গান ৮০
আস্বাদন করে দেখো, যিহোবা মঙ্গলময়
১. যি-হো-বার প-বি-ত্র বা-র্তা
প্র-চার ক-রা বি-শেষ সু-যোগ।
স-ময় ক-রে নিই, স-র্বো-ত্তম-টা দিই—
চাই বা-র্তা শু-নুক আজ সব লোক।
(কোরাস)
‘আ-স্বা-দন ক-রে দে-খো এক-বার,
ঈ-শ্বর যে খুব ম-ঙ্গল-ময়।’
তাঁর প্র-তি ভ-ক্তি দেয় ম-হা-লাভ—
সে-বা-তে ঢা-লো হৃ-দয়।
২. খুব আ-শী-র্বাদ পা-ব আম-রা
কর-লে সে-বা পূ-র্ণ-স-ময়।
যি-হো-বার উ-পর রোজ ক-রি নি-র্ভর—
যা প্র-য়ো-জন দে-বেন, নি-শ্চয়।
(কোরাস)
‘আ-স্বা-দন ক-রে দে-খো এক-বার,
ঈ-শ্বর যে খুব ম-ঙ্গল-ময়।’
তাঁর প্র-তি ভ-ক্তি দেয় ম-হা-লাভ—
সে-বা-তে ঢা-লো হৃ-দয়।
(আরও দেখুন মার্ক ১৪:৮; লূক ২১:২; ১ তীম. ১:১২; ৬:৬.)