গান ১৫
সৃষ্টি যিহোবার গৌরব করে
(গীতসংহিতা র ১৯ গীত)
১. হে যি-হো-বা, জা-নে এই প্রাণ আ-মার।
গ্র-হ-তা-রা গৌ-রব ক-রে তো-মার।
ক-থা ব-লে তা-রা দি-বা-নি-শি
নি-র-বে দেয় শি-ক্ষা নেই বি-র-তি।
ক-থা ব-লে তা-রা দি-বা-নি-শি
নি-র-বে দেয় শি-ক্ষা নেই বি-র-তি।
২. এই সূর্-য, চাঁদ, তা-রা তো-মার সৃষ্-টি।
তু-মি ক-রো রোধ সা-গ-রের গ-তি।
য-খন দে-খি আ-কা-শের ম-হ-ত্ত্ব।
ভয় পাই ভে-বে মো-রা ক্ষুদ্-র ক-ত।
য-খন দে-খি আ-কা-শের ম-হ-ত্ত্ব।
ভয় পাই ভে-বে মো-রা ক্ষুদ্-র ক-ত।
৩. তো-মার নি-য়ম শুদ্-ধ, স-ত্য আ-জ্ঞা।
নির্-দে-শ-না দেয় যে মো-দের স-দা।
দেয় জ্ঞান মো-দের। উত্-তম সো-নার চে-য়ে।
রাখ-ব ধ-রে মো-রা সব-স-ম-য়ে।
দেয় জ্ঞান মো-দের। উত্-তম সো-নার চে-য়ে।
রাখ-ব ধ-রে মো-রা সব-স-ম-য়ে।
(আরও দেখুন, গীত. ১২:৬; ৮৯:৭; ১৪৪:৩; রোমীয় ১:২০.)