ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • কীভাবে আপনি বাইবেল থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • পাঠ ১১. একজন মহিলা ঘরের টুকিটাকি কাজ করা থেকে একটু বিরতি নিয়ে বাইবেল পড়ছেন।

      পাঠ ১১

      কীভাবে আপনি বাইবেল থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন?

      আপনি কি কখনো কোনো বড়ো কাজ শুরু করতে চেয়েছিলেন? কিন্তু, আপনার মনে হয়েছিল, এই কাজটা করা আপনার জন্য কঠিন হতে পারে। তাই, আপনি ঠিক করেছিলেন যে, অল্প অল্প করে সেই কাজটা করবেন, যাতে আপনি একদিন না একদিন কাজটা শেষ করতে পারেন। বাইবেল পড়া অনেকটা এইরকম। আপনি হয়তো ভাবছেন, ‘বাইবেল এত মোটা একটি বই, আমি কোথা থেকে শুরু করব?’ এই পাঠে কয়েকটা সহজ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো কাজে লাগানোর মাধ্যমে আপনি বাইবেল পড়া এবং অধ্যয়ন করা উপভোগ করতে পারবেন।

      ১. কেন আমাদের প্রতিদিন বাইবেল পড়া উচিত?

      আপনি যদি প্রতিদিন বাইবেল অর্থাৎ যিহোবার “যে-নিখুঁত আইন” রয়েছে তা পড়েন, তা হলে আপনি সুখী হবেন। (পড়ুন, যাকোব ১:২৫.) বাইবেল পড়া শুরু করার জন্য প্রথম প্রথম আপনি হয়তো প্রতিদিন মাত্র কয়েক মিনিট করে পড়তে পারেন। ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনি যত বেশি পরিচিত হবেন, বাইবেল পড়া আপনি তত বেশি উপভোগ করবেন।

      ২. বাইবেল পড়া থেকে উপকার লাভ করার জন্য আপনি কী করতে পারেন?

      বাইবেল পড়ার সময় মাঝে মাঝে একটু থামুন এবং যা পড়ছেন, তা নিয়ে চিন্তা করুন। আপনাকে বাইবেল পড়তে হবে এবং তা নিয়ে ‘ধ্যান’ অর্থাৎ গভীরভাবে চিন্তা করতে হবে। (যিহোশূয়ের পুস্তক ১:৮) কীভাবে আপনি এটা করতে পারেন? বাইবেল পড়ার সময় নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন, ‘আমি যে-বিষয়টা পড়লাম, সেটা যিহোবা ঈশ্বর সম্বন্ধে আমাকে কী জানায়?’ ‘কীভাবে আমি এটা আমার জীবনে কাজে লাগাতে পারি?’ ‘কীভাবে আমি অন্যদের সাহায্য করার জন্য এটা ব্যবহার করতে পারি?’

      ৩. বাইবেল পড়ার জন্য আপনি কখন সময় করে নিতে পারেন?

      বাইবেল পড়ার জন্য সময় করে নেওয়া আপনার কাছে কি কঠিন বলে মনে হয়? যদি হয়ে থাকে, তা হলে আপনি কী করতে পারেন? বাইবেল বলে, আমরা যেন আমাদের সময়কে “সর্বোত্তম উপায়ে ব্যবহার” করার চেষ্টা করি। (ইফিষীয় ৫:১৬) বাইবেল পড়ার জন্য আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আলাদা করে রাখতে পারেন। কেউ কেউ বাইবেল পড়ার জন্য সকাল বেলায় সময় করে নেয়। অনেকে দিনের অন্যান্য সময় বাইবেল পড়ে থাকে, যেমন দুপুরের বিরতির সময়। অন্যেরা আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে বাইবেল পড়ার জন্য সময় করে নেয়। আপনার জন্য কোন সময়টা ভালো হবে?

      গভীরভাবে গবেষণা করুন

      বাইবেল পড়া উপভোগ করার জন্য আপনি কী করতে পারেন এবং বাইবেল অধ্যয়ন থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করার জন্য কীভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন, তা শিখুন।

      কোলাজ: একটা ছেলে একই খাবার ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করছে। ১. ছেলেটি খাবার নিয়ে খেলা করছে। ২. একটু বড়ো হওয়ার পর, ছেলেটি সেই একই খাবার খাচ্ছে। ৩. আরও বড়ো হওয়ার পর, ছেলেটি সেই একই খাবার আনন্দের সঙ্গে খাচ্ছে।

      ঠিক যেমন, কোনো খাবার খাওয়ার জন্য আপনি আপনার তীব্র আকাঙ্ক্ষা গড়ে তুলতে পারেন। তেমনই, আপনি বাইবেল পড়ার ইচ্ছা গড়ে তুলতে পারেন।

      ৪. বাইবেল পড়া উপভোগ করতে শিখুন

      বাইবেল পড়া প্রথম প্রথম আপনার জন্য সহজ না-ও হতে পারে। তবে, আপনি বাইবেল পড়ার জন্য “তীব্র আকাঙ্ক্ষা” বা ইচ্ছা গড়ে তুলতে পারেন, ঠিক যেমন, কোনো খাবার খাওয়ার জন্য আপনি আপনার আকাঙ্ক্ষা গড়ে তোলেন। ১ পিতর ২:২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • আপনি যদি প্রতিদিন বাইবেল পড়েন, তা হলে কি আপনি এটি উপভোগ করবেন এবং আরও বেশি করে পড়তে চাইবেন?

      ভিডিওটা দেখুন এবং কীভাবে কিছু ব্যক্তি বাইবেল পড়া উপভোগ করছে, তা জানুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

      ভিডিও: তরুণ-তরুণীরা ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে শিখছে (৫:৩৩)

      • বাইবেল পড়ার ক্ষেত্রে তরুণ-তরুণীদের সামনে কোন কোন বাধা এসেছিল?

      • এই বাধাগুলো কাটিয়ে ওঠার জন্য তারা কী করেছিল?

      • বাইবেল পড়া উপভোগ করার জন্য তারা কী করে থাকে?

      বাইবেল পড়া শুরু করার কিছু উপায়:

      • সঠিক এবং সহজে বোঝা যায় এমন একটা অনুবাদ বাছাই করুন। আপনার ভাষায় অথবা আপনি যে-ভাষা ভালোভাবে বোঝেন, সেই ভাষায় যদি নতুন জগৎ অনুবাদ বাইবেল থাকে, তা হলে সেটি পড়ুন।

      • প্রথমে সেই অংশগুলো পড়ুন, যেগুলো আপনার কাছে সবচেয়ে বেশি আগ্রহজনক বলে মনে হচ্ছে। বোঝার জন্য “প্রতিদিন বাইবেল পড়ুন” তালিকা দেখুন।

      • আপনি যা পড়েছেন, সেটার রেকর্ড রাখুন। এই প্রকাশনার মধ্যে দেওয়া “বাইবেল পাঠের রেকর্ড রাখুন” তালিকা ব্যবহার করুন।

      • JW লাইব্রেরি অ্যাপ ব্যবহার করুন। আপনি স্মার্টফোন অথবা এই ধরনের কোনো ডিভাইস ব্যবহার করে এই অ্যাপের মাধ্যমে যেকোনো জায়গা থেকে বাইবেল পড়তে অথবা বাইবেলের অডিও রেকর্ডিং শুনতে পারেন।

      • ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা ব্যবহার করুন। এতে বিভিন্ন মানচিত্র ও তালিকা রয়েছে, যেগুলো আপনাকে বাইবেলের ঘটনাগুলো বুঝতে সাহায্য করবে।

      ৫. বাইবেল অধ্যয়ন করার জন্য প্রস্তুতি নিন

      গীতসংহিতা ১১৯:৩৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • বাইবেল পড়ার আগে এবং বাইবেল অধ্যয়ন করার জন্য প্রস্তুতি নেওয়ার আগে প্রার্থনা করা কেন গুরুত্বপূর্ণ?

      প্রতিটা অধ্যয়ন পর্ব থেকে কীভাবে আপনি সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন? কোনো একটা পাঠ প্রস্তুতি নেওয়ার সময় নীচে দেওয়া পদ্ধতিটা কাজে লাগান:

      1. (ক) “গভীরভাবে গবেষণা করুন” অংশের আগে দেওয়া অনুচ্ছেদগুলো পড়ুন।

      2. (খ) শাস্ত্রপদগুলো পড়ুন এবং কীভাবে এই শাস্ত্রপদগুলো অনুচ্ছেদে দেওয়া বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত, তা বোঝার চেষ্টা করুন।

      3. (গ) শুধু সেই শব্দগুলোর নীচে দাগ দিন, যেগুলো থেকে আপনি সহজে উত্তর খুঁজে পেতে পারেন। বাইবেল শিক্ষকের সঙ্গে আলোচনা করার সময় এটা আপনাকে উত্তর দিতে সাহায্য করবে।

      কোলাজ: একজন মহিলা তার বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ক. তিনি পাঠের প্রথম পৃষ্ঠাটা পড়ছেন। খ. তিনি উল্লেখিত শাস্ত্রপদগুলো বাইবেল থেকে পড়ছেন। গ. তিনি পাঠের মুখ্য শব্দগুলোর নীচে দাগ দিচ্ছেন।

      আপনি কি জানেন?

      যিহোবার সাক্ষিরা বাইবেলের বিভিন্ন অনুবাদ ব্যবহার করে আসছে। তবে, তারা বিশেষভাবে পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ ব্যবহার করতে পছন্দ করে, কারণ এটি সঠিক, সহজে বোঝা যায় এবং এটিতে ঈশ্বরের নাম রয়েছে।—অনলাইন প্রবন্ধটা দেখুন “যিহোবার সাক্ষিদের কি নিজস্ব বাইবেল রয়েছে?”

      কেউ কেউ বলে থাকে: “বাইবেল পড়া ও অধ্যয়ন করা আমার দ্বারা হবে না। সারা দিন কাজ করার পর আমি ক্লান্ত হয়ে পড়ি আর আমার কাছে এত সময় নেই।”

      • এই বিষয়ে আপনি কী মনে করেন?

      সারাংশ

      বাইবেল থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করার জন্য প্রতিদিন সময় করে এটি পড়ুন, যা পড়ছেন তা বোঝার জন্য প্রার্থনা করুন এবং প্রতিটা অধ্যয়ন পর্বের আগে ভালোভাবে প্রস্তুতি নিন।

      পুনরালোচনা

      • বাইবেল থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করার জন্য আপনি কী করতে পারেন?

      • বাইবেল পড়া এবং অধ্যয়ন করার জন্য আপনি কখন সময় করে নিতে পারেন?

      • বাইবেল অধ্যয়ন করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া কেন ভালো হবে?

      লক্ষ্য

      আরও জানুন

      বাইবেল পড়া থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করার জন্য কয়েকটা উপায় নিয়ে পুনরালোচনা করুন।

      “বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়” (প্রহরীদুর্গ, নং ১ ২০১৭)

      বাইবেল পড়ার তিনটে উপায় সম্বন্ধে জানুন।

      “বাইবেল কীভাবে আমাকে সাহায্য করতে পারে?—ভাগ ১: বাইবেল পড়া শুরু করা” (অনলাইন প্রবন্ধ)

      বাইবেল পড়া কীভাবে আপনি উপভোগ করতে পারেন, তা জানুন।

      “বাইবেল কীভাবে আমাকে সাহায্য করতে পারে?—ভাগ ২: বাইবেল পড়া উপভোগ্য করে তোলা” (অনলাইন প্রবন্ধ)

      অনেক বছর ধরে বাইবেল পড়ছেন এমন কিছু ব্যক্তির কাছ থেকে অধ্যয়ন করার কিছু উপায় সম্বন্ধে জানুন।

      কার্যকরী ব্যক্তিগত অধ্যয়ন (২:০৬)

  • যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব দৃঢ় করে চলুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ৪. আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যিহোবার সঙ্গে কথা বলুন এবং তাঁর কথা শুনুন

      প্রার্থনা করা এবং বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আপনি যিহোবার বন্ধু হয়ে উঠেছেন। কীভাবে এই বিষয়গুলো আপনাকে যিহোবার আরও নিকটবর্তী হতে সাহায্য করতে পারে?

      গীতসংহিতা ৬২:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • কীভাবে আপনি আরও ভালো করে প্রার্থনা করতে পারেন, যাতে যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় হয়?

      গীতসংহিতা ১:২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • কীভাবে আপনি আরও ভালো করে বাইবেল পড়তে পারেন, যাতে যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় হয়?

      ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন থেকে পূর্ণ উপকার লাভ করার জন্য আপনি কী করতে পারেন? তা জানার জন্য ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

      ভিডিও: আরও ভালোভাবে ব্যক্তিগত অধ্যয়ন করুন (৫:২২)

      • এখানে দেওয়া কোন পরামর্শগুলো আপনি কাজে লাগাতে চাইবেন?

      • কোন বিষয়ের উপর আপনি আরও গভীরভাবে অধ্যয়ন করতে চাইবেন?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার