ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৪৬
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৪৬:২

পাদটীকা

  • *

    অর্থাৎ পশুদের উপরে চাপানো মূর্তিগুলো।

যিশাইয় ৪৬:৯

পাদটীকা

  • *

    আক্ষ., “প্রথম।”

যিশাইয় ৪৬:১০

পাদটীকা

  • *

    বা “উদ্দেশ্য।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৩

    প্রহরীদুর্গ,

    ৭/১/২০১১, পৃষ্ঠা ১২

    ৬/১/২০০৬, পৃষ্ঠা ২১-২২

যিশাইয় ৪৬:১১

পাদটীকা

  • *

    বা “আমি সূর্যোদয়।”

  • *

    বা “উদ্দেশ্য।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ২/২০২৪, পৃষ্ঠা ৩০

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/১৯৯৯, পৃষ্ঠা ১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৪৬:১-১৩

যিশাইয়

৪৬ বেল দেবতা নত হল, নবো দেবতা ঝুঁকে পড়ল।

তাদের মূর্তিগুলো পশুদের উপর, ভারবহনকারী পশুদের উপর চাপানো হল,

ঠিক যেভাবে ক্লান্ত পশুদের উপর ভারী জিনিসপত্র চাপানো হয়।

 ২ তারা একসঙ্গে ঝুঁকে পড়ল এবং নত হল,

তারা নিজেদের মূর্তিগুলো রক্ষা করতে পারল না, যেগুলোকে বোঝার মতো নিয়ে যাওয়া হচ্ছে*

আর তারা নিজেরাও বন্দিত্বে চলে গেল।

 ৩ “হে যাকোবের পরিবার, হে ইজরায়েলের পরিবারের সমস্ত অবশিষ্ট লোক, আমার কথা শোনো!

আমি তোমাদের জন্মের সময় থেকে তোমাদের যত্ন নিচ্ছি, গর্ভে থাকার সময় থেকে তোমাদের বহন করছি।

 ৪ তোমাদের বৃদ্ধবয়স পর্যন্ত আমি একই থাকব,

তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত আমি তোমাদের বহন করব।

আমি যেমনটা করে এসেছি, তেমনই আমি তোমাদের নিয়ে যাব,

তোমাদের বহন করব এবং তোমাদের উদ্ধার করব।

 ৫ তোমরা কার সঙ্গে আমার মিল খুঁজবে কিংবা আমাকে কার সমান করে তুলবে?

আর কার সঙ্গে আমার তুলনা করে বলবে যে, আমরা একইরকম?

 ৬ এমন লোক রয়েছে, যারা তাদের থলি থেকে সোনা ঢেলে দেয়,

যারা দাঁড়িপাল্লায় রুপো ওজন করে।

তারা স্বর্ণকারকে কাজে নিযুক্ত করে আর সে সেটা দিয়ে একটা দেবতা তৈরি করে।

তারপর, তারা সেটার সামনে উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকায়, হ্যাঁ, তারা সেটার উপাসনা করে।

 ৭ তারা সেটাকে কাঁধে তুলে নেয়,

তারা সেটাকে নিয়ে যায়, সেটাকে নিজের জায়গায় রাখে আর সেটা সেখানে দাঁড়িয়ে থাকে।

সেটা নিজের জায়গা থেকে একটুও নড়ে না।

তারা সেটার সামনে কান্নাকাটি করে, কিন্তু সেটা কোনো উত্তর দেয় না,

সেটা কাউকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না।

 ৮ হে অপরাধীরা, এই কথাগুলো স্মরণে রেখো।

এগুলো তোমাদের হৃদয়ে গেঁথে রেখো, যাতে তোমরা সাহসের সঙ্গে কাজ করতে পার।

 ৯ অনেক আগের* বিষয়গুলো স্মরণ করো,

স্মরণ করো, আমিই ঈশ্বর, আর কেউ নেই।

আমিই ঈশ্বর, আমার মতো আর কেউ নেই।

১০ শুরু থেকেই আমি বলে দিই, শেষে কী হবে

আর অনেক আগে থেকেই আমি সেই বিষয়গুলো বলে দিই, যেগুলো এখনও হয়নি।

আমি বলি, ‘আমার সিদ্ধান্ত* পরিপূর্ণ হবেই

আর আমার যা ইচ্ছা, আমি তা-ই করব।’

১১ আমি পূর্ব দিক* থেকে একটা শিকারি পাখিকে ডেকেছি,

দূর দেশ থেকে একজন ব্যক্তিকে ডেকেছি, যেন সে আমার সিদ্ধান্ত* অনুযায়ী কাজ করে।

আমি বলেছি, আমিই সেটা পূর্ণ করব।

আমি পরিকল্পনা করেছি, আমিই সেই অনুযায়ী কাজ করব।

১২ হে একগুঁয়ে হৃদয়ের লোকেরা,

তোমরা, যারা সঠিক কাজ করা থেকে অনেক দূরে রয়েছ, আমার কথা শোনো।

১৩ আমি আমার ন্যায়বিচার কাছে নিয়ে এসেছি,

সেটা দূরে নেই,

আমার পরিত্রাণে দেরি হবে না।

আমি সিয়োনকে পরিত্রাণ, ইজরায়েলকে আমার মহিমা দেব।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার