ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w25 মার্চ পৃষ্ঠা ১৪-১৯
  • যিশুর মতো উদ্যোগের সঙ্গে প্রচার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশুর মতো উদ্যোগের সঙ্গে প্রচার করুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি যিহোবার ইচ্ছা পূরণ করার উপর মনোযোগ দিয়েছিলেন
  • তিনি বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো ভালোভাবে বুঝেছিলেন
  • তিনি যিহোবার উপর আস্থা রেখেছিলেন
  • তিনি নিশ্চিত ছিলেন, কিছু লোক অবশ্যই সুসমাচার শুনবে
  • কীভাবে প্রচার কাজে আরও বেশি আনন্দ লাভ করবেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • ভালোবাসার কারণে প্রচার করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • নম্র হোন এবং মেনে নিন যে, আপনি কিছু বিষয় জানেন না
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
w25 মার্চ পৃষ্ঠা ১৪-১৯

অধ্যয়ন প্রবন্ধ ১১

গান ৫৭ সবার কাছে প্রচার করি

যিশুর মতো উদ্যোগের সঙ্গে প্রচার করুন

“প্রভু . . . তাঁর আগে তাদের দু-জন দু-জন করে সেইসমস্ত নগরে ও জায়গায় পাঠালেন, যেখানে তাঁর নিজের যাওয়ার কথা ছিল।”—লূক ১০:১.

আমরা কী শিখব?

আমরা চারটে বিষয়ের উপর মনোযোগ দেব, যেগুলোর মাধ্যমে আমরা যিশুর মতো উদ্যোগের সঙ্গে প্রচার করতে পারব।

১. কোন বিষয়টার জন্য যিহোবার সেবকেরা অন্যদের চেয়ে আলাদা?

যিহোবার সেবকেরা উদ্যোগের সঙ্গে প্রচার করে এবং এই ক্ষেত্রে তারা অনেক পরিশ্রম করে। তাই, আমরা সেই লোকদের থেকে অনেক আলাদা, যারা যিশুর শিষ্য হওয়ার দাবি করে। (তীত ২:১৪) কিন্তু, হতে পারে কখনো কখনো আপনি প্রচার কাজ করে খুব একটা আনন্দ পাচ্ছেন না অথবা এই কাজের জন্য আপনার মধ্যে হয়তো ততটাও উদ্যোগ নেই। আপনি হয়তো এই পরিশ্রমী প্রাচীনের মতো এইরকম অনুভব করেন, যিনি বলেছিলেন: “কখনো কখনো প্রচার করতে আমার ইচ্ছাই করে না।”

২. প্রচার কাজে আমাদের উদ্যোগ বজায় রাখা কখনো কখনো কেন কঠিন হতে পারে?

২ হতে পারে, প্রচার কাজ করার চেয়ে যিহোবার সেবার সঙ্গে জড়িত অন্যান্য কাজগুলো করতে আমাদের আরও বেশি ভালো লাগে। যেমন, সংগঠনের নির্মাণ প্রকল্পে, ত্রাণকাজে অথবা ভাই-বোনদের উৎসাহিত করে। কারণ আমরা যখন এই কাজগুলো করি, তখন আমরা দ্রুত আমাদের পরিশ্রমের ভালো ফলাফল দেখতে পাই এবং আনন্দও লাভ করি। শুধু তা-ই নয়, আমরা যখন ভাই-বোনদের সঙ্গে থাকি, তখন আমাদের কোনো বিষয়ে চিন্তা থাকে না এবং তাদের সঙ্গে আমরা স্বচ্ছন্দে কাজ করি। এর পাশাপাশি, তারা আমাদের পরিশ্রম দেখে সেটার প্রতি উপলব্ধিও দেখায়। অন্যদিকে, হতে পারে আমরা যে-এলাকায় বছরের পর বছর ধরে প্রচার করছি, সেখানে অতটা ভালো ফলাফল আসছে না অথবা লোকেরা আমাদের বার্তা একেবারেই শুনতে চায় না। আর এই জগতের শেষ যত এগিয়ে আসছে, লোকেরা আমাদের আরও বেশি বিরোধিতা করছে। (মথি ১০:২২) তাই, আমরা আমাদের উদ্যোগ বজায় রাখার এবং এটা বৃদ্ধি করার জন্য কী করতে পারি?

৩. লূক ১৩:৬-৯ পদে দেওয়া দৃষ্টান্ত থেকে আমরা যিশু সম্বন্ধে কী শিখি?

৩ উদ্যোগের সঙ্গে প্রচার করার বিষয়ে আমরা যিশুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তিনি যখন পৃথিবীতে ছিলেন, তখন প্রচার করার জন্য তিনি নিজের উদ্যোগ কমে যেতে দেননি। এর পরিবর্তে, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও বেশি করে প্রচার করেছিলেন। (পড়ুন, লূক ১৩:৬-৯.) যিশু নিজেকে একটা দৃষ্টান্তে বলা এক বাগানের মালীর সঙ্গে তুলনা করেছিলেন। সেই মালী তিন বছর ধরে একটা ডুমুর গাছের জন্য অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু, সেটাতে একটাও ফল ধরেনি। সেই মালীর মতো যিশুও তিন বছর ধরে যিহুদিদের কাছে প্রচার করেছিলেন। কিন্তু, খুব কম লোকই তাঁর শিষ্য হয়েছিল। তা সত্ত্বেও, তিনি হাল ছেড়ে দেননি। সেই মালীর মতো তিনি নিজের উদ্যোগ বজায় রেখেছিলেন। এর পাশাপাশি, তিনি আশা রেখেছিলেন এবং লোকদের হৃদয়ে পৌঁছানোর জন্য আরও পরিশ্রম করেছিলেন।

৪. আমরা যিশু সম্বন্ধে কোন চারটে বিষয়ের উপর মনোযোগ দেব?

৪ এই প্রবন্ধে আমরা জানব যে, যিশু কীভাবে উদ্যোগের সঙ্গে প্রচার করেছিলেন, বিশেষ করে তাঁর সেবার শেষ ছয় মাসে। এই সময়ে তিনি অনেক কিছু করেছিলেন এবং অনেক বিষয় শিখিয়েছিলেন। আমরা যদি এই বিষয়গুলোর উপর মনোযোগ দিই, তা হলে আমরাও উদ্যোগের সঙ্গে প্রচার করতে পারব। এই প্রবন্ধে আমরা চারটে বিষয়ের উপর মনোযোগ দেব, যেগুলোর মাধ্যমে তিনি নিজের উদ্যোগ বজায় রাখতে পেরেছিলেন: (১) তিনি যিহোবার ইচ্ছা পূরণ করার উপর মনোযোগ দিয়েছিলেন (২) তিনি ভবিষ্যদ্‌বাণীগুলো ভালোভাবে বুঝতে পেরেছিলেন (৩) তিনি যিহোবার উপর আস্থা রেখেছিলেন এবং (৪) তিনি নিশ্চিত ছিলেন যে, কিছু লোক অবশ্যই তাঁর কথা শুনবে।

তিনি যিহোবার ইচ্ছা পূরণ করার উপর মনোযোগ দিয়েছিলেন

৫. যিশু কীভাবে দেখিয়েছিলেন যে, যিহোবার ইচ্ছা পূরণ করা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

৫ যিশু উদ্যোগের সঙ্গে লোকদের “রাজ্যের সুসমাচার” জানিয়েছিলেন কারণ তিনি জানতেন যে, ঈশ্বর তাঁকে এই জন্যই পাঠিয়েছেন। (লূক ৪:৪৩) তিনি প্রচার কাজকে নিজের জীবনে প্রথম স্থান দিয়েছিলেন। এমনকী তিনি তাঁর জীবনের শেষ মাসগুলোতেও “নগরে নগরে ও গ্রামে গ্রামে” গিয়ে লোকদের শিক্ষা দিয়েছিলেন। (লূক ১৩:২২) প্রচার কাজ তাঁর কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, তিনি আরও শিষ্যকে এই কাজের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন।—লূক ১০:১.

