-
খ্রিস্ট মণ্ডলীগুলোকে বলেন২০০৩ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
৭, ৮. ইফিষের মণ্ডলীতে কোন গুরুতর সমস্যা ছিল এবং কীভাবে আমরা হয়তো এইরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারি?
৭ কিন্তু, ইফিষের খ্রিস্টানদের এক গুরুতর সমস্যা ছিল। “তোমার বিরুদ্ধে আমার কথা আছে,” যিশু বলেছিলেন, “তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ।” মণ্ডলীর সদস্যদের যিহোবার প্রতি তাদের প্রথম প্রেমকে পুনরুদ্দীপিত করার দরকার ছিল। (মার্ক ১২:২৮-৩০; ইফিষীয় ২:৪; ৫:১, ২) ঈশ্বরের প্রতি আমাদের প্রথম প্রেম হারানোর বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। (৩ যোহন ৩) কিন্তু, কী হবে, যদি এইধরনের বিষয়গুলো যেমন বস্তুগত ধনসম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা বা আমোদপ্রমোদের পিছনে ছোটাই আমাদের জীবনের প্রধান বিষয় হয়ে ওঠে? (১ তীমথিয় ৪:৮; ৬:৯, ১০) তা হলে, ঐশিক সাহায্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা করা উচিত, যাতে আমরা এইধরনের প্রবণতাগুলোর পরিবর্তে যিহোবার প্রতি অত্যন্ত গভীর ভালবাসা এবং তিনি ও তাঁর পুত্র আমাদের জন্য যা কিছু করেছেন, সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি।—১ যোহন ৪:১০, ১৬.
-
-
খ্রিস্ট মণ্ডলীগুলোকে বলেন২০০৩ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
১১. কীভাবে আমরা যিহোবার প্রতি প্রেম বাড়িয়ে তুলতে পারি?
১১ ইফিষীয়রা তাদের প্রথম প্রেম হারিয়ে ফেলেছিল কিন্তু কী হবে যদি আজকেও কোনো মণ্ডলীতে একই পরিস্থিতি দেখা দেয়? আসুন আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে যিহোবার প্রেমময় উপায়গুলো সম্বন্ধে কথা বলার মাধ্যমে তাঁর প্রতি প্রেম বাড়িয়ে তুলি। ঈশ্বর তাঁর প্রিয় পুত্রের মাধ্যমে মুক্তির মূল্য জুগিয়ে যে-প্রেম দেখিয়েছেন, সেটার জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। (যোহন ৩:১৬; রোমীয় ৫:৮) যখন উপযুক্ত তখন সভাগুলোতে মন্তব্য করার বা বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সময় আমরা ঈশ্বরের প্রেম সম্বন্ধে উল্লেখ করতে পারি। খ্রিস্টীয় পরিচর্যায় যিহোবার নামের প্রশংসা করার মাধ্যমে আমরা তাঁর প্রতি আমাদের প্রেম দেখাতে পারি। (গীতসংহিতা ১৪৫:১০-১৩) হ্যাঁ, মণ্ডলীর প্রথম প্রেম পুনরুদ্দীপিত বা শক্তিশালী করার জন্য আমাদের কথা এবং কাজ হয়তো অনেক কিছু করতে পারে।
-