প্রশ্ন বাক্স
◼ লোনাভলায় সোসাইটির শাখা অথবা ব্যাঙ্গালোরে নির্মাণ স্থানটি পরিদর্শনের সময়ে কেন আমাদের পোশাক ও বেশভূষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত?
খ্রীষ্টানদের কাছে প্রত্যাশা করা হয় যে তারা উপযুক্ত শোভনতা বজায় রাখবেন। সর্ব সময়ে আমাদের পোশাক ও বেশভূষার ভদ্রতা এবং মর্যাদাকে প্রতিফলিত করা উচিত যা যিহোবা ঈশ্বরের দাসেদের উপযুক্ত। পৃথিবীর যে কোন প্রান্তে সোসাইটির শাখা পরিদর্শনের সময় এটি বিশেষভাবে প্রযোজ্য।
১৯৯৮ সালে, পৃথিবীর বিভিন্ন অংশে জেলা এবং আন্তর্জাতিক সম্মেলনগুলি অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে আমাদের হাজার হাজার ভাইরা নিউ ইয়র্কে সোসাইটির প্রধান কার্যালয় ও সেই সাথে ভারতসহ অন্যান্য দেশের শাখাগুলি পরিদর্শন করবেন। কেবল যখন এই শাখাগুলি পরিদর্শন করছেন তখনই নয় কিন্তু সেই সাথে অন্য যে কোন সময়ে আমাদের ‘ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ব্ববিষয়ে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইবার’ প্রয়োজন যার অন্তর্ভুক্ত হল আমাদের উপযুক্ত পোশাক ও বেশভূষা।—২ করি. ৬:৩, ৪.
উপযুক্ত পোশাক ও বেশভূষার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি) নামক বইটি যখন আমরা ক্ষেত্র পরিচর্যায় রত আছি এবং খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থিত হচ্ছি সেই সময়ে শারীরিক পরিচ্ছন্নতা, মার্জিত পোশাক ও উত্তম বেশভূষার প্রয়োজনীয়তার উপর মন্তব্য করে। তারপর, ১৩১ পৃষ্ঠার ২ অনুচ্ছেদে এটি জানায়: “ব্রুকলিন অথবা সোসাইটির অন্য যে কোন শাখা দপ্তরগুলির বেথেল গৃহ পরিদর্শনের সময় একই বিষয় প্রযোজ্য হবে। স্মরণে রাখুন, বেথেল কথাটির অর্থ ‘ঈশ্বরের গৃহ,’ তাই আমাদের পোশাক, বেশভূষা এবং আচরণ, কিংডম হলে উপাসনার জন্য সভাগুলিতে উপস্থিত হওয়ার সময় আমাদের কাছ থেকে যেমন প্রত্যাশা করা হয়, সেই রকমই হওয়া উচিত।” স্থানীয় এলাকার প্রকাশক আর সেই সাথে যারা দূরবর্তী স্থানগুলি থেকে বেথেল পরিবারের সদস্যদের সাথে দেখা করতে ও মেলামেশা করতে এবং শাখা পরিদর্শন করতে আসেন তাদেরও এই একই উচ্চ মান মেনে চলা উচিত।
যিহোবার সত্য উপাসনাকে অন্যেরা কিভাবে দেখবে, তাদের সেই দৃষ্টিভঙ্গির উপর আমাদের পোশাকের এক ইতিবাচক প্রভাব থাকা উচিত। কিন্তু, লক্ষ্য করা গেছে যে সোসাইটির দপ্তরগুলি পরিদর্শনের সময় কিছু ভাই ও বোনেদের ক্ষেত্রে অত্যন্ত খোলামেলা পোশাক পরার প্রবণতা দেখিয়ে থাকেন। যে কোন বেথেল গৃহ পরিদর্শনের সময়ে এইধরনের পোশাক অনুপোযুক্ত। আমাদের খ্রীষ্টীয় জীবনের অন্যান্য সমস্ত দিকগুলির মত এই বিষয়েও, আমরা একই উচ্চ মানগুলিকে বজায় রাখার আকাঙ্ক্ষা করি যা ঈশ্বরের লোকেদের সমস্তই ঈশ্বরের গৌরবার্থে করার কারণে জগৎ থেকে পৃথক করে। (রোমীয় ১২:২; ১ করি. ১০:৩১) আমাদের বাইবেল ছাত্র এবং অন্যান্যদের যারা হয়ত প্রথমবার বেথেল পরিদর্শন করবেন তাদের সাথে এই বিষয়ে কথা বলা এবং উপযুক্ত পোশাক ও বেশভূষার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে তাদের মনে করিয়ে দেওয়াও উত্তম।
তাই সোসাইটির শাখা পরিদর্শনের সময়, নিজেকে জিজ্ঞাসা করুন: ‘আমার পোশাক এবং বেশভূষা কি মার্জিত?’ (মীখা ৬:৮ পদের সাথে তুলনা করুন।) ‘আমার উপাস্য ঈশ্বরকে কি এটি উত্তমভাবে উপস্থাপিত করে? আমার পোশাক-পরিচ্ছদের দ্বারা অন্যেরা কি বিক্ষিপ্ত অথবা ক্ষুন্ন হন? আমি কি অন্যদের জন্য যারা হয়ত প্রথমবার পরিদর্শন করছেন উপযুক্ত উদাহরণ স্থাপন করছি?’ আমাদের পোশাক এবং বেশভূষার দ্বারা আসুন আমরা যেন সর্বদা ‘আমাদের ত্রাণকর্ত্তা, ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত করি।’—তীত ২:১০.