৬. ঈশ্বরের সেবার সঙ্গে জড়িত অন্যান্য কাজ কীভাবে প্রচার কাজের সঙ্গে যুক্ত? (ছবিগুলোও দেখুন।)

৬ বর্তমানেও সুসমাচার প্রচার করা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যিহোবা ও যিশু চান যেন আমরা এই কাজকে আমাদের জীবনে প্রথম স্থান দিই। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) ঈশ্বরের সেবার সঙ্গে জড়িত সমস্ত কাজ প্রচার কাজের সঙ্গে যুক্ত। যেমন, আমরা কিংডম হল নির্মাণ করি, যাতে যে-লোকদের কাছে আমরা প্রচার করি, তারা সেখানে এসে যিহোবার উপাসনা করতে পারে। আর বেথেলে যে-কাজগুলো করা হয়, সেগুলোর কারণে প্রচার কাজ আরও ভালোভাবে করা যায়। এ ছাড়া, ত্রাণকাজে অংশ নিয়ে আমরা শুধুমাত্র আমাদের ভাই-বোনদের সাহায্যই করি না, এর পাশাপাশি আমরা চাই তারা যত তাড়াতাড়ি সম্ভব যিহোবার সেবা শুরু করতে পারে, যেমন প্রচার কাজ। আমরা যদি মনে রাখি, প্রচার কাজ কতটা গুরুত্বপূর্ণ আর যিহোবা চান যেন আমরা এই কাজকে আমাদের জীবনে প্রথম স্থান দিই, তা হলে আমরা ক্রমাগত প্রচার করে চলব। ইয়ানোশ নামে একজন প্রাচীন ভাই, যিনি হাঙ্গেরিতে সেবা করেন, তিনি বলেন: “আমি নিজেকে এটা মনে করাই যে, ঈশ্বরের সেবার সঙ্গে জড়িত কোনো কাজই প্রচার কাজের জায়গা নিতে পারবে না। প্রচার কাজ হল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

কোলাজ: ১. একজন ভাই সংগঠনের একটা নির্মাণ প্রকল্পে কাজ করেন। ২. বেথেলে একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজের ঘর থেকে কাজ করছেন। ৩. পরে, দু-জন ভাই একসঙ্গে প্রচার কাজে অংশ নিচ্ছেন।

বর্তমানে প্রচার কাজ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর যিহোবা ও যিশু চান যেন আমরা প্রচার কাজকে আমাদের জীবনে প্রথম স্থান দিই (৬ অনুচ্ছেদ দেখুন)


৭. কেন যিহোবা চান আমরা যেন লোকদের কাছে প্রচার করে চলি? (১ তীমথিয় ২:৩, ৪)

৭ প্রচার কাজ করার জন্য আমাদের উদ্যোগ বৃদ্ধি করার আরও একটা উপায় হল, লোকদের সম্বন্ধে সেইরকম দৃষ্টিভঙ্গি রাখা, যেমনটা যিহোবার রয়েছে। যিহোবা চান যেন যত বেশি সম্ভব লোক সুসমাচার শোনে এবং সত্য গ্রহণ করে। (পড়ুন, ১ তীমথিয় ২:৩, ৪.) তাই, যিহোবা আমাদের শেখাচ্ছেন যেন আমরা লোকদের কাছে ভালোভাবে সুসমাচার জানাতে পারি এবং তাদের জীবন রক্ষা পেতে পারে। যেমন, যিহোবা আমাদের লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন ব্রোশার দিয়েছেন। এই ব্রোশারে অনেক ভালো পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলোর সাহায্যে আমরা লোকদের সঙ্গে সহজেই কথাবার্তা শুরু করতে পারব এবং যিশুর শিষ্য হতে তাদের সাহায্য করতে পারব। কিন্তু, তা সত্ত্বেও লোকেরা সুসমাচার শোনার পর কোনো পদক্ষেপ না-ও নিতে পারে। তবে, পরবর্তী সময়ে তাদের এই বিষয়গুলো মনে পড়তে পারে এবং মহাক্লেশ শেষ হওয়ার আগেই তারা যিহোবার সেবা শুরু করতে পারে। তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন বর্তমানে আমরা লোকদের কাছে প্রচার করে চলি।

তিনি বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো ভালোভাবে বুঝেছিলেন

৮. বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো জানা কীভাবে যিশুকে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করেছিল?

৮ যিশু জানতেন যে, বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো কীভাবে পরিপূর্ণ হবে। যেমন তিনি জানতেন, পৃথিবীতে তিনি মাত্র সাড়ে তিন বছর সেবা করতে পারবেন। (দানি. ৯:২৬, ২৭) যিশু এও জানতেন যে, তিনি কখন এবং কীভাবে মারা যাবেন। (লূক ১৮:৩১-৩৪) তিনি এই ভবিষ্যদ্‌বাণীর পাশাপাশি অন্যান্য ভবিষ্যদ্‌বাণীও জানতেন। আর তাই, তিনি সময়কে সঠিকভাবে ব্যবহার করেছিলেন এবং উদ্যোগের সঙ্গে প্রচার করেছিলেন, যাতে তিনি যিহোবার দেওয়া কার্যভার সম্পন্ন করতে পারেন।

৯. বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো ভালোভাবে বোঝা কীভাবে আমাদের উদ্যোগের সঙ্গে প্রচার করতে সাহায্য করবে?

৯ আমরা বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো ভালোভাবে বুঝি, তাই আমরা উদ্যোগের সঙ্গে প্রচার করি। আমরা জানি যে, এই জগতের শেষ খুবই কাছে এবং আমাদের কাছে খুব অল্প সময় বাকি রয়েছে। বর্তমানে জগতে যে-ঘটনাগুলো ঘটছে এবং লোকদের মধ্যে যে-আচার-আচরণ দেখা যাচ্ছে, সেটা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি, শেষকালের বিষয়ে করা ভবিষ্যদ্‌বাণীগুলো পরিপূর্ণ হচ্ছে। এ ছাড়া, ভবিষ্যদ্‌বাণীতে বলা হয়েছে যে, “শেষকালে” “উত্তর দেশের রাজা” এবং “দক্ষিণ দেশের রাজা” নিজেদের মধ্যে লড়াই করবে। আর আমরা এমনটাই হতে দেখছি। বর্তমানে অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি এবং রাশিয়া আর তার সহযোগীরা নিজেদের মধ্যে লড়াই করছে। (দানি. ১১:৪০) শুধু তা-ই নয়, আমরা জানি যে, দানিয়েল ২:৪৩-৪৫ পদে বলা মূর্তির পা অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তিকে চিত্রিত করে। আর আমরা পুরোপুরি নিশ্চিত, যেমনটা ভবিষ্যদ্‌বাণীতে বলা হয়েছে, খুব শীঘ্রই ঈশ্বরের রাজ্য সমস্ত মানব সরকারকে ধ্বংস করে দেবে। এই ভবিষ্যদ্‌বাণীগুলো থেকে আমরা বুঝতে পারি যে, শেষ খুবই কাছে! তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেন সময়কে সঠিকভাবে ব্যবহার করি এবং উদ্যোগের সঙ্গে সুসমাচার প্রচার করি।

১০. বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো আর কোন উপায়ে প্রচার করার বিষয়ে আমাদের উদ্যোগকে আরও বাড়িয়ে দেয়?

১০ বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলোর উপর মনোযোগ দিয়ে আমরা ভবিষ্যতের বিষয়ে এক প্রত্যাশা লাভ করি, যেটার বিষয়ে আমরা সবাইকে বলতে চাই। ডোমিনিক্যান প্রজাতন্ত্রে থাকা ক্যারি বলেন, “আমি যখন এই বিষয়ে চিন্তা করি যে, যিহোবা আমাদের কত অপূর্ব ভবিষ্যৎ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, তখন আমার এই বিষয়ে অন্যদেরও জানাতে খুব ইচ্ছা হয়। আমি যখন দেখি, লোকেরা কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি অনুভব করি, ঈশ্বর যে-প্রতিজ্ঞা করেছেন, সেটা শুধুমাত্র আমার জন্যই নয় বরং তাদের জন্যও প্রযোজ্য।” বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো থেকে জানা যায় যে, যিহোবা এই কাজে আমাদের সঙ্গে রয়েছেন, তাই আমরা প্রচার করা থেকে পিছিয়ে যাই না। হাংগেরিতে থাকা ল্যায়লা বলেন, “যিশাইয় ১১:৬-৯ পদ অনুযায়ী আমি বুঝতে পেরেছি যে, যিহোবার সাহায্যে যেকোনো ব্যক্তি পরিবর্তিত হতে পারে। এর থেকে আমি উৎসাহিত হই, আমি যেন সেই সমস্ত লোকের কাছেও সুসমাচার জানাই, যাদের দেখে মনে হয় যে, তারা কখনো সত্য গ্রহণ করবে না।” জাম্বিয়াতে থাকা ক্রিস্টোফার বলেন, “মার্ক ১৩:১০ পদে যেমনটা বলা রয়েছে, বর্তমানে সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করা হচ্ছে আর আমি খুব খুশি যে, আমিও এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে অংশ নিতে পারছি।” বাইবেলের কোন ভবিষ্যদ্‌বাণীগুলো থেকে আপনি প্রচার করার বিষয়ে উৎসাহিত হন?

তিনি যিহোবার উপর আস্থা রেখেছিলেন

১১. উদ্যোগের সঙ্গে প্রচার করার জন্য যিশুর কেন যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রাখার প্রয়োজন ছিল? (লূক ১২:৪৯, ৫৩)

১১ যিশু যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রেখেছিলেন, তাই তিনি উদ্যোগের সঙ্গে প্রচার করতে পেরেছিলেন। তিনি জানতেন, কিছু লোক সুসমাচার শুনে রেগে যাবে এবং তাঁর বিরোধিতাও করবে। তাই, যিশু লোকদের সঙ্গে খুবই ভেবে-চিন্তে কথা বলতেন। (পড়ুন, লূক ১২:৪৯, ৫৩.) প্রচার করার কারণে ধর্ম গুরুরা অনেক বার যিশুকে মেরে ফেলার চেষ্টা করেছিল। (যোহন ৮:৫৯; ১০:৩১, ৩৯) তারপরও, যিশু প্রচার করে চলেছিলেন কারণ তিনি জানতেন, যিহোবা তাঁর সঙ্গে রয়েছেন। তিনি বলেছিলেন, “আমি একা নই, কিন্তু আমার পিতা আমার সঙ্গে রয়েছেন, যিনি আমাকে পাঠিয়েছেন . . . তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সবসময় সেই কাজগুলোই করি, যেগুলোতে তিনি খুশি হন।”—যোহন ৮:১৬, ২৯.

১২. যিশু কীভাবে তাঁর শিষ্যদের প্রস্তুত করেছিলেন, যাতে তাদের উপর তাড়না করা হলেও তারা প্রচার করে চলে?

১২ যিশু তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন, তারা যেন যিহোবার উপর আস্থা রাখে। তিনি তাদের বার বার মনে করিয়ে দিয়েছিলেন যে, যখন তাদের উপর তাড়না করা হবে, তখনও যিহোবা তাদের সাহায্য করবেন। (মথি ১০:১৮-২০; লূক ১২:১১, ১২) কিন্তু, তিনি তাঁর শিষ্যদের এটাও বলেছিলেন, তারা যেন সুসমাচার প্রচার করার সময় সতর্ক থাকে। (মথি ১০:১৬; লূক ১০:৩) আর কেউ যদি তাদের বার্তা শুনতে না চায়, তা হলে তারা যেন কাউকে জোরাজুরি না করে। (লূক ১০:১০, ১১) আর তাদের উপর তাড়না করা হলে তারা যেন সেই স্থান থেকে পালিয়ে যায়। (মথি ১০:২৩) যিশু উদ্যোগের সঙ্গে প্রচার করেছিলেন এবং যিহোবার উপর আস্থা রেখেছিলেন, তবে তিনি অযথা কোনো বিপদ ডেকে আনেননি।—যোহন ১১:৫৩, ৫৪.

১৩. কেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা আপনাকে সাহায্য করবেন?

১৩ বর্তমানেও আমাদের কাজের বিরোধিতা করা হয়, তাই উদ্যোগের সঙ্গে সুসমাচার প্রচার করার জন্য আমাদের যিহোবার সাহায্যের প্রয়োজন। (প্রকা. ১২:১৭) কিন্তু, আপনি কেন নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা আপনাকে সাহায্য করবেন? যোহন ১৭ অধ্যায়ে বলা যিশুর প্রার্থনার উপর মনোযোগ দিন। যিশু যিহোবার কাছে বিনতি করেছিলেন, তিনি যেন তাঁর প্রেরিতদের যত্ন নেন আর যিহোবা তাঁর প্রার্থনা শুনেছিলেন। আমরা প্রেরিত বইতে পড়েছি, যখন তাদের উপর তাড়না করা হয়েছিল, তখন উদ্যোগের সঙ্গে প্রচার করার জন্য যিহোবা কীভাবে তাদের সাহায্য করেছিলেন। যিশু তাঁর পিতার কাছে সেই লোকদেরও যত্ন নেওয়ার জন্য বলেছিলেন, যারা প্রেরিতদের কাছ থেকে সুসমাচার জেনে তাঁর উপর বিশ্বাস করবে। আপনিও তাদের মধ্যে একজন। যিহোবা আজও যিশুর প্রার্থনার উত্তর দিচ্ছেন। তাই আপনি নিশ্চিত থাকতে পারেন, যেমন যিহোবা প্রেরিতদের সাহায্য করেছিলেন, তেমন তিনি আপনাকেও সাহায্য করবেন।—যোহন ১৭:১১, ১৫, ২০.

১৪. আমরা কেন নিশ্চিত থাকতে পারি যে, সমস্যা সত্ত্বেও আমরা উদ্যোগের সঙ্গে প্রচার করে চলতে পারি? (ছবিও দেখুন।)

১৪ শেষ যত এগিয়ে আসবে, সুসমাচার প্রচার করা ততই হয়তো আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। কিন্তু, যিশু আমাদের আশ্বস্ত করেছিলেন যে, উদ্যোগের সঙ্গে প্রচার করতে তিনি আমাদের সাহায্য করবেন। (লূক ২১:১২-১৫) আমরা যিশু এবং তাঁর শিষ্যদের মতো সেই লোকদের সুসমাচার জানাই, যারা তা শুনতে চায় এবং আমরা কারো সঙ্গে তর্ক করি না। যে-দেশগুলোতে আমাদের প্রচার কাজে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানেও ভাই-বোনেরা সুসমাচার প্রচার করে চলছে কারণ তারা নিজেদের শক্তির উপর নয় বরং যিহোবার উপর নির্ভর করে। যিহোবা যেমন প্রথম শতাব্দীতে খ্রিস্টানদের শক্তি দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি বর্তমানেও আমাদের শক্তি দেন, যাতে যতদিন তিনি চান, ততদিন পর্যন্ত আমরা “প্রচার কাজ পূর্ণরূপে সম্পন্ন” করতে পারি। (২ তীম. ৪:১৭) তাই, আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবার উপর আস্থা রাখলে আপনি উদ্যোগের সঙ্গে প্রচার করে চলতে পারবেন।

যে-জায়গাগুলোতে আমাদের কাজের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানেও ভাই-বোনেরা সতর্কতার সঙ্গে সুসমাচার জানায় (১৪ অনুচ্ছেদ দেখুন)a


তিনি নিশ্চিত ছিলেন, কিছু লোক অবশ্যই সুসমাচার শুনবে

১৫. কেন আমরা বলতে পারি, যিশু নিশ্চিত ছিলেন যে, কিছু লোক অবশ্যই সুসমাচার শুনবে?

১৫ যিশু নিশ্চিত ছিলেন, কিছু লোক অবশ্যই সুসমাচার শুনবে। তাই, তিনি উদ্যোগের সঙ্গে প্রচার করেছিলেন। উদাহরণ স্বরূপ, ৩০ সালের শেষের দিকে যিশু যখন দেখেছিলেন যে, অনেক লোক সুসমাচার শোনার জন্য প্রস্তুত রয়েছে, তখন তিনি তাদের এমন একটা শস্যখেতের সঙ্গে তুলনা করেছিলেন, যেটা কাটার জন্য পেকে গিয়েছে। (যোহন ৪:৩৫) এর প্রায় এক বছর পর তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন, “শস্য প্রচুর।” (মথি ৯:৩৭, ৩৮) এর কিছু সময় পর যিশু আরও একবার বলেছিলেন, “শস্য প্রচুর . . . অতএব শস্যখেতের প্রভুর কাছে বিনতি করো, যেন তিনি নিজ শস্যখেতে আরও মজুর পাঠান।” (লূক ১০:২) যিশু পুরোপুরি নিশ্চিত ছিলেন যে, কিছু লোক অবশ্যই সুসমাচার গ্রহণ করবে এবং লোকেরা যখন তা করেছিল, তখন তিনি অনেক খুশি হয়েছিলেন।—লূক ১০:২১.

১৬. যিশুর দৃষ্টান্তগুলো থেকে কীভাবে জানা যায় যে, অনেক লোক সুসমাচার গ্রহণ করবে? (লূক ১৩:১৮-২১) (ছবিও দেখুন।)

১৬ যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, তারা যেন এই বিষয়টার উপর সম্পূর্ণ মনোযোগ দেয় যে, প্রচার করলে কত ভালো ফল পাওয়া যায়। এমনটা করার মাধ্যমে তারা উদ্যোগের সঙ্গে প্রচার করে চলতে পারবে। এই বিষয়টা বোঝার জন্য যিশু তাদের দুটো দৃষ্টান্ত দিয়েছিলেন। (পড়ুন, লূক ১৩:১৮-২১.) যিশু বলেছিলেন, রাজ্যের বার্তা সরষেদানার মতো। এই দৃষ্টান্ত ব্যবহার করে তিনি বুঝিয়েছিলেন যে, অনেক লোক সুসমাচার গ্রহণ করবে এবং কেউই এই কাজে বাধা দিতে পারবে না। যিশু এটাও বলেছিলেন, রাজ্যের বার্তা খামিরের মতো কারণ এই বার্তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তা শুনে লোকেরা নিজেদের মধ্যে বড়ো বড়ো পরিবর্তন করবে, এমনকী দ্রুত এর ফলাফল দেখা না গেলেও। এভাবে, যিশু তাঁর শিষ্যদের আশ্বাস দিয়েছিলেন যে, অনেক লোক সুসমাচার গ্রহণ করবে।

দু-জন বোন একটা ব্যস্ত রাস্তার পাশে ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক লোক না থেমে পাশ থেকে চলে যাচ্ছে।

যিশুর মতো আমরাও নিশ্চিত যে, কিছু লোক অবশ্যই সুসমাচার শুনবে (১৬ অনুচ্ছেদ দেখুন)


১৭. কেন আমাদের উদ্যোগের সঙ্গে প্রচার করে চলতে হবে?

১৭ আজ সারা পৃথিবীতে অনেক লোক সুসমাচার গ্রহণ করছে আর তা দেখে আমরা উদ্যোগের সঙ্গে প্রচার কাজ করে চলেছি। প্রতি বছর কোটি কোটি লোক স্মরণার্থ সভায় যোগ দেয় এবং আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করে। আর লক্ষ লক্ষ ব্যক্তি বাপ্তিস্ম নিয়ে আমাদের সঙ্গে প্রচার করতে শুরু করে। আমরা এটা জানি না যে, আর কত লোক সুসমাচার গ্রহণ করবে, কিন্তু আমরা এটা জানি, যিহোবা এক বিরাট জনতাকে একত্রিত করছেন, যারা মহাক্লেশ পার হয়ে আসবে। (প্রকা. ৭:৯, ১৪) শস্যখেতের প্রভু নিশ্চিত যে, এখনও অনেক লোক সুসমাচার গ্রহণ করবে। তাই আসুন, আমরা উদ্যোগের সঙ্গে প্রচার করে চলি!

১৮. লোকেরা আমাদের বিষয়ে কী বলুক বলে আমরা চাই?

১৮ যিশুর শিষ্যেরা সবসময় উদ্যোগের সঙ্গে প্রচার করেছিল। প্রথম শতাব্দীতে লোকেরা যখন দেখেছিল, যিশুর প্রেরিতেরা উদ্যোগ ও সাহসের সঙ্গে প্রচার করছে, তখন “তারা চিনতে পেরেছিল, এরা যিশুর সঙ্গে ছিলেন।” (প্রেরিত ৪:১৩) আসুন, আমরাও তাদের মতো সাহস ও উদ্যোগের সঙ্গে প্রচার করে চলি, তখন লোকেরাও হয়তো আমাদের দেখে বলবে যে, আমরা যিশুর শিষ্য!

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • যিশু কীভাবে প্রচার কাজের প্রতি উদ্যোগ দেখিয়েছিলেন এবং কীভাবে আমরা তাঁর মতো উদ্যোগী হতে পারি?

  • যিশু কীভাবে যিহোবার উপর আস্থা রেখেছিলেন এবং আমরা কীভাবে তাঁর মতো হতে পারি?

  • যিশু কোন বিষয়ে নিশ্চিত ছিলেন এবং আমরা সেটা থেকে কী শিখতে পারি?

গান ৫৮ শান্তিপ্রিয় লোকদের খুঁজি

a ছবি সম্বন্ধে বর্ণনা: একজন ভাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছেন এবং সতর্কতার সঙ্গে একজন ব্যক্তিকে সাক্ষ্য দিচ্ছেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার