গান ১২
মহান যিহোবা
(যাত্রাপুস্তক ৩৪:৬, ৭)
১. ম-হান যি-হো-বা, প্র-শং-সার যো-গ্য,
পা-বে তু-মি সব স-ম্মান,
দে-ব তো-মায় আ-মার প্রাণ।
তু-মি সব শ-ক্তি আর প্রে-মের উৎ-স,
ন্যায়-প-রা-য়ণ, প্র-জ্ঞা-বান।
২. স্নে-হ-ময় পি-তা, দ-য়া-তে ম-হান,
আ-মরা ধূ-লি, তু-মি তাও,
শো-নো ক-থা, হাত বা-ড়াও।
দাও আজ সা-হা-য্য আর নি-র্দে-শ-না।
আ-শী-র্বা-দের পথ দে-খাও।
৩. গৌ-রব, প্র-শং-সা ক-রে সব সৃ-ষ্টি।
আম-রা তো-মার প্র-শং-সায়
গ-লা ছে-ড়ে এই গান গাই।
ম-হান যি-হো-বা, প্র-শং-সার যো-গ্য,
ভা-লো-বা-সি যাঃ, তো-মায়।
(আরও দেখুন দ্বিতীয়. ৩২:৪; হিতো. ১৬:১২; মথি ৬:১০; প্রকা. ৪:১১.)