ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 জানুয়ারি পৃষ্ঠা ১৯
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ফিলিপ এক ইথিয়পীয় আধিকারিককে বাপ্তাইজিত করেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “যিশুর বিষয়ে সুসমাচার” ঘোষণা করা
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
  • ফিলিপ—উদ্যোগী সুসমাচার প্রচারক
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল—বোঝার জন্য সাহায্য দরকার
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 জানুয়ারি পৃষ্ঠা ১৯
ফিলিপ ইথিওপীয় উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে চারচাকার একটা গাড়িতে বসে আছেন এবং একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছে। ফিলিপ সেই উচ্চপদস্থ ব্যক্তিকে শাস্ত্রে লেখা কথাগুলোর অর্থ বোঝাচ্ছেন।

আপনি কি জানতেন?

ইথিওপীয় নপুংসক সেইসময় কোন ধরনের গাড়ি করে যাত্রা করছিলেন, যখন ফিলিপ তার কাছে এসেছিলেন?

নতুন জগৎ অনুবাদ বাইবেলে যে-শব্দকে “রথ” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা যেকোনো রথ বা গাড়িকে বোঝাতে পারে। (প্রেরিত ৮:২৮, ২৯, ৩৮) কিন্তু এমনটা মনে করা হয়, ইথিওপীয় নপুংসক যে-গাড়িতে ছিলেন, সেটা কোনো যুদ্ধের অথবা দৌড় প্রতিযোগিতার রথ ছিল না বরং একটা বড়ো রথ ছিল। কেন আমরা তা বলতে পারি? আসুন, এর কিছু কারণ দেখি।

সেই ইথিওপীয় একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন, যিনি অনেক দূর পর্যন্ত যাত্রা করেছিলেন। তিনি ছিলেন “ইথিওপিয়ার রানি কান্দাকির অধীনস্থ উচ্চপদস্থ একজন ব্যক্তি এবং সেই রানির সমস্ত ধনকোষের অধ্যক্ষ।” (প্রেরিত ৮:২৭) বর্তমানের সুদান এবং মিশরের একেবারে দক্ষিণে থাকা দেশগুলো প্রাচীন কালে ইথিওপিয়ার মধ্যেই পড়ত। সেই ব্যক্তি হয়তো একটাই গাড়ি করে এত লম্বা যাত্রা করেননি আর তার কাছে হয়তো অনেক জিনিসপত্র ছিল। সেই সময়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য চারচাকা গাড়ি ভাড়া করতে হত, যেগুলোর মাথা ঢাকা থাকত। প্রেরিত বই সম্বন্ধে একটা উদ্ধৃতি বলে: “এই ধরনের গাড়িগুলোতে অনেক জিনিসপত্র ঢোকানো যেত আর এগুলোতে যাত্রা করাও সহজ ছিল। তাই, লোকেরা হয়তো এই ধরনের গাড়ি করে লম্বা যাত্রা করতে পারত।”

সেই ইথিওপীয় ব্যক্তি কিছু পড়ছিলেন, যখন ফিলিপ তার কাছে এসেছিলেন। বাইবেলে লেখা রয়েছে, “ফিলিপ দৌড়ে সেই রথের কাছে গেলেন এবং শুনতে পেলেন, সেই ব্যক্তি যিশাইয় ভাববাদীর গ্রন্থ জোরে জোরে পড়ছেন।” (প্রেরিত ৮:৩০) সেই সময়ের গাড়িগুলো ধীরে ধীরে চলত। তাই হয়তো, সেই উচ্চপদস্থ ব্যক্তি গাড়ির উপর বসে পড়তে পারছিলেন এবং ফিলিপ দৌড়ে তার কাছে যেতে পেরেছিলেন।

সেই ইথিওপীয় ব্যক্তি ফিলিপকে ‘রথে উঠে তার সঙ্গে বসার জন্য অনুরোধ করেছিলেন।’ (প্রেরিত ৮:৩১) সাধারণত যে-রথগুলো দৌড় প্রতিযোগিতায় ব্যবহার করা হত, সেগুলোতে লোকেরা দাঁড়িয়ে থাকত। কিন্তু, সেই ইথিওপীয় ব্যক্তি যে-গাড়িতে করে যাত্রা করছিলেন, তাতে হয়তো এত জায়গা ছিল যে, তিনি এবং ফিলিপ দু-জনেই আরাম করে বসতে পারতেন।

তাহলে, প্রেরিত ৮ অধ্যায়ে যা বলা হয়েছে এবং ইতিহাসের বিষয়ে যে-তথ্য দেওয়া হয়েছে, সেগুলো মাথায় রেখে আমরা সম্প্রতি কিছু রদবদল করেছি। এখন আমাদের প্রকাশানায় আর এটা দেখানো হয় না যে, সেই ইথিওপীয় উচ্চপদস্থ ব্যক্তি দৌড় প্রতিযোগিতা অথবা যুদ্ধে যে-ছোটো রথগুলো ব্যবহার করা হত, সেই ধরনের রথে যাত্রা করেছিলেন। এর পরিবর্তে এটা দেখানো হয় যে, তিনি একটা বড়ো রথে যাত্রা করেছিলেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার