গান ৮৮
তোমার পথ