ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ তীমথিয় ১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ তীমথিয় বইয়ের আউটলাইন

      • শুভেচ্ছা (১, ২)

      • তীমথিয়ের বিশ্বাসের জন্য পৌল ঈশ্বরকে ধন্যবাদ দেন (৩-৫)

      • ঈশ্বরের কাছ থেকে পাওয়া দানকে উদ্যোগের সঙ্গে ব্যবহার করো (৬-১১)

      • উপকারজনক বাক্য ধরে রাখো (১২-১৪)

      • পৌলের শত্রুরা ও বন্ধুরা (১৫-১৮)

২ তীমথিয় ১:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১২/২০২০, পৃষ্ঠা ২৮

    প্রহরীদুর্গ,

    ১/১/২০০৩, পৃষ্ঠা ২৮

২ তীমথিয় ১:৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০২২, পৃষ্ঠা ১৯-২০

    প্রহরীদুর্গ,

    ৭/১/১৯৯৯, পৃষ্ঠা ৯-১০

    ৫/১৫/১৯৯৮, পৃষ্ঠা ৮-৯

২ তীমথিয় ১:৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১২/২০২০, পৃষ্ঠা ২৮-২৯

    প্রহরীদুর্গ,

    ২/১৫/১৯৯৮, পৃষ্ঠা ২৬

২ তীমথিয় ১:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৪৭

    প্রহরীদুর্গ,

    ৯/১৫/২০১৩, পৃষ্ঠা ২৩-২৪

    ৫/১৫/২০০৯, পৃষ্ঠা ১৫

    ১০/১/২০০৬, পৃষ্ঠা ২২

২ তীমথিয় ১:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১/২০০৩, পৃষ্ঠা ৯-১০

২ তীমথিয় ১:১৩

পাদটীকা

  • *

    বা “নকশা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১৫/২০০৮, পৃষ্ঠা ৩১

    ৮/১৫/২০০৮, পৃষ্ঠা ২৪

    ৩/১৫/২০০৬, পৃষ্ঠা ৩১

    ১/১/২০০৩, পৃষ্ঠা ২৯

    ৯/১৫/২০০২, পৃষ্ঠা ১৬-১৭

    ১/১৫/১৯৯৬, পৃষ্ঠা ১২

    ১০/১/১৯৯১, পৃষ্ঠা ২৭-২৮

২ তীমথিয় ১:১৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১২/২০২০, পৃষ্ঠা ২৯

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০১৮, পৃষ্ঠা ১৪

২ তীমথিয় ১:১৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৪, পৃষ্ঠা ২০

    ১১/১৫/১৯৯৭, পৃষ্ঠা ২৯-৩০

২ তীমথিয় ১:১৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/১৯৯৭, পৃষ্ঠা ২৯-৩০

২ তীমথিয় ১:১৮

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/১৯৯৭, পৃষ্ঠা ৩০-৩১

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র (bi7) পড়ুন
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ তীমথিয় ১:১-১৮

তীমথিয়ের প্রতি দ্বিতীয় চিঠি

১ আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় এবং খ্রিস্ট যিশুর অনুসারী হওয়ার মাধ্যমে যে-জীবন লাভ করা যায়, সেই জীবনের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে খ্রিস্ট যিশুর একজন প্রেরিত। ২ আমি প্রিয় সন্তান তীমথিয়ের প্রতি এই চিঠি লিখছি:

আমাদের পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু যেন তোমার প্রতি মহাদয়া ও করুণা দেখান এবং তোমাকে শান্তি দান করেন।

৩ আমার পূর্বপুরুষেরা যেমন ঈশ্বরকে পবিত্র সেবা প্রদান করতেন, তেমনই আমিও শুদ্ধ বিবেক সহকারে তাঁকে পবিত্র সেবা প্রদান করি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, দিনরাত বিনতি করার সময় আমি তোমার কথা স্মরণ করি। ৪ আমি তোমার কান্নার কথা মনে করে তোমাকে দেখার জন্য আকুল আকাঙ্ক্ষী হয়ে আছি, যেন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ৫ তোমার নিষ্কপট বিশ্বাসের কথা আমার মনে আছে, যে-বিশ্বাস প্রথমে তোমার দিদিমা লোয়ী এবং তোমার মা উনীকীর মধ্যে দেখা গিয়েছিল। আমি নিশ্চিত, তোমার মধ্যে এখনও সেই একই বিশ্বাস রয়েছে।

৬ এই কারণে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি যখন তোমার উপর হাত রেখেছিলাম, তখন তুমি ঈশ্বরের কাছ থেকে যে-দান পেয়েছিলে, তা উদ্যোগের সঙ্গে ব্যবহার করো। ৭ কারণ ঈশ্বর আমাদের যে-পবিত্র শক্তি দান করেন, তা আমাদের মধ্যে ভীরু মনোভাব জাগিয়ে তোলে না, বরং আমাদের শক্তি, প্রেম এবং উত্তম বিচারবুদ্ধি প্রদান করে। ৮ তাই, আমাদের প্রভুর বিষয়ে কিংবা তাঁর জন্য বন্দি যে আমি, আমার বিষয়ে সাক্ষ্য দিতে তুমি লজ্জা পেয়ো না। এর পরিবর্তে, তুমি ঈশ্বরের শক্তির উপর নির্ভর করার মাধ্যমে সুসমাচারের জন্য কষ্ট ভোগ করতে প্রস্তুত থাকো। ৯ তিনি আমাদের রক্ষা করেছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, তবে তা আমাদের কোনো কাজের জন্য নয়, বরং তাঁর নিজের উদ্দেশ্য ও মহাদয়া অনুসারে করেছেন। বহু আগেই খ্রিস্ট যিশুর মাধ্যমে ঈশ্বর আমাদের প্রতি এই মহাদয়া দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। ১০ কিন্তু, এখন আমাদের ত্রাণকর্তা সেই খ্রিস্ট যিশুর প্রকাশের মাধ্যমে এই মহাদয়া স্পষ্টভাবে দেখানো হয়েছে, যিনি মৃত্যুকে বিনষ্ট করেছেন। তিনি সেই সুসমাচারের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন যে, কীভাবে অক্ষয় জীবন ও দেহ লাভ করা যায়, ১১ যেটার জন্য আমাকে একজন প্রচারক, একজন প্রেরিত এবং একজন শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

১২ এই কাজ করছি বলে আমি কষ্ট ভোগ করছি, তবে আমি লজ্জিত নই। কারণ যাঁকে আমি বিশ্বাস করেছি, সেই ঈশ্বরকে আমি জানি আর আমি নিশ্চিত যে, আমি আস্থা সহকারে তাঁর কাছে যা অর্পণ করেছি, তা তিনি নিরূপিত দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ। ১৩ তুমি আমার কাছ থেকে যা শুনেছ, সেই উপকারজনক বাক্যের আদর্শ* ধরে রাখো এবং খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে তোমার বিশ্বাস ও প্রেম দেখিয়ে চলো। ১৪ তোমাকে আস্থা সহকারে যে-মূল্যবান বিষয়গুলো দেওয়া হয়েছে, সেগুলো সেই পবিত্র শক্তির সাহায্যে রক্ষা করো, যা আমাদের মধ্যে রয়েছে।

১৫ তুমি জান, এশিয়া প্রদেশের সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, যাদের মধ্যে ফুগিল্ল ও হর্মগিনি রয়েছে। ১৬ অনী­ষিফরের পরিবারের লোকদের উপর প্রভু যেন করুণা দেখান, কারণ তিনি বার বার আমাকে উৎসাহিত করেছেন আর আমি বন্দি হয়েছি বলে তিনি লজ্জিত হননি। ১৭ বরং, তিনি যখন রোমে ছিলেন, তখন তিনি অনেক প্রচেষ্টা করে আমাকে খুঁজে বের করেছিলেন এবং আমার সঙ্গে দেখা করেছিলেন। ১৮ প্রভু যিহোবা* যেন নিরূপিত দিনে তার প্রতি করুণা দেখান। আর ইফিষে তিনি যে-সেবা করেছিলেন, সেই সমস্তই তুমি ভালো করে জান।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার