-
স্বাধীনতার ঈশ্বর যিহোবার সেবা করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৮ | এপ্রিল
-
-
আপনি কি আপনার বাছাই করার স্বাধীনতাকে যিহোবার ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য ব্যবহার করছেন, না কি কেবল নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য ব্যবহার করছেন? (৮-১০ অনুচ্ছেদ দেখুন)
৮, ৯. (ক) আমাদের স্বাধীনতাকে কীভাবে ব্যবহার করা উচিত, সেই বিষয়ে প্রেরিত পিতর কোন সতর্কবাণী দিয়েছিলেন? (খ) কীভাবে একজন ব্যক্তি তার স্বাধীনতাকে ভুল উপায়ে ব্যবহার করতে পারেন?
৮ আমাদের কেবল মুখেই এমনটা বলা উচিত নয় যে, আমরা যিহোবার প্রতি কৃতজ্ঞ কিন্তু একইসঙ্গে আমাদের এই বিষয়েও সতর্ক থাকা উচিত যেন আমরা আমাদের স্বাধীনতাকে ভুল উপায়ে ব্যবহার না করি। উদাহরণ স্বরূপ, প্রেরিত পিতর আমাদের সতর্ক করেছিলেন যেন আমরা আমাদের স্বাধীনতাকে ভুল কাজ করার অজুহাত হিসেবে ব্যবহার না করি। (পড়ুন, ১ পিতর ২:১৬.) এই সতর্কবাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রান্তরে ইস্রায়েলীয়দের প্রতি কী ঘটেছিল। বর্তমানে, আমাদেরও এই সতর্কবাণীর প্রয়োজন রয়েছে আর তা হয়তো আগের চেয়ে আরও বেশি করে। শয়তান ও তার জগৎ আমাদের সামনে পোশাক-আশাক, খাবারদাবার, পানীয় আর আমোদপ্রমোদের আকারে অনেক লোভনীয় বিষয় তুলে ধরে। চতুর বিজ্ঞাপনদাতারা সুন্দর ব্যক্তিদের ব্যবহার করে আমাদের এইরকমটা চিন্তা করতে পরিচালিত করে যে, আমাদের এমন বিষয়গুলো কিনতে হবে, যেগুলোর আসলে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের স্বাধীনতাকে ভুল উপায়ে ব্যবহার করার জন্য খুব সহজেই এই জগতের দ্বারা ভ্রান্ত হতে পারি।
-
-
স্বাধীনতার ঈশ্বর যিহোবার সেবা করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৮ | এপ্রিল
-
-
১১. যিহোবা কোন কারণে আমাদের স্বাধীন করেছেন?
১১ পিতর যখন আমাদের স্বাধীনতাকে ভুল উপায়ে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে, এটাকে ব্যবহার করার সঠিক উপায় হল “ঈশ্বরের দাস” হিসেবে এটাকে ব্যবহার করা। যিহোবা যে-কারণে পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে আমাদের স্বাধীন করার জন্য যিশুকে ব্যবহার করেছেন, সেটা হল আমরা যেন আমাদের পুরো জীবনকে যিহোবার সেবা করার জন্য ব্যবহার করতে পারি।
১২. নোহ ও তার পরিবার আমাদের জন্য কোন উদাহরণ স্থাপন করেছেন?
১২ আমাদের স্বাধীনতাকে ব্যবহার করার সর্বোত্তম উপায় হল পূর্ণরূপে যিহোবার সেবা করার জন্য আমাদের সময় ও শক্তিকে ব্যবহার করা। এমনটা করার ফলে আমরা জাগতিক লক্ষ্য ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলোকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করে তোলার বিরুদ্ধে সুরক্ষিত থাকব। (গালা. ৫:১৬) চিন্তা করুন, নোহ ও তার পরিবার কী করেছিলেন। তারা এক দৌরাত্ম্যপূর্ণ ও অনৈতিক জগতে বাস করতেন। কিন্তু, তারা তাদের চারপাশের লোকেদের লক্ষ্য ও কাজকর্মে জড়িত হননি। তারা যিহোবার কাছ থেকে পাওয়া কার্যভারে ব্যস্ত থাকা বেছে নিয়েছিলেন। তারা জাহাজ নির্মাণ করেছিলেন, নিজেদের ও সেইসঙ্গে পশুপাখিদের জন্য খাবার সংগ্রহ করেছিলেন এবং জলপ্লাবন সম্বন্ধে অন্যদের সতর্ক করেছিলেন। বাইবেল বলে, “নোহ সেইরূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারেই সকল কর্ম্ম করিলেন।” (আদি. ৬:২২) ফল স্বরূপ, নোহ ও তার পরিবার সেই জগতের ধ্বংস থেকে রক্ষা পেয়েছিলেন।—ইব্রীয় ১১:৭.
১৩. যিহোবা আমাদের কী করার আজ্ঞা দিয়েছেন?
১৩ বর্তমানে, যিহোবা আমাদের কী করার আজ্ঞা দিয়েছেন? যিশুর শিষ্য হিসেবে আমরা জানি যে, প্রভু যিহোবা আমাদের প্রচার করার আজ্ঞা দিয়েছেন। (পড়ুন, লূক ৪:১৮, ১৯.) আজকে, শয়তান বেশিরভাগ লোককে অন্ধ করে রেখেছে এবং তারা বুঝতে পারে না যে, তারা মিথ্যা ধর্ম, বস্তুগত বিষয় ও রাজনৈতিক ব্যবস্থার দাসত্ব করছে। (২ করি. ৪:৪) যিশুর মতো আমাদের কাছেও অন্যদের সাহায্য করার বিশেষ সুযোগ রয়েছে, যাতে তারা স্বাধীনতার ঈশ্বর যিহোবা সম্বন্ধে জানতে ও তাঁর উপাসনা করতে পারে। (মথি ২৮:১৯, ২০) অন্যদের কাছে প্রচার করা সহজ নয়। কোনো কোনো এলাকায় লোকেরা ঈশ্বর সম্বন্ধে জানতে আগ্রহী নয় আর কারো কারো কাছে প্রচার করলে তারা এমনকী রেগে যায়। কিন্তু, যিহোবা যেহেতু আমাদের প্রচার করার আজ্ঞা দিয়েছেন, তাই আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত, ‘আমি কি যিহোবার সেবায় আরও বেশি করার জন্য আমার স্বাধীনতাকে ব্যবহার করতে পারি?’
-