ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৭/১ পৃষ্ঠা ২৮-৩২
  • আপনার পরিবারের পরিত্রাণের জন্য পরিশ্রম করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার পরিবারের পরিত্রাণের জন্য পরিশ্রম করুন
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • খ্রীষ্টীয় পিতামাতারা ও তাদের ভূমিকা
  • তাদের মানসিক চাহিদাগুলির যত্ন নেওয়া
  • তাদের আধ্যাত্মিক চাহিদার যত্ন নেওয়া
  • ধার্মিকতায় অনুশাসন করা
  • এক-অভিভাবক পরিবার ও সৎপরিবার
  • আপনার পরিবারের পরিত্রাণের জন্য কাজ করেই চলুন!
  • আপনার সন্তানকে শিশুকাল থেকেই প্রশিক্ষণ দিন
    পারিবারিক সুখের রহস্য
  • একক বাবা অথবা মায়ের পরিবারগুলো সফল হতে পারে!
    পারিবারিক সুখের রহস্য
  • প্রেমে শাসন করার মূল্য
    আপনার পারিবারিক জীবন সুখী করা
  • বাবামারা—আপনাদের সন্তানদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৭/১ পৃষ্ঠা ২৮-৩২

আপনার পরিবারের পরিত্রাণের জন্য পরিশ্রম করুন

“প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।”​—⁠ইফিষীয় ৬:⁠৪.

১, ২. বর্তমানে পিতামাতারা কোন্‌ চ্যালেঞ্জের সম্মুখীন হন?

একটি জনপ্রিয় পত্রিকা, সেটিকে বলে বিপ্লব। সম্প্রতি বছরগুলিতে পরিবারে যে আশ্চর্যজনক পরিবর্তন দেখা দিয়েছে সেই সম্বন্ধে এই প্রবন্ধটিতে বর্ণনা করা হয়। বলা হয় যে এইগুলি হল “অতিমাত্রায় বিবাহবিচ্ছেদ, পুনর্বিবাহ, পুনরায় বিবাহবিচ্ছেদ, অবৈধতা এবং অখণ্ড পরিবারে নতুন নতুন উদ্বিগ্নতা আসার পরিণাম।” সেই প্রকৃতির মানসিক চাপ ও উদ্বিগ্নতা আশ্চর্যজনক নয় কারণ বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে “শেষকালে” লোকে “বিষম সময়ের” সম্মুখীন হবে।​—⁠২ তীমথিয় ৩:​১-৫.

২ সুতরাং, বর্তমানে পিতামাতারা তাদের পূর্বপুরুষদের অজানা সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন। আমাদের মধ্যে কিছু পিতামাতারা তাদের ছেলেমেয়েদের “শিশুকাল” থেকে ঈশ্বরীয় পথে মানুষ করে তুললেও, সবেমাত্র সম্প্রতি বহু পরিবার ‘সত্যে চলতে’ আরম্ভ করেছে। (২ তীমথিয় ৩:১৫; ৩ যোহন ৪) পিতামাতারা যখন ছেলেমেয়েদের ঈশ্বরের পথ শিখতে আরম্ভ করেন তখন হয়ত তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। এছাড়া, আমাদের মাঝে বৃদ্ধিরত সংখ্যায় এক-অভিভাবক পরিবার এবং সৎপরিবারদের দেখা যায়। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, প্রেরিত পৌলের পরামর্শ প্রযোজ্য হয়: “প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।”​—⁠ইফিষীয় ৬:⁠৪.

খ্রীষ্টীয় পিতামাতারা ও তাদের ভূমিকা

৩, ৪. (ক) কোন্‌ বিষয়গুলি পিতার ভূমিকাকে ম্লান করে দিয়েছে? (খ) খ্রীষ্টান পিতাদের অন্নসংস্থানকারী ছাড়াও কেন আরও কিছু হতে হবে?

