গান ১৫০
পরিত্রাণ পেতে ঈশ্বরের খোঁজ করেই চলো
(সফনিয় ২:৩)
১. রা-জা-রা হাত মে-লায়
ম-শী-হের বি-রো-ধি-তায়।
শা-সন তা-দের প্রায় হ-ল শেষ,
যি-শু এ-লেন ক্ষ-ম-তায়।
খ্রি-স্ট এ-খন শা-সক।
জা-নেন তা-রা দু-ষ্ট লোক,
তাঁর প-ক্ষে তা-রা আজ না এ-লে
পা-বে প্র-চ-ণ্ড দু-র্ভোগ!
(কোরাস)
তাই, পে-তে তো-মার প-রি-ত্রাণ
আজ চে-ষ্টা ক-রে যাও আ-প্রাণ।
দে-খাও ন-ম্র-তা,
তাঁর ধা-র্মি-ক-তা
রা-খো জী-ব-নে প্র-থম স্থান।
ঈ-শ্ব-রের খোঁজ ক-রেই চ-লো,
পা-বে প-রি-ত্রাণ।
২. যাঃ-য়ের রা-জ্যের বি-ষয়
কর-বে লো-কে-রা নি-র্ণয়:
বা-র্তা শু-নুক বা না শু-নুক,
স-ময় নি-রব থা-কার নয়।
সং-কট আ-সুক য-ত,
প্র-চার কর-ব-ই ত-ত।
আজ ভয় পা-ওয়ার কো-নো কা-রণ নেই,
যি-হো-বা নে-বেন য-ত্ন।
(কোরাস)
তাই, পে-তে তো-মার প-রি-ত্রাণ
আজ চে-ষ্টা ক-রে যাও আ-প্রাণ।
দে-খাও ন-ম্র-তা,
তাঁর ধা-র্মি-ক-তা
রা-খো জী-ব-নে প্র-থম স্থান।
ঈ-শ্ব-রের খোঁজ ক-রেই চ-লো,
পা-বে প-রি-ত্রাণ।
(আরও দেখুন ১ শমূ. ২:৯; গীত. ২:২, ৩, ৯; হিতো. ২:৮; মথি ৬:৩৩.)