাকব না। (তীত ১:১৫) কিন্তু, যিহোবার সাহায্যে আমরা এক শুদ্ধ বিবেক রাখতে পারি।

অন্যায় আচরণ এড়িয়ে চলার অন্যান্য উপায়

১৭. ‘সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করিবার’ কোন উপকার রয়েছে?

১৭ ‘সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করুন,’ যেমনটা প্রাচীনকালের কালেব করেছিলেন। (দ্বিতীয় বিবরণ ১:৩৪-৩৬) ঈশ্বর আপনার কাছ থেকে যা চান, তা করুন এবং কখনও ‘ভূতদের মেজে’ অংশগ্রহণ করার কথা বিবেচনা করবেন না। (১ করিন্থীয় ১০:২১) ধর্মভ্রষ্টতা প্রত্যাখ্যান করুন। কেবল যিহোবার মেজে প্রাপ্তিসাধ্য আধ্যাত্মিক খাবার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন আর তা হলে আপনি মিথ্যা শিক্ষক অথবা দুষ্ট আত্মিকবাহিনীর দ্বারা ভ্রান্ত হবেন না। (ইফিষীয় ৬:১২; যিহূদা ৩, ৪) আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করুন যেমন বাইবেল অধ্যয়ন, সভাতে উপস্থিতি এবং ক্ষেত্রের পরিচর্যা। আপনি যদি সম্পূর্ণরূপে যিহোবাকে অনুসরণ করেন এবং প্রভুর কাজে উপচে পড়েন, তা হলে নিশ্চিতভাবেই আপনি সুখী হবেন।—১ করিন্থীয় ১৫:৫৮.

১৮. কীভাবে যিহোবার প্রতি ভয় আপনার আচরণে প্রভাব ফেলবে?

১৮ “ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের . . . আরাধনা” করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন। (ইব্রীয় ১২:২৮) যিহোবার প্রতি সশ্রদ্ধ ভয় আপনাকে যেকোনো বিপথগামী পথ প্রত্যাখ্যান করতে অনুপ্রাণিত করবে। এটা আপনাকে সহঅভিষিক্ত ব্যক্তিদের প্রতি দেওয়া পিতরের এই পরামর্শের সঙ্গে মিল রেখে আচরণ করতে সাহায্য করবে: “যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাঁহাকে যদি পিতা বলিয়া ডাক, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন কর।”—১ পিতর ১:১৭.

১৯. কেন আপনার সেই বিষয়গুলো ক্রমাগত করে চলা উচিত, যা আপনি ঈশ্বরের বাক্য থেকে শিখছেন?

১৯ ঈশ্বরের বাক্য থেকে আপনি যা শিখছেন, ক্রমাগত তা প্রয়োগ করে চলুন। এটা আপনাকে গুরুতর পাপ এড়াতে সাহায্য করবে কারণ আপনি সেইসমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকবেন, “যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে।” (ইব্রীয় ৫:১৪) কথায় ও কাজে অসতর্ক হওয়ার পরিবর্তে সতর্ক হোন, যাতে আপনি একজন বিজ্ঞ ব্যক্তির মতো চলতে এবং এই মন্দ দিনগুলোতে ‘সুযোগ কিনিয়া লইতে’ পারেন। ‘প্রভুর [“যিহোবার,” NW] ইচ্ছা কি, তাহা বুঝুন’ এবং তা করে চলুন।—ইফিষীয় ৫:১৫-১৭; ২ পিতর ৩:১৭.

২০. কেন আমাদের লোভ এড়িয়ে চলা উচিত?

২০ লোভকে—অন্যদের যা রয়েছে, সেটার প্রতি অসংযত আকাঙ্ক্ষাকে—স্থান দেবেন না। দশ আজ্ঞার একটা আজ্ঞা বলে: “তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না; প্রতিবাসীর স্ত্রীতে, কিম্বা তাহার দাসে কি দাসীতে, কিম্বা তাহার গোরুতে কি গর্দ্দভে, প্রতিবাসীর কোন বস্তুতেই লোভ করিও না।” (যাত্রাপুস্তক ২০:১৭) এই আইন একজন ব্যক্তির বাড়ি, স্ত্রী, দাসদাসী, পশুপাখি এবং অন্যান্য বিষয়কে সুরক্ষিত রাখত। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যিশুর এই উক্তি যে, লোভ একজন ব্যক্তিকে অশুচি করে।—মার্ক ৭:২০-২৩.

২১, ২২. পাপ করা এড়ানোর জন্য এক খ্রিস্টান কোন প্রতিরোধক ব্যবস্থা নিতে পারেন?

২১ প্রতিরোধক ব্যবস্থা নিন, যাতে আকাঙ্ক্ষা পাপের দিকে পরিচালিত না করে। শিষ্য যাকোব লিখেছিলেন: “প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়।” (যাকোব ১:১৪, ১৫) উদাহরণস্বরূপ, অতীতে একজন ব্যক্তির যদি মদ্যপান করার সমস্যা থেকে থাকে, তা হলে তিনি হয়তো তার ঘরে মদ্যজাতীয় পানীয় না রাখার সিদ্ধান্ত নিতে পারেন। বিপরীত লিঙ্গের কোনো সদস্যের সঙ্গে জড়িত হওয়ার প্রলোভন এড়ানোর জন্য একজন খ্রিস্টানকে হয়তো তার কাজের জায়গা অথবা কাজটাই পরিবর্তন করতে হতে পারে।—হিতোপদেশ ৬:২৩-২৮.

২২ এমনকি পাপের দিকে প্রথম পদক্ষেপও নেবেন না। প্রেমের ভান করা ও অনৈতিক ধারণা পোষণ করার ফল হতে পারে ব্যভিচার ও পারদারিকতা। ছোট মিথ্যা কথা বলা একজন ব্যক্তির মধ্যে বড় মিথ্যা বলার সাহস সঞ্চার করতে পারে আর মিথ্যা বলে চলার পাপপূর্ণ অভ্যাসের দিকে পরিচালিত করতে পারে। ছোটখাটো চুরি করা একজন ব্যক্তির বিবেককে এতটাই অসংবেদনশীল করতে পারে যে, তিনি ব্যাপক মাত্রায় চুরি করা শুরু করে দিতে পারেন। এমনকি সামান্যতম ধর্মভ্রষ্ট চিন্তাভাবনাকে পাত্তা দিলে অবশেষে একজন ব্যক্তি হয়তো সম্পূর্ণ ধর্মভ্রষ্টতার দিকে পরিচালিত হতে পারেন।—হিতোপদেশ ১১:৯; প্রকাশিত বাক্য ২১:৮.

আপনি যদি পাপ করে থাকেন, তা হলে?

২৩, ২৪. দ্বিতীয় বংশাবলি ৬:২৯, ৩০ এবং হিতোপদেশ ২৮:১৩ পদ থেকে কোন সান্ত্বনা পাওয়া যেতে পারে?

২৩ সব মানুষই অসিদ্ধ। (উপদেশক ৭:২০) কিন্তু আপনি যদি গুরুতর পাপ করে থাকেন, তা হলে আপনি যিহোবার মন্দির উদ্বোধনের সময় রাজা শলোমনের প্রার্থনা থেকে সান্ত্বনা পেতে পারেন। শলোমন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন: “কোন ব্যক্তি বা তোমার সমস্ত প্রজা ইস্রায়েল, যাহারা প্রত্যেকে আপন আপন মনঃপীড়া ও মর্ম্মব্যথা জানে, এবং গৃহের দিকে যদি অঞ্জলি বিস্তার করিয়া কোন প্রার্থনা কি বিনতি করে; তবে তুমি তোমার নিবাস-স্থান স্বর্গ হইতে তাহা শুনিও, এবং ক্ষমা করিও, এবং প্রত্যেক জনকে স্ব স্ব সমস্ত পথ অনুযায়ী প্রতিফল দিও;—তুমি ত তাহাদের অন্তঃকরণ জান; কেননা একমাত্র তুমিই মনুষ্য-সন্তানদের অন্তঃকরণ জ্ঞাত আছ।”—২ বংশাবলি ৬:২৯, ৩০.

২৪ হ্যাঁ, ঈশ্বর হৃদয় জানেন এবং ক্ষমা করে থাকেন। হিতোপদেশ ২৮:১৩ পদ বলে: “যে আপন অধর্ম্ম সকল ঢাকে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।” অনুতপ্তভাবে পাপ স্বীকার ও তা ত্যাগ করার মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের করুণা পেতে পারেন। কিন্তু, আপনি যদি আধ্যাত্মিকভাবে দুর্বল অবস্থায় থাকেন, তা হলে আর কী আপনাকে ঈশ্বরের প্রেমে অবস্থিতি করার জন্য সাহায্য করতে পারে?

আপনি কীভাবে উত্তর দেবেন?

• কীভাবে আমরা ঈশ্বরের প্রেমে নিজেদেরকে রক্ষা করতে পারি?

• কীভাবে ঈশ্বর ও খ্রিস্টের প্রতি প্রেম আমাদের পাপপূর্ণ পথ প্রত্যাখ্যান করতে সাহায্য করে?

• কেন অন্যদের প্রতি প্রকৃত প্রেম আমাদেরকে অশোভন যৌন আচরণে রত হওয়া থেকে বিরত করে?

• অন্যায় আচরণ এড়ানোর কিছু উপায় কী?

[২১ পৃষ্ঠার চিত্র]

যিহূদা আমাদের দেখিয়েছেন যে, কীভাবে ঈশ্বরের প্রেমে নিজেদেরকে রক্ষা করতে হয়

[২৩ পৃষ্ঠার চিত্র]

বৈবাহিক জীবনে ভাঙন নির্দোষ সাথি ও সন্তানদের জন্য অনেক দুঃখ নিয়ে আসতে পারে

[২৪ পৃষ্ঠার চিত্র]

কালেবের মতো আপনি কি ‘সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করিতে’ দৃঢ়সংকল্পবদ্ধ?

[২৫ পৃষ্ঠার চিত্র]

প্রলোভন প্রতিরোধ করতে সাহায্য লাভ করার জন্য নিয়মিতভাবে প্রার্থনা করুন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার