ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রতি মনোযোগী হোন। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৯০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয়, তাহলে পত্রিকাগুলির একক কপি ৪·০০ টাকা মূল্যে অর্পণ করা উচিত। জুন: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি ২০·০০ টাকা মূল্যে। (অগ্রগামীদের জন্য ১৫·০০ টাকা মূল্যে।) বিকল্প হিসাবে, অর্ধেক অথবা বিশেষ মূল্যের বই হিসাবে তালিকাবদ্ধ ১৯২ পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্পণ করা যেতে পারে।
টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে।
◼ যে সকল প্রকাশকেরা এপ্রিল এবং মে মাসে সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করতে চান তাদের এখনই পরিকল্পনা করা এবং শীঘ্রই আবেদনপত্র জমা দেওয়া উচিত। এটি প্রাচীনদের ক্ষেত্র পরিচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে ও যথেষ্ট পত্রিকা ও অন্যান্য সাহিত্যাদি হাতে রাখতে সাহায্য করবে। যারা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অনুমোদিত হবেন তাদের সকলের নাম মণ্ডলীতে ঘোষণা করা উচিত।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা মার্চ অথবা তারপরে যত শীঘ্রই সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটি করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।