-
“তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন”যিহোবার নিকটবর্তী হোন
-
-
“ঈশ্বর প্রেম”
১৫. যিহোবার প্রেম গুণটা সম্বন্ধে বাইবেল কী বলে এবং কোন দিক দিয়ে এই উক্তি অদ্বিতীয়? (পাদটীকাও দেখুন।)
১৫ বাইবেল প্রেম সম্বন্ধে এমন কিছু বলে, যা যিহোবার অন্য মৌলিক গুণগুলো সম্বন্ধে কখনোই বলে না। শাস্ত্র বলে না যে, ঈশ্বর শক্তি বা ঈশ্বর ন্যায়বিচার অথবা এমনকি ঈশ্বর প্রজ্ঞা। তিনি এই গুণগুলোর অধিকারী, এগুলোর চূড়ান্ত উৎস এবং এই তিনটে গুণে তিনি অতুলনীয়। কিন্তু, চতুর্থ গুণ সম্বন্ধে আরও গভীর কিছু বলা হয়েছে: “ঈশ্বর প্রেম।”b (১ যোহন ৪:৮) এর মানে কী?
১৬-১৮. (ক) কেন বাইবেল বলে যে “ঈশ্বর প্রেম”? (খ) পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে কেন মানুষ যিহোবার প্রেমের উপযুক্ত প্রতীক?
১৬ “ঈশ্বর প্রেম” কেবল এক সাধারণ সমীকরণ নয় যেন বলা যেতে পারে যে, “ঈশ্বর সমান সমান প্রেম।” উপযুক্তভাবেই আমরা এই উক্তিটিকে ঘুরিয়ে বলতে পারি না যে, “প্রেম ঈশ্বর।” যিহোবা একটা অবাস্তব গুণের চেয়ে আরও অনেক বেশি কিছু। তিনি এমন একজন ব্যক্তি, যাঁর প্রেম ছাড়াও যথেষ্ট অনুভূতি ও অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। তবুও, প্রেম যিহোবার গভীরে ব্যাপ্ত। তাই, একটা তথ্যগ্রন্থ এই পদ সম্বন্ধে বলে: “ঈশ্বরের সত্তা বা প্রকৃতি হল প্রেম।” সাধারণত, আমরা হয়তো এটাকে এভাবে চিন্তা করতে পারি: যিহোবার শক্তি তাঁকে কাজ করতে সমর্থ করে। তাঁর ন্যায়বিচার ও প্রজ্ঞা তিনি যেভাবে কাজ করেন তাতে পরিচালনা দেয়। কিন্তু যিহোবার প্রেম তাঁকে কাজ করতে প্রেরণা দেয়। আর তাঁর প্রেম তিনি তাঁর অন্য গুণগুলোকে যেভাবে ব্যবহার করেন, তাতে সবসময় উপস্থিত থাকে।
১৭ এটা প্রায়ই বলা হয়ে থাকে যে, যিহোবা হলেন প্রেমের মূর্ত প্রতীক। তাই, আমরা যদি নীতির দ্বারা পরিচালিত প্রেম সম্বন্ধে জানতে চাই, তা হলে যিহোবা সম্বন্ধে আমাদের জানতে হবে। অবশ্য, আমরা এই সুন্দর গুণটা মানুষের মধ্যেও দেখতে পাই। কেন তাদের মধ্যে এই গুণ রয়েছে? সৃষ্টির সময়, যিহোবা এই বাক্যগুলো স্পষ্টতই তাঁর পুত্রকে বলেছিলেন: “আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্ম্মাণ করি।” (আদিপুস্তক ১:২৬) এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে, শুধু পুরুষ ও নারীরা প্রেম করা বেছে নিতে পারে আর এভাবে তারা তাদের স্বর্গীয় পিতাকে অনুকরণ করে। মনে করে দেখুন যে, যিহোবা তাঁর মৌলিক গুণগুলোকে চিত্রিত করতে বিভিন্ন প্রাণীকে ব্যবহার করেছিলেন। কিন্তু, যিহোবা তাঁর সর্বশ্রেষ্ঠ পার্থিব সৃষ্টি মানুষকে তাঁর মুখ্য গুণ প্রেমের প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন।—যিহিষ্কেল ১:১০.
-
-
“তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন”যিহোবার নিকটবর্তী হোন
-
-
b অন্যান্য শাস্ত্রীয় উক্তিগুলোর তুলনামূলক গঠনবিন্যাস রয়েছে। উদাহরণস্বরূপ, “ঈশ্বর জ্যোতি” এবং ‘ঈশ্বর গ্রাসকারী অগ্নি।’ (১ যোহন ১:৫; ইব্রীয় ১২:২৯) কিন্তু এগুলোকে রূপক অর্থে বুঝতে হবে কারণ এগুলো যিহোবাকে প্রাকৃতিক বিষয়ের সঙ্গে তুলনা করে। যিহোবা জ্যোতির মতো কারণ তিনি পবিত্র এবং ধার্মিক। তাঁর মধ্যে কোনো “অন্ধকার” বা অশুচিতা নেই। আর তাঁর ধ্বংসাত্মক শক্তি ব্যবহারের জন্য তাঁকে আগুনের সঙ্গে তুলনা করা যেতে পারে।
-