৭ ঈশ্বর কি আমাদের প্রার্থনার উত্তর দেবেন?
ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর সত্যিই দেন কি না, তা অনেক লোকে জানার চেষ্টা করে। বাইবেল বলে, যিহোবা ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। কিন্তু, তিনি সেগুলোর উত্তর দেবেন কি না, তা আমাদের উপরও নির্ভর করে।
যিশু তাঁর সময়কার ধর্মীয় নেতাদের নিন্দা করেছিলেন কারণ তারা শুধুমাত্র লোকদের দেখানোর জন্য প্রার্থনা করত। তাই যিশু তাদের বিষয়ে বলেছিলেন, “তারা তাদের পুরস্কার পুরোপুরি পেয়ে গিয়েছে” অর্থাৎ তারা লোকদের কাছ থেকে প্রশংসা পেত ঠিকই, কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দিতেন না। (মথি ৬:৫) একইভাবে, বর্তমানে অনেকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে প্রার্থনা করে না। তারা শুধুমাত্র নিজেদের ইচ্ছা পূর্ণ করার জন্য প্রার্থনা করে। কিন্তু আমরা শিখেছি, ঈশ্বর এই ধরনের প্রার্থনার উত্তর দেন না।
ঈশ্বর কি আপনার প্রার্থনার উত্তর দেবেন? আপনি কোন জাতির বা কোন দেশে থাকেন কিংবা লোকেরা আপনার বিষয়ে কী চিন্তা করে, ঈশ্বর তা দেখেন না। কারণ বাইবেল আমাদের জানায়: “ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।” (প্রেরিত ১০:৩৪, ৩৫) আপনি কি ঈশ্বরকে ভয় করেন এবং সঠিক কাজ করেন? ঈশ্বরকে ভয় করার অর্থ হল, তাঁকে সম্মান করা এবং এমন কিছু করা এড়িয়ে চলা, যা তিনি পছন্দ করেন না। সঠিক কাজ করার অর্থ হল, ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক, তা করা; আমাদের কিংবা অন্য লোকের চোখে যা সঠিক, তা করা নয়। আমরা যদি বাইবেলের এই নির্দেশনা পালন করি, তা হলে ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনার উত্তর দেবেন।a
অনেকেই চায়, ঈশ্বর যেন অলৌকিকভাবে তাদের প্রার্থনার উত্তর দেন। কিন্তু, আমাদের এমনটা আশা করা উচিত নয়। আগেকার দিনে শুধুমাত্র কয়েক বারই ঈশ্বর অলৌকিকভাবে প্রার্থনার উত্তর দিয়েছিলেন। এক-এক সময় ঈশ্বর শত শত বছর ধরে কোনো অলৌকিক কাজ করেননি। আর এমনকী প্রেরিতদের মৃত্যুর পর অলৌকিক কাজ বন্ধই হয়ে যায়। (১ করিন্থীয় ১৩:৮-১০) তাহলে এর অর্থ কি এই যে, ঈশ্বর বর্তমানে আমাদের প্রার্থনার উত্তর দেন না? না, এমনটা নয়। আসুন দেখি, ঈশ্বর কীভাবে প্রার্থনার উত্তর দেন।
ঈশ্বর প্রজ্ঞা দেন। বাইবেল বলে যে, যিহোবাই হলেন প্রজ্ঞার একমাত্র উৎস। যারা তাঁর কাছে প্রজ্ঞার জন্য অনুরোধ করে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী চলে, যিহোবা অবশ্যই তাদের প্রজ্ঞা দেবেন।—যাকোব ১:৫.
ঈশ্বর তাঁর শক্তি অর্থাৎ পবিত্র শক্তি দেন। পবিত্র শক্তির মতো আর কোনো শক্তি নেই। এটার সাহায্যে আমরা কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারি। আর আমরা যখন হতাশ হয়ে পড়ি, তখন এটা আমাদের সাহস ও মনের শান্তি জোগায়। এ ছাড়া, ঈশ্বরের পবিত্র শক্তির সাহায্যে আমরা ভালো ভালো গুণ গড়ে তুলতে পারব। (গালাতীয় ৫:২২, ২৩) যিশু তাঁর অনুসারীদের বলেছিলেন যে, তারা যদি ঈশ্বরের কাছে পবিত্র শক্তি চায়, তা হলে ঈশ্বর তাদের অবশ্যই তা দেবেন।—লূক ১১:১৩.
যারা ঈশ্বর সম্বন্ধে জানতে চায়, তিনি তাদের সাহায্য করেন। (প্রেরিত ১৭:২৬, ২৭) সারা পৃথিবীতে অনেকেই জানতে চায়, ঈশ্বরের নাম কী, কেন তিনি পৃথিবী ও মানুষ সৃষ্টি করেছেন এবং কীভাবে তারা তাঁর বন্ধু হয়ে উঠতে পারে। (যাকোব ৪:৮) এই প্রশ্নগুলোর উত্তর বাইবেল থেকে খুঁজে পেতে যিহোবার সাক্ষিরা লোকদের সাহায্য করে।
আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য এই পত্রিকাটা পড়ছেন? আপনিও কি ঈশ্বর সম্বন্ধে জানতে চান? এই পত্রিকার মাধ্যমেই হয়তো ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিয়েছেন!
a কীভাবে ঈশ্বর প্রার্থনার উত্তর দেন, সেই সম্বন্ধে আরও জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৭ অধ্যায় দেখুন।