ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • দ্বিতীয় বিবরণ ৩০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

দ্বিতীয় বিবরণ ৩০:১

পাদটীকা

  • *

    আক্ষ., “পুনরায় তোমার হৃদয়ে নিয়ে আসবে।”

দ্বিতীয় বিবরণ ৩০:৬

পাদটীকা

  • *

    আক্ষ., “হৃদয়ের ত্বকচ্ছেদ।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৬/১/২০০৭, পৃষ্ঠা ১৩

দ্বিতীয় বিবরণ ৩০:১১

পাদটীকা

  • *

    আক্ষ., “কিংবা সেগুলো তোমার কাছ থেকে অনেক দূরেও নয়।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১/২০১০, পৃষ্ঠা ২৭

দ্বিতীয় বিবরণ ৩০:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১/২০১০, পৃষ্ঠা ২৭

দ্বিতীয় বিবরণ ৩০:১৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ২ ২০১৮ পৃষ্ঠা ১৪-১৫

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১০, পৃষ্ঠা ২৮

    ৬/১/২০০৬, পৃষ্ঠা ২৬-২৭

    ৭/১৫/১৯৯৯, পৃষ্ঠা ১১-১২

    ৬/১৫/১৯৯৬, পৃষ্ঠা ১২-১৭

দ্বিতীয় বিবরণ ৩০:২০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ২ ২০১৮ পৃষ্ঠা ১৪-১৫

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১০, পৃষ্ঠা ২৮

    ৭/১/২০১০, পৃষ্ঠা ২৭

    ৬/১/২০০৬, পৃষ্ঠা ২৭-২৯

    ৭/১৫/১৯৯৯, পৃষ্ঠা ১১-১২

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
দ্বিতীয় বিবরণ ৩০:১-২০

দ্বিতীয় বিবরণ

৩০ “আমি তোমাকে যে-সমস্ত আশীর্বাদ ও অভিশাপের বিষয়ে বলেছি, সেগুলোর সবই তোমার উপর আসবে। তোমার ঈশ্বর যিহোবা তোমাকে অন্য জাতির মধ্যে ছিন্নভিন্ন করে দেবেন আর সেখানে তুমি এই সমস্ত কথা স্মরণ করবে।* ২ তখন তুমি এবং তোমার সন্তানেরা সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর যিহোবার কাছে ফিরে আসবে এবং তাঁর কথা শুনবে, যেটার আজ্ঞা আজ আমি তোমাকে দিচ্ছি। ৩ তখন তোমার ঈশ্বর যিহোবা তোমাকে বন্দিত্ব থেকে ফিরিয়ে আনবেন। তোমার ঈশ্বর যিহোবা তোমার প্রতি করুণা দেখাবেন আর তিনি যে-সমস্ত জাতির মধ্যে তোমাকে ছিন্নভিন্ন করেছিলেন, সেই সমস্ত জাতি থেকে তোমাকে একত্রিত করে আবারও তোমার দেশে ফিরিয়ে আনবেন। ৪ তোমাকে যদি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছিন্নভিন্ন করা হয়ে থাকে, তারপরও তোমার ঈশ্বর যিহোবা তোমাকে সেখান থেকে একত্রিত করে ফিরিয়ে আনবেন। ৫ তোমার ঈশ্বর যিহোবা তোমাকে সেই দেশে ফিরিয়ে আনবেন, যেটা তোমার পূর্বপুরুষেরা দখল করেছিল আর তোমরা আবারও সেটাকে দখল করবে। সেখানে ঈশ্বর তোমাকে সমৃদ্ধি দেবেন এবং তোমার জনসংখ্যা তোমার পূর্বপুরুষদের চেয়েও বাড়িয়ে তুলবেন। ৬ তোমার ঈশ্বর যিহোবা, তোমার এবং তোমার সন্তানদের হৃদয় শুচি* করবেন। তখন তুমি সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে আর তুমি বেঁচে থাকবে। ৭ আর তোমার ঈশ্বর যিহোবা এই সমস্ত অভিশাপ তোমার শত্রুদের উপর নিয়ে আসবেন, যারা তোমাকে ঘৃণা করত এবং তোমাকে কষ্ট দিত।

৮ “তুমি যিহোবার কাছে ফিরে আসবে এবং তাঁর কথা শুনবে এবং আজ আমি তোমাকে যে-সমস্ত আজ্ঞা দিচ্ছি, সেগুলো পালন করবে। ৯ তোমার ঈশ্বর যিহোবা তোমার হাতের কাজে আশীর্বাদ করবেন, যাতে তুমি খুবই সমৃদ্ধিশালী হও। তিনি তোমাকে অনেক সন্তান দেবেন, তোমার পশুপালের সংখ্যা বৃদ্ধি করবেন এবং তোমার জমিতে প্রচুর ফসল দেবেন। যিহোবা আবারও খুব আনন্দের সঙ্গে তোমাদের সমৃদ্ধিশালী করবেন, ঠিক যেমন তিনি আনন্দের সঙ্গে তোমার পূর্বপুরুষদের সমৃদ্ধিশালী করেছিলেন। ১০ কারণ তুমি তোমার ঈশ্বর যিহোবার কথা শুনবে এবং ব্যবস্থার এই পুস্তকে লেখা আজ্ঞা ও নিয়মগুলো সবসময় পালন করবে আর সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর যিহোবার কাছে ফিরে আসবে। ১১ “আজ আমি তোমাকে যে-সমস্ত আজ্ঞা দিচ্ছি, সেগুলো বোঝা তোমার জন্য খুব বেশি কঠিন নয় কিংবা সেগুলো তোমার নাগালের বাইরেও নয়।* ১২ এই আজ্ঞাগুলো স্বর্গে নেই যে, তুমি বলবে, ‘কে আমাদের জন্য স্বর্গে উঠে এগুলো নিয়ে আসবে, যাতে আমরা এগুলো শুনতে পারি এবং পালন করতে পারি?’ ১৩ কিংবা এই আজ্ঞাগুলো সমুদ্রের ওপারেও নেই যে, তুমি বলবে, ‘কে আমাদের জন্য সমুদ্রের ওপারে গিয়ে এই আজ্ঞাগুলো নিয়ে আসবে, যাতে আমরা এগুলো শুনতে পারি এবং পালন করতে পারি?’ ১৪ কারণ ব্যবস্থার এই বার্তা তোমার কাছে রয়েছে, তোমার মুখে এবং তোমার হৃদয়ে রয়েছে, যাতে তুমি সেই অনুযায়ী চল।

১৫ “দেখো, আজ আমি তোমার সামনে জীবন ও আশীর্বাদ এবং মৃত্যু ও অভিশাপ রাখছি। ১৬ তুমি যদি তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাস, তাঁর পথে চল আর তাঁর আজ্ঞা, নিয়ম এবং বিচার সংক্রান্ত রায় পালন করে চল আর এভাবে আজ আমি তোমাকে তোমার ঈশ্বর যিহোবার যে-সমস্ত আজ্ঞা দিচ্ছি, সেগুলো পালন কর, তা হলে তুমি বেঁচে থাকবে এবং তোমার জনসংখ্যা অনেক বৃদ্ধি পাবে আর তোমার ঈশ্বর যিহোবা তোমাকে সেই দেশে আশীর্বাদ করবেন, যেটা তুমি দখল করতে চলেছ।

১৭ “কিন্তু, তোমার মন যদি ঈশ্বরের কাছ থেকে সরে যায় এবং তুমি তাঁর কথা না শোন এবং প্রলুব্ধ হয়ে অন্য দেবতাদের সামনে মাথা নত কর এবং তাদের সেবা কর, ১৮ তা হলে আজ আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বিনষ্ট হবে। তোমরা জর্ডন পার হয়ে যে-দেশ দখল করতে চলেছ, সেই দেশে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। ১৯ আজ আমি পৃথিবী ও আকাশকে সাক্ষি রেখে তোমার সামনে জীবন ও মৃত্যু এবং আশীর্বাদ ও অভিশাপ রাখছি। তুমি এবং তোমার বংশধরেরা, সবাই যেন জীবনই বেছে নেয়, যাতে তুমি বেঁচে থাক। ২০ এরজন্য তুমি যেন তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাস, তাঁর কথা শোন এবং তাঁকে আঁকড়ে ধরে রাখ কারণ তিনিই তোমাকে জীবন দিয়েছেন আর তিনিই তোমাকে সেই দেশে দীর্ঘসময় বেঁচে থাকার জন্য সাহায্য করতে পারেন, যেটার বিষয়ে যিহোবা তোমার পূর্বপুরুষদের কাছে, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে দিব্য করেছিলেন।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার