পরিশিষ্ট ১
বাইবেল থেকে যে-সত্যগুলো আমরা লোকদের জানাতে চাই
যিশু বলেছিলেন, ভালো মনের লোকেরা যখন আমাদের বার্তা শুনবে, তখন তারা বুঝতে পারবে যে, এটাই সত্য। (যোহন ১০:৪, ২৭) তাই, লোকদের সঙ্গে কথা বলার সময় আমরা বাইবেল থেকে এমন কোনো সত্য জানাতে চাই, যা তারা সহজে বুঝতে পারবে। আপনি হয়তো এভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন: “আপনি কি জানেন, . . . ?” অথবা “আপনি কি কখনো শুনেছেন, . . . ?” এরপর আপনি বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত শাস্ত্রপদ দেখাতে পারেন এবং তা ব্যাখ্যা করতে পারেন। সহজে বোঝা যায় এমন সত্য জানানোর মাধ্যমে আমরা সেই ব্যক্তির হৃদয়ে বীজ রোপণ করতে পারি আর ঈশ্বর তা বৃদ্ধি পেতে সাহায্য করবেন!—১ করি. ৩:৬, ৭.
ভবিষ্যৎ
১. জগতের বিভিন্ন ঘটনা এবং লোকদের আচরণ দেখে বোঝা যায়, শীঘ্রই এক বড়ো পরিবর্তন ঘটবে।—মথি ২৪:৩, ৭, ৮; লূক ২১:১০, ১১; ২ তীম. ৩:১-৫.
২. পৃথিবী কখনোই ধ্বংস হবে না। —গীত. ১০৪:৫; উপ. ১:৪.
৩. পৃথিবীতে কোনো দূষণ থাকবে না আর পৃথিবী সুন্দর একটা বাগানে পরিণত হবে।—যিশা. ৩৫:১, ২; প্রকা. ১১:১৮.
৪. প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকবে।—যিশা. ৩৩:২৪; ৩৫:৫, ৬.
৫. আপনি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবেন।—গীত. ৩৭:২৯; মথি ৫:৫.
পরিবার
৬. স্বামীকে ‘নিজ স্ত্রীকে নিজের মতো ভালোবাসতে’ হবে।—ইফি. ৫:৩৩; কল. ৩:১৯.
৭. স্ত্রীকে তার স্বামীর প্রতি গভীর সম্মান দেখাতে হবে।—ইফি. ৫:৩৩; কল. ৩:১৮.
৮. স্বামী ও স্ত্রীকে একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকতে হবে।—মালাখি ২:১৬; মথি ১৯:৪-৬, ৯; ইব্রীয় ১৩:৪.
৯. যে-সন্তানেরা বাবা-মাকে সম্মান করে এবং তাদের বাধ্য হয়, তারা আশীর্বাদ পাবে।—হিতো. ১:৮, ৯; ইফি. ৬:১-৩.
NASA, ESA and the Hubble Heritage Team (STScI/AURA)-ESA/Hubble Collaboration. Licensed under CC BY 4.0. Source.
ঈশ্বর
১০. ঈশ্বরের একটা নাম আছে।—যাত্রা. ৩:১৫; প্রেরিত ২:২১; রোমীয় ১০:১৩.
১১. ঈশ্বর আমাদের তাঁর বাক্য বাইবেল দিয়েছেন।—২ তীম. ৩:১৬, ১৭; ২ পিতর ১:২০, ২১.
১২. ঈশ্বর সবাইকে সমানভাবে দেখেন।—দ্বিতীয়. ১০:১৭; প্রেরিত ১০:৩৪, ৩৫.
১৩. ঈশ্বর আমাদের সাহায্য করতে চান।—গীত. ৪৬:১; ১৪৫:১৮, ১৯.
প্রার্থনা
১৪. ঈশ্বর চান যেন আমরা তাঁর কাছে প্রার্থনা করি।—গীত. ৬২:৮; ৬৫:২; ১ পিতর ৫:৭.
১৫. আমরা কীভাবে প্রার্থনা করব, তা আমরা বাইবেল থেকে শিখতে পারি।—মথি ৬:৭-১৩; লূক ১১:১-৪.
১৬. আমাদের বার বার প্রার্থনা করতে হবে।—মথি ৭:৭, ৮; ১ থিষল. ৫:১৭.
যিশু
১৭. যিশু খুব দক্ষ একজন শিক্ষক ছিলেন আর তাঁর উপদেশ এখনও কাজে লাগে।—মথি ৬:১৪, ১৫, ৩৪; ৭:১২.
১৮. আজকে পৃথিবীতে আমরা যে-বিষয়গুলো ঘটতে দেখছি, সেই সম্বন্ধে যিশু অনেক আগেই জানিয়েছিলেন।—মথি ২৪:৩, ৭, ৮, ১৪; লূক ২১:১০, ১১.
১৯. যিশু হলেন ঈশ্বরের পুত্র।—মথি ১৬:১৬; যোহন ৩:১৬; ১ যোহন ৪:১৫.
২০. যিশু সর্বশক্তিমান ঈশ্বর নন।—যোহন ১৪:২৮; ১ করি. ১১:৩.
Based on NASA/Visible Earth imagery
ঈশ্বরের রাজ্য
২১. ঈশ্বর স্বর্গে এক রাজ্য স্থাপন করেছেন।—দানি. ২:৪৪; ৭:১৩, ১৪; মথি ৬:৯, ১০; প্রকা. ১১:১৫.
২২. ঈশ্বরের রাজ্য মানুষের তৈরি সরকারগুলোকে সরিয়ে দেবে। —গীত. ২:৭-৯; দানি. ২:৪৪.
২৩. একমাত্র ঈশ্বরের রাজ্যই মানুষের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে। —গীত. ৩৭:১০, ১১; ৪৬:৯; যিশা. ৬৫:২১-২৩.
দুঃখকষ্ট
২৪. আমাদের দুঃখকষ্ট ঈশ্বরের কাছ থেকে নয়।—দ্বিতীয়. ৩২:৪; যাকোব ১:১৩.
২৫. শয়তান এই জগৎকে শাসন করছে।—লূক ৪:৫, ৬; ১ যোহন ৫:১৯.
২৬. ঈশ্বর আমাদের দুঃখকষ্ট দেখেন আর তিনি আমাদের সাহায্য করতে চান।—গীত. ৩৪:১৭-১৯; যিশা. ৪১:১০, ১৩.
২৭. ঈশ্বর খুব শীঘ্রই দুঃখকষ্ট একেবারে দূর করে দেবেন।—যিশা. ৬৫:১৭; প্রকা. ২১:৩, ৪.
মৃত্যু
২৮. মৃত ব্যক্তিরা কিছুই জানে না; তারা কষ্ট পাচ্ছে না।—উপ. ৯:৫; যোহন ১১:১১-১৪.
২৯. মৃত ব্যক্তিরা আমাদের সাহায্য করতে কিংবা ক্ষতি করতে পারে না।—গীত. ১৪৬:৪; উপ. ৯:৬, ১০.
৩০. আমাদের যে-প্রিয়জনেরা মারা গিয়েছে, তারা আবার বেঁচে উঠবে।—ইয়োব ১৪:১৩-১৫; যোহন ৫:২৮, ২৯; প্রেরিত ২৪:১৫.
৩১. “মৃত্যু আর থাকবে না।”—প্রকা. ২১:৩, ৪; যিশা. ২৫:৮.
ধর্ম
৩২. সমস্ত ধর্ম ঈশ্বরকে খুশি করে না।—যির. ৭:১১; মথি ৭:১৩, ১৪, ২১-২৩.
৩৩. ঈশ্বর এমন ব্যক্তিদের ঘৃণা করেন, যারা মুখে বলে একটা, করে আরেকটা।—যিশা. ২৯:১৩; মীখা ৩:১১; মার্ক ৭:৬-৮.
৩৪. সত্য ধর্মের লোকেরা প্রকৃত প্রেম দেখায়।—মীখা ৪:৩; যোহন ১৩:৩৪, ৩৫.