গান ৯৯
অজস্র ভাইয়েরা
১. অ-জ-স্র অ-জ-স্র ভাই-রা
দে-খায় রোজ এ-ক-তা,
নি-য়ে দৃ-ঢ় সং-ক-ল্প
বি-শ্ব-স্ত সর্ব-দা।
অ-জ-স্র স-বাই আম-রা
হই শক্তি-শা-লী যে,
উ-চ্চ স্ব-রে ক-রি সব ভা-ষায়
প্র-শং-সা ঈ-শ্বর-কে।
২. অ-জ-স্র অ-জ-স্র আম-রা
ব্য-স্ত প্র-চার কা-জে,
শু-নি-য়ে যাই স-বাই-কে
সু-স-মা-চার রা-জ্যের।
তাই য-দি প্র-চার কা-জে
ক্লা-ন্তি আ-সে কি-ছু,
জা-নি পা-ব শা-ন্তি, আ-ন-ন্দ—
ক-রেন স-তেজ যি-শু।
৩. অ-জ-স্র অ-জ-স্র ভাই-রা
ঈ-শ্ব-রের অ-ধী-নে
পা-র্থি-ব তাঁর প্রা-ঙ্গ-ণে
সে-বা-তে রাত দি-নে।
অ-জ-স্র স-বাই আম-রা
গাই-ছি তাঁর রা-জ্যের গান।
আজ হ-য়ে তাঁর স-হ-ক-র্মী যে,
ঢা-লি সে-বায় মন-প্রাণ।
(আরও দেখুন যিশা. ৫২:৭; মথি ১১:২৯; প্রকা. ৭:১৫.)