গান ৪২
ঈশ্বরের দাসের প্রার্থনা
১. ম-হান যি-হো-বা, স্ব-র্গ-স্থ পি-তঃ,
তো-মার এই নাম হোক স-র্ব-দা প-বি-ত্র।
রা-জ্য আ-সুক শী-ঘ্র, আম-রা চাই।
আ-শী-র্বাদ পা-বে পৃ-থি-বীর স-বাই।
পি-তা, প্রে-ম-ময় শা-সক,
তো-মার ই-চ্ছা পূ-র্ণ হোক।
২. প্রি-য় ঈ-শ্বর দিই ধ-ন্য-বাদ তো-মায়।
দাও প্রেম ও প্র-জ্ঞা অ-গ-ণি-ত উ-পায়।
জী-ব-নের উৎ-স, প-থের আ-লো,
তো-মার সব নি-র্দেশ বাস-ব যে, ভা-লো।
হই তো-মার না-মের যো-গ্য।
থা-কি যে-ন কৃ-ত-জ্ঞ।
৩. এই জ-গ-তে, আজ ক-ষ্ট সব-খা-নে।
তো-মার আ-শা সুখ সা-ন্ত্ব-না যে আ-নে।
আ-মা-দের ভার আজ তো-মা-কে দিই।
মা-নি না হার, দাও তু-মি সেই শ-ক্তি।
পি-তা থা-কো রোজ স-হায়,
ক-রি বি-ন-তি তো-মায়।
(আরও দেখুন গীত. ৩৬:৯; ৫০:১৪; যোহন ১৬:৩৩; যাকোব ১:৫.)