গান ৭৬
কেমন লাগে তোমার?
১. কে-মন লা-গে তো-মার
শি-ক্ষা-দান, কর-লে প্র-চার?
য-খন সৎ হৃ-দয় ছুঁ-তে
ক-রে থা-কো সেই কাজ?
কর-লে তু-মি চে-ষ্টা
ঈ-শ্বর কর-বেন বা-কি-টা।
জা-নেন আজ কার হৃ-দয় সৎ,
প্র-ত্যে-কের ম-নো-রথ।
(কোরাস)
হই খুব খু-শি, আ-ন-ন্দ পাই।
ক-থা, কা-জে সে-টাই দে-খাই।
আ-মা-দের ও-ষ্ঠা-ধ-রের ফল
উৎ-স-র্গ ক-রি তাই।
২. কে-মন লা-গে তো-মার
শু-নে কেউ সু-স-মা-চার,
স-ত্য নি-জের ক-রে নেয়,
আর জী-বন যায় বদ-লে?
কেউ ছে-ড়ে চ-লে যায়।
আ-বার কেউ পথ ভ্র-ষ্ট হয়।
ত-বু জ-ন-স-ম-ক্ষে
ক-রি নাম ঘো-ষ-ণা।
(কোরাস)
হই খুব খু-শি, আ-ন-ন্দ পাই।
ক-থা, কা-জে সে-টাই দে-খাই।
আ-মা-দের ও-ষ্ঠা-ধ-রের ফল
উৎ-স-র্গ ক-রি তাই।
৩. কে-মন লা-গে তো-মার,
পেয়ে সা-হা-য্য ঈ-শ্বর, যাঁর
শ-ক্তি-তে পাই সা-হস, সব
আ-মা-দের কাজ কর-বার।
প্র-চার ক-রি সু-খে,
সু-ম-ধুর বা-ক্য মু-খে।
খুঁ-জি যা-দের-কে যো-গ্য।
শেষ হ-বে কাজ শী-ঘ্র।
(কোরাস)
হই খুব খু-শি, আ-ন-ন্দ পাই।
ক-থা, কা-জে সে-টাই দে-খাই।
আ-মা-দের ও-ষ্ঠা-ধ-রের ফল
উৎ-স-র্গ ক-রি তাই।
(আরও দেখুন প্রেরিত ১৩:৪৮; ১ থিষল. ২:৪; ১ তীম. ১:১১.)