গান ৪
যিহোবা প্রেমময় পালক
১. যি-হো-বা প্রে-ম-ময় পা-লক,
তাঁর ক-থা শু-নি স-দা।
জা-নেন তি-নি ম-নের সব ক-থা,
জা-নেন আ-মার সব ই-চ্ছা।
কর-লেন কী আ-শী-র্বাদ আ-মায়!
এ-নে-ছেন জ-লের ধা-রে।
তি-নি ক-রু-ণা এ-বং অ-টল প্রেম
দে-খান যে বা-রে বা-রে।
তাঁর ক-রু-ণা এ-বং অ-টল প্রেম
দে-খান যে বা-রে বা-রে।
২. স-তেজ ক-ত-ই তো-মার পথ!
তা-তে চ-লে পাই শা-ন্তি।
দি-য়ো না ছে-ড়ে এ হাত আ-মার,
দাও ভু-লি-য়ে সব ক্লা-ন্তি।
আ-ছ জা-নি আ-মার পা-শে,
আঁ-ধা-রে য-খন হাঁ-টি।
আ-মি ভয় পাই না কো-নো কি-ছু আর,
খুব রোদ কিং-বা ঝড় বৃ-ষ্টি।
তাই, ভয় পাই না কো-নো কি-ছু আর,
খুব রোদ কিং-বা ঝড় বৃ-ষ্টি।
৩. যি-হো-বা প্রে-ম-ময় পা-লক,
তো-মার ডা-কে দিই সা-ড়া।
বি-শ্রাম আর শ-ক্তি দাও আ-মা-কে,
যে-ন হই না পথ হা-রা।
পি-তা, তো-মার কো-লে আ-মার
ভয় পা-ওয়ার যে কা-রণ নেই।
সা-রা-জী-বন ম-ঙ্গল আর অ-টল প্রেম
থাক-বে তাই, আ-মার স-ঙ্গেই।
আ-জী-বন ম-ঙ্গল আর অ-টল প্রেম
থাক-বে তাই, আ-মার স-ঙ্গেই।
(আরও দেখুন গীত. ২৮:৯; ৮০:১.)