৩ লক্ষ্য করুন যে পৌল ইফিষীয় ৬:৪ পদে ‘পিতাদের’ উদ্দেশ্য করে বলেন। একজন লেখক বলেন যে আগেকার দিনে “ছেলেমেয়েদের নৈতিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিতারা দায়িত্বশীল ছিলেন; ছেলেমেয়েদের বিদ্যা শিক্ষার বিষয়ে পিতারা দায়িত্বশীল ছিলেন। . . . কিন্তু শিল্প বিপ্লব সেই ঘনিষ্ঠতাকে কেড়ে নেয়; কারখানায় ও পরবর্তীকালে অফিসে কাজ করার জন্য পিতারা তাদের ক্ষেত-খামার, দোকান-হাট ছেড়ে দেন, ছেড়ে দেন তাদের ঘর-বাড়ি। পিতারা এককালে যে কাজগুলি করতেন সেই সকল কাজগুলি মাতারা করতে আরম্ভ করেন। ক্রমাগত পিতৃত্ব হয়ে ওঠে শুধুমাত্র নামের জন্য।”

৪ খ্রীষ্টীয় পুরুষেরা: ছেলেমেয়েদের শিক্ষা ও মানুষ করে তোলার ভার স্ত্রীয়ের উপর ছেড়ে দিয়ে শুধুমাত্র অন্নসংস্থানকারী হয়ে সন্তুষ্ট থাকবেন না। প্রাচীনকালের পিতাদের হিতোপদেশ ২৪:২৭ পদ বলে: “বাহিরে তোমার কার্য্যের আয়োজন কর, ক্ষেত্রে আপনার জন্য তাহা সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।” সেইভাবে বর্তমানে, চাকুরিজীবী হিসাবে, আপনাকে হয়ত জীবিকা উপার্জনের জন্য দীর্ঘ সময়ের জন্য কঠিন শ্রম করতে হয়। (১ তীমথিয় ৫:⁠৮) কিন্তু, পরে আপনার ‘ঘর বাঁধার’ জন্য ​—⁠মানসিক ও আধ্যাত্মিকভাবে​—⁠দয়া করে সময় করে নিন।

৫. খ্রীষ্টান স্ত্রীয়েরা তাদের পরিবারের পরিত্রাণের জন্য কিভাবে কাজ করেন?

৫ খ্রীষ্টীয় স্ত্রীয়েরা: আপনার পরিবারের পরিত্রাণের জন্য আপনাকেও শ্রম করতে হবে। হিতোপদেশ ১৪:১ পদ বলে: “স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে।” বিবাহসঙ্গী হিসাবে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার ও আপনার স্বামীর দায়িত্ব আছে। (হিতোপদেশ ২২:৬; মালাখি ২:১৪) এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ছেলেমেয়েদের শাসন করা, খ্রীষ্টীয় সভা ও ক্ষেত্র পরিচর্যার জন্য তাদের প্রস্তুত করা অথবা এমনকি পারিবারিক বাইবেল অধ্যয়নও পরিচালনা করা যখন আপনার স্বামী তা করতে পারেন না। ছেলেমেয়েদের ঘরের কাজকর্ম, উত্তম আচরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য বিভিন্ন সাহায্যকারী বিষয়গুলি শিখাতেও আপনি অনেকটা সাহায্য করতে পারেন। (তীত ২:⁠৫) যখন স্বামী ও স্ত্রী এইভাবে একসঙ্গে কাজ করেন তখন তারা ছেলেমে- য়েদের চাহিদাগুলি মিটাতে পারেন। সেই সকল চাহিদাগুলি কী কী?

তাদের মানসিক চাহিদাগুলির যত্ন নেওয়া

৬. সন্তানের মানসিক বৃদ্ধির ক্ষেত্রে পিতা ও মাতা কী ভূমিকা পালন করতে পারেন?

৬ যখন “স্তন্যদাত্রী নিজ বৎসদিগের লালন পালন করে” তখন তারা নিরাপদ, সুরক্ষিত বোধ করে ও তাদের ভালবাসা হচ্ছে বলে মনে করে। (১ থিষলনীকীয় ২:৭; গীতসংহিতা ২২:⁠৯) তাদের ছেলেমেয়েদের প্রতি অতিমাত্রায় মনোযোগ দেন না এমন মা খুব কমই আছেন। ভাববাদী যিশাইয় জিজ্ঞাসা করেন: “স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ব্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না?” (যিশাইয় ৪৯:১৫) সুতরাং মায়েরা ছেলেমেয়েদের মানসিক বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। কিন্তু পিতামাতারাও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। পরিবার পরামর্শদাতা পল্‌ লুইস্‌ বলেন: “আমার কোন সমাজসেবকই কোন [অপরাধী] বালকের কাছে এই কথা শোনেনি যে তার বাবার সাথে তার ভাল সম্পর্ক ছিল। একশো জনের মধ্যে একজনও বলেননি।”

৭, ৮. (ক) যিহোবা ঈশ্বর ও তাঁর পুত্রের মধ্যে যে বন্ধন আছে তার কী প্রমাণ পাওয়া যায়? (খ) কিভাবে পিতারা সন্তানদের সাথে এক প্রেমময় বন্ধন গড়ে তুলতে পারেন?

৭ তাই খ্রীষ্টীয় পিতাদের তাদের ছেলেমেয়েদের সঙ্গে সযত্নে প্রেমময় বন্ধন গড়ে তোলা খুবই জরুরি। উদাহরণস্বরূপ, যিহোবা ঈশ্বর ও যীশু খ্রীষ্টকে বিবেচনা করুন। যীশু বাপ্তিস্ম নেওয়ার সময়ে যিহোবা বলেন: “তুমি আমার প্রিয় পুত্র তোমাতেই আমি প্রীত।” (লূক ৩:২২) ওই কয়েকটি শব্দের মধ্যে অনেক কিছু প্রকাশ পায়! যিহোবা (১) তাঁর পুত্রকে স্বীকার করেন (২) যীশুর প্রতি তাঁর প্রেম প্রকাশ্যে ঘোষণা করেন এবং (৩) যীশুর প্রতি তাঁর সম্মতি প্রকাশ করেন। কিন্তু, শুধুমাত্র এই একটি সময়েই যিহোবা তাঁর পুত্রের প্রতি প্রেম প্রকাশ করেননি। যীশু পরবর্তীকালে তাঁর পিতাকে বলেন: “জগৎ পত্তনের পূর্ব্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে।” (যোহন ১৭:২৪) তাহলে প্রকৃতপক্ষে, সকল বাধ্য ছেলে ও মেয়েদের কি পিতার স্বীকৃতি, প্রেম ও সম্মতির প্রয়োজন নেই?

৮ আপনি যদি একজন পিতা হন, তাহলে আপনি নিয়মিত উপযুক্ত দৈহিক ও মৌখিক ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করে ছেলেমেয়েদের সাথে আপনার প্রেমময় বন্ধনটি দৃঢ় করতে পারেন। এটি সত্য যে, কিছু পুরুষদের ক্ষেত্রে প্রকাশ্যে স্নেহ প্রদর্শন করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যদি তারা কখনও তাদের পিতার কাছ থেকে প্রকাশ্যে সেই স্নেহ না পেয়ে থাকেন। কিন্তু আপনার ছেলেমেয়েদের প্রতি ভালবাসা দেখাবার এমনকি এই অপটু প্রচেষ্টাও শক্তিশালী প্রভাব আনতে পারে। কারণ “প্রেমই গাঁথিয়া তোলে।” (১ করিন্থীয় ৮:⁠১) আপনার পিতৃসুলভ প্রেমের জন্য যদি আপনার ছেলেমেয়েরা সুরক্ষিত বোধ করে, তাহলে তারা ‘নিজ বৎসের’ মত হতে ইচ্ছুক হবে ও আপনার কাছে সব কিছু অকপটে ব্যক্ত করবে।​—⁠হিতোপদেশ ৪:⁠৩.

তাদের আধ্যাত্মিক চাহিদার যত্ন নেওয়া

৯. (ক) ঈশ্বর-ভীরু ইস্রায়েলীয় পিতামাতারা কিভাবে তাদের পরিবারের আধ্যাত্মিক চাহিদার যত্ন নিতেন? (খ) সন্তানদের রীতিগত নয় এমনভাবে শিক্ষা দিতে খ্রীষ্টানদের কী কী সুযোগ আছে?

৯ ছেলেমেয়েদেরও আধ্যাত্মিক চাহিদা আছে। (মথি ৫:⁠৩) মোশি ইস্রায়েলীয় পিতামাতাদের উৎসাহ দিয়েছিলেন: “এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্ব্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্তের কথোপকথন করিবে।” (দ্বিতীয় বিবরণ ৬:​৬, ৭) আপনি যদি একজন খ্রীষ্টীয় পিতা অথবা মাতা হন, তাহলে আপনি রীতিবহির্ভূতরূপে শিক্ষা দিতে পারেন যেমন “পথে চলিবার সময়ে।” সমস্ত পরিবার একসঙ্গে ভ্রমণ করার সময়ে, কেনা-কাটা করার সময়ে অথবা আপনার ছেলেমেয়ের সাথে ক্ষেত্র পরিচর্যায় ঘরে-ঘরে যাওয়ার সময়ে আপনাকে এক উত্তম সুযোগ করে দেয় একটি সরল পরিস্থিতিতে শিক্ষা দেওয়ার জন্য। পরিবার একসঙ্গে কথোপকথন করার বিশেষ করে উত্তম সময় হল খাওয়ার সময়। “সেদিন যা ঘটেছে তা নিয়ে আমরা খাওয়ার সময় কথাবার্তা বলি,” বলেন একজন মা।

১০. পারিবারিক অধ্যয়ন কেন অনেকসময় চ্যালেঞ্জস্বরূপ হয় এবং পিতামাতাদের অবশ্যই কী দৃঢ় সঙ্কল্প নেওয়া উচিত?

১০ কিন্তু, আপনার ছেলেমেয়ের সাথে নিয়মিত বাইবেল অধ্যয়নের মাধ্যমে নিয়ম-মাফিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। স্বীকার্য, যে ছেলেমেয়েদের “হৃদয়ে অজ্ঞানতা বাঁধা থাকে।” (হিতোপদেশ ২২:১৫) কিছু পিতামাতারা বলেন যে তাদের ছেলেমেয়েরা সহজেই পারিবারিক বাইবেল অধ্যয়নকে নষ্ট করে দেয়। কিভাবে? অশান্ত ও বিরক্ত ভাব দেখিয়ে, মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার মত বিরক্তিজনক কিছু করে (যেমন ভাইবোনদের সাথে ঝগড়া করে) অথবা বাইবেলের মূল সত্যগুলি অজানা বলে ভান করে। যদি এটি দুই পক্ষের ইচ্ছার সংঘর্ষে পরিণত হয় তাহলে পিতামাতার ইচ্ছাটাই প্রবল হওয়া দরকার। খ্রীষ্টীয় পিতামাতাদের হাল ছেড়ে দিয়ে ছেলেমেয়েদেরই কর্তৃত্ব করতে দেওয়া উচিত নয়।​—⁠তুলনা করুন গালাতীয় ৬:⁠৯.

১১. পারিবারিক অধ্যয়ন কিভাবে উপভোগ্য করে তোলা যায়?

১১ যদি আপনার ছেলেমেয়ে পরিবার বাইবেল অধ্যয়ন উপভোগ না করে তাহলে হয়ত কিছু পরিবর্তন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, অধ্যয়নটি কি ছেলেমেয়েদের ইদানিং করা ভুল-ত্রুটি বিবেচনা করার অজুহাত হিসাবে ব্যবহার করা হচ্ছে? সেই ধরনের সমস্যাগুলি হয়ত ব্যক্তিগতভাবে আলোচনা করলে ভাল হবে। আপনার অধ্যয়ন কি নিয়মিত হয়? আপনার প্রিয় টেলিভিশন অনুষ্ঠান অথবা খেলাধূলার জন্য আপনি যদি অধ্যয়নটি বাতিল করে দেন তাহলে আপনার ছেলেমেয়েরা সেটিকে হয়ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখবে না। আপনি কি আন্তরিকভাবে ও আগ্রহের সাথে অধ্যয়ন পরিচালনা করেন? (রোমীয় ১২:⁠৮) হ্যাঁ, অধ্যয়ন উপভোগ্য হওয়া দরকার। প্রত্যেকটি ছেলেমেয়েকে এতে জড়িত করার চেষ্টা করুন। গঠনমূলক ও উৎসাহজনক মনোভাবাপন্ন হোন এবং ছেলেমেয়েদের সহযোগিতার জন্য তাদের আন্তরিকভাবে প্রশংসা করুন। বিষয়বস্তুটি শুধুমাত্র পড়ে শেষ করবেন না কিন্তু হৃদয়ে পৌঁছাতে চেষ্টা করুন।​—⁠হিতোপদেশ ২৩:১৫.

ধার্মিকতায় অনুশাসন করা

১২. অনুশাসনের অর্থ সর্বদা প্রহার নয় কেন?

১২ ছেলেমেয়েদের অনুশাসনেরও খুবই প্রয়োজন আছে। পিতামাতা হিসাবে, তাদের জন্য সীমা নির্দিষ্ট করে দেওয়া আপনার কর্তব্য। হিতোপদেশ ১৩:২৪ পদ বলে: “যে দণ্ড না দেয়, সে পুত্রকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।” কিন্তু, বাইবেল এই বলেনি যে শাসন সবসময়ে প্রহার করেই করতে হবে। হিতোপদেশ ৮:৩৩ বলে: “শাসনে অবধান কর,” এবং আমাদের বলা হয়েছে যে “বুদ্ধিমানের মনে অনুযোগ যত লাগে, হীনবুদ্ধির মনে এক শত প্রহারও তত লাগে না।”​—⁠হিতোপদেশ ১৭:১০.

১৩. সন্তানকে কিভাবে অনুশাসন করতে হবে?

১৩ কোন কোন সময়ে, প্রহার করা উপযুক্ত হতে পারে। কিন্তু ক্রোধবশত যদি তা করা হয় তাহলে তা অনেকসময় বেশি হতে পারে এবং কোন প্রভাব নাও ফেলতে পারে। বাইবেল সাবধান করে দেয়: “পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়।” (কলসীয় ৩:২১) বাস্তবিক, “উপদ্রব জ্ঞানবানকে ক্ষিপ্ত করে।” (উপদেশক ৭:⁠৭) এক তিক্ত মনোভাবাপন্ন যুবক ধার্মিক মানের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। ছেলেমেয়েদের ধার্মিকতায় দৃঢ় অথচ সমতাপূর্ণ উপায়ে শাসন করার জন্য পিতামাতাদের তাই শাস্ত্র ব্যবহার করা দরকার। (২ তীমথিয় ৩:১৬) প্রেম ও মৃদুতার সাথে ঈশ্বরীয় অনুশাসন করা হয়।​—⁠তুলনা করুন ২ তীমথিয় ২:​২৪, ২৫.a

১৪. যদি পিতামাতারা মনে করেন যে তারা রাগান্বিত হবেন, তাহলে তাদের কী করা দরকার?

১৪ অবশ্যই, “আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই।” (যাকোব ৩:⁠২) এমনকি একজন সাধারণত প্রেমময় পিতা বা মাতা পরিস্থিতির চাপে পড়ে নির্দয় কথাবার্তা বলতে অথবা ক্রোধ প্রকাশ করতে পারেন। (কলসীয় ৩:⁠৮) যদি সেই রকম ঘটে থাকে, ছেলেমেয়েকে দুঃখজনক অবস্থায় রেখে বা নিজে ক্রোধান্বিত অবস্থায় থেকে সেই দিনটি কাটিয়ে দেবেন না। (ইফিষীয় ৪:​২৬,২৭) আপনার সন্তানের সাথে বনিবনা করে নিন, যদি উপযুক্ত হয় ক্ষমা চান। (তুলনা করুন মথি ৫:​২৩, ২৪.) সেই প্রকৃতির নম্রতা প্রদর্শন হয়ত আপনাকে ও আপনার সন্তানকে ঘনিষ্ঠ করে তুলতে পারে। যদি আপনি মনে করেন যে আপনি আপনার ক্রোধ সংবরণ করতে পারছেন না এবং ক্রোধ প্রকাশ করবেনই, তাহলে মণ্ডলীর নিযুক্ত প্রাচীনদের সাহায্য গ্রহণ করুন।

এক-অভিভাবক পরিবার ও সৎপরিবার

১৫. এক-অভিভাবক পরিবারের সন্তানদের কিভাবে সাহায্য করা যায়?

১৫ কিন্তু সব ছেলেমেয়েরা পিতামাতা, উভয়েরই সমর্থন পায় না। যুক্তরাষ্ট্রে ৪ জন ছেলেমেয়েদের মধ্যে ১ জনকে একজন অভিভাবক মানুষ করে তোলেন। বাইবেলের কালে ‘পিতৃহীন সন্তানদের’ প্রায়ই দেখা যেত এবং শাস্ত্রে বারংবার তাদের সম্পর্কে চিন্তা প্রকাশ করা হয়েছে। (যাত্রাপুস্তক ২২:২২) বর্তমানে, এক-অভিভাবক খ্রীষ্টীয় পরিবার অনুরূপে চাপ ও সমস্যার সম্মুখীন হয় কিন্তু তারা এই জেনে সান্ত্বনা পায় যে যিহোবা হলেন “পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্ত্তা।” (গীতসংহিতা ৬৮:⁠৫) “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান” করতে খ্রীষ্টানদের উৎসাহ দেওয়া হয়েছে। (যাকোব ১:২৭) এক-অভিভাবক পরিবারগুলিকে সাহায্য করতে সহ-বিশ্বাসীরা অনেক কিছু করতে পারে।b

১৬. (ক) এক-অভিভাবকেরা তাদের পরিবারের জন্য কী করতে পারে? (খ) অনুশাসন করা হয়ত কষ্টকর কেন, কিন্তু কেন শাসন করা উচিত?

১৬ আপনি যদি একমাত্র অভিভাবক হন, তাহলে আপনার পরিবারের উপকারার্থে আপনি কী করতে পারেন? পারিবারিক বাইবেল অধ্যয়ন, সভায় উপস্থিতি এবং ক্ষেত্র পরিচর্যা সম্বন্ধে আপনাকে অধ্যবসায়ী হতে হবে। যদিও, ছেলেমেয়েদের অনুশাসন করা বিশেষ করে একটি কষ্টকর বিষয় হতে পারে। হয়ত আপনি এখনও মৃত্যুতে আপনার প্রিয় সাথীকে হারানোর ব্যথা বোধ করছেন। অথবা বৈবাহিক জীবনের ভাঙ্গনের জন্য আপনি হয়ত অপরাধ বোধ বা ক্রোধের সাথে যুদ্ধ করছেন। যদি দুজনে মিলে সন্তানের তত্ত্বাবধান করেন, তাহলে এমনকি আপনি হয়ত এই ভয় করতে পারেন যে আপনার সন্তান হয়ত সম্পর্কচ্যুত অথবা বিচ্ছেদকারী সাথীর সাথে থাকা পছন্দ করতে পারে। ভারসাম্য রেখে শাসন করার জন্য সেই প্রকারের পরিস্থিতি হয়ত মানসিকরূপে কষ্টকর করে তুলতে পারে। যাইহোক, বাইবেল আমাদের বলে যে “অশাসিত বালক মাতার লজ্জাজনক।” (হিতোপদেশ ২৯:১৫) অপরাধ বোধ, অনুশোচনা অথবা পূর্বের বিবাহ সঙ্গীর মানসিক চাপের প্রতি বশ্যতা স্বীকার করবেন না। যুক্তিযুক্ত ও দৃঢ় মান নির্ণয় করুন। বাইবেল নীতিগুলির সাথে আপোশ করবেন না।​—⁠হিতোপদেশ ১৩:২৪.

১৭. এক এক-অভিভাবক পরিবারে, পরিবার সদস্যের ভূমিকা কিভাবে ম্লান হতে পারে এবং তা না হতে দিতে কী করা যেতে পারে?

১৭ সমস্যা দেখা দিতে পারে যদি একজন একাকী মা তার ছেলেকে বিকল্প সঙ্গী হিসাবে দেখে​—⁠পরিবারের মস্তক​—⁠অথবা মেয়েকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে দেখে, ব্যক্তিগত সমস্যাগুলি তার উপর চাপিয়ে দেয়। তা করা অনুপযুক্ত ও সন্তানের পক্ষে বিভ্রান্তিকর হয়। যখন পিতামাতা ও সন্তানের ভূমিকা দৃঢ় থাকে না। জানিয়ে দিন যে আপনি হলেন অভিভাবক। আপনি যদি একজন মা হন এবং আপনার যদি বাইবেল-ভিত্তিক পরামর্শের প্রয়োজন থাকে তাহলে প্রাচীন অথবা হয়ত পরিপক্ব বয়স্কা বোনদের কাছ থেকে তা গ্রহণ করুন।​—⁠তুলনা করুন তীত ২:​৩-৫.

১৮, ১৯. (ক) সৎপরিবারেরা কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়? (খ) সৎপরিবারে পিতামাতা ও সন্তানেরা কিভাবে প্রজ্ঞা ও বিচক্ষণতা দেখাতে পারে?

১৮ অনুরূপে, সৎপরিবারগুলিও চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অনেকসময় সৎঅভিভাবক দেখেন যে “তৎক্ষণাৎ ভালবাসা” দেখা যাচ্ছে না। উদাহরণস্বরূপ, নিজ সন্তানের প্রতি আপাতদৃষ্টিতে কোন পক্ষপাতিত্ব দেখালে হয়ত সৎসন্তানেরা একটু মনোব্যথা পেতে পারে। (তুলনা করুন আদিপুস্তক ৩৭:​৩, ৪.) আসলে সৎসন্তানেরা হয়ত ছেড়ে চলে যাওয়া পিতা বা মাতার দুঃখকে আঁকড়ে ধরে থাকে অথবা তারা ভয় পায় যে সৎঅভিভাবককে ভালবাসলে হয়ত তাদের নিজ পিতা বা মাতার প্রতি অবিশ্বস্ততা দেখানো হবে। প্রয়োজনীয় শাসন করার প্রচেষ্টার ফল হয়ত নিষ্ঠুরভাবে স্মরণ করিয়ে দিতে পারে যে, ‘তুমি আমার আসল পিতামাতা নও!’

১৯ হিতোপদেশ ২৪:৩ পদ বলে: “প্রজ্ঞা দ্বারা গৃহ নির্ম্মিত হয়, আর বুদ্ধি দ্বারা তাহা স্থিরীকৃত হয়।”এক সৎপরিবারকে সফলকামী করতে সকলের প্রয়োজন প্রজ্ঞা ও বিচক্ষণ ক্ষমতার। সময়ক্রমে, সাধারণত সেই দুঃখজনক বিষয়টি সন্তানদের স্বীকার করে নিতেই হয় যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। অনুরূপে সৎঅভিভাবকও হয়ত সহিষ্ণু ও সমব্যথী হতে শিখতে হবে এবং তাকে আপাতদৃষ্টিতে অস্বীকার করা হলে দ্রুত অপমানিত হতে হবে। (হিতোপদেশ ১৯:১১; উপদেশক ৭:⁠৯) শাসকের ভূমিকা গ্রহণ করার আগে সৎসন্তানের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সচেষ্ট হন। সেই বন্ধন গড়ে ওঠা পর্যন্ত, অনেকে মনে করেন যে নিজ পিতা বা মাতা শাসন করার কাজ করলে ভাল হয়। উদ্বিগ্নতা বৃদ্ধি পেলে, ভাব-বিনিময় করার প্রচেষ্টা করতে হবে। “কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্ত্তী,” বলে হিতোপদেশ ১৩:১০ পদ।c

আপনার পরিবারের পরিত্রাণের জন্য কাজ করেই চলুন!

২০. খ্রীষ্টীয় পরিবারের মস্তকদের ক্রমাগত কী করে যাওয়া দরকার?

২০ দৃঢ় খ্রীষ্টীয় পরিবার হঠাৎ করে সৃষ্টি হয় না। পরিবারের মস্তকেরা, আপনাদের পরিবারের পরিত্রাণের জন্য পরিশ্রম করেই যান। প্রহরারত থাকুন, মন্দ গুণাবলি অথবা জাগতিক মনোভাবগুলির প্রতি নজর দিন। কথাবার্তায়, আচরণে, প্রেমে, বিশ্বাসে ও সচ্চরিত্রতায় উত্তম উদাহরণ স্থাপন করুন। (১ তীমথিয় ৪:১২) ঈশ্বরের আত্মার ফল প্রদর্শন করুন। (গালাতীয় ৫:​২২, ২৩) সহিষ্ণুতা, বিবেচনা শক্তি, ক্ষমাভাব ও কোমলতা আপনার সন্তানকে ঈশ্বরের পথে শিক্ষা দিতে আপনাকে পুনরায় উদ্দীপিত করবে।​—⁠কলসীয় ৩:​১২-১৪.

২১. পরিবারে এক অন্তরঙ্গ ও আনন্দদায়ক পরিস্থিতি কিভাবে বজায় রাখা যেতে পারে?

২১ ঈশ্বরের সাহায্যে, আপনার পরিবারে আনন্দপূর্ণ ও অন্তরঙ্গ মনোভাব বজায় রাখুন। পরিবার হিসাবে সময় ব্যয় করুন, প্রতিদিন একসঙ্গে অন্তত একটি ভোজন করার চেষ্টা করুন। খ্রীষ্টীয় সভা, ক্ষেত্র পরিচর্যা ও পারিবারিক বাইবেল অধ্যয়ন অত্যন্ত জরুরি। তবুও, হাস্য করিবার কাল . . . ও নৃত্য করিবার কাল,” আছে। (উপদেশক ৩:​১, ৪) হ্যাঁ, গঠনমূলক মনোরঞ্জনের জন্য সময় নির্দিষ্ট করুন। যাদুঘর, চিড়িয়াখানায় যান এবং ঐরূপ স্থানগুলি সমস্ত পরিবারের জন্য আনন্দদায়ক স্থান হবে। অথবা টিভি বন্ধ করে দিয়ে গান করে, সঙ্গীত শুনে, কোন খেলা খেলে এবং কথাবার্তা বলে সময় কাটাতে পারেন। এইগুলি পরিবারকে ঘনিষ্ঠ করে তুলতে সাহায্য করে।

২২. আপনার পরিবারের পরিত্রাণের জন্য কেন আপনাকে পরিশ্রম করতে হবে?

২২ সমস্ত সৎকর্ম্মে ফলবান্‌ ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্দ্ধিষ্ণু,” হওয়ার সাথে সাথে খ্রীষ্টীয় পিতামাতারা আপনারা সকলে যেন যিহোবাকে সম্পূর্ণ সন্তুষ্ট করতে শ্রম করেই চলেন। (কলসীয় ১:১০) ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার দৃঢ় ভিত্তিতে আপনার পরিবারকে গড়ে তুলুন। (মথি ৭:​২৪-২৭) “প্রভুর শাসনে ও চেতনা প্রদানে” আপনার সন্তানদের মানুষ করে তোলার চেষ্টাতে যিহোবার যে অনুমোদন আছে এই সম্পর্কে দৃঢ় নিশ্চিত থাকুন।​—⁠ইফিষীয় ৬:⁠৪.

[পাদটীকাগুলো]

a সেপ্টেম্বর ৮, ১৯৯২, আওয়েক!-এর “বাইবেলের দৃষ্টিভঙ্গি: ‘শাসন-দণ্ড’​—⁠সেকেলে হয়ে গেছে?” প্রবন্ধটি দেখুন।

b সেপ্টেম্বর ১৫, ১৯৮০, প্রহরীদুর্গ-এর পৃষ্ঠা ১৫-২৬ দেখুন।

c প্রহরীদুর্গ অক্টোবর ১৫, ১৯৮৪, পৃষ্ঠা ২১-৫ দেখুন।

আপনি কিভাবে উত্তর দেবেন?

▫ স্বামী ও স্ত্রী তাদের পরিবার গড়ে তুলতে কিভাবে সহযোগিতা করতে পারেন?

▫ সন্তানদের মানসিক চাহিদাগুলি কী কী এবং সেইগুলি কিভাবে পূরণ করা যায়?

▫ পরিবারের মস্তকেরা রীতিগতভাবে ও রীতিবর্হিভূতভাবে কিভাবে তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে পারেন?

▫ পিতামাতারা কিভাবে ধার্মিকতায় অনুশাসন করতে পারেন?

▫ এক-অভিভাবক পরিবার ও সৎপরিবারের উপকারের জন্য কী করা যেতে পারে?

[২৯ পৃষ্ঠার চিত্র]

পিতার প্রেম ও স্বীকৃতি সন্তানের মানসিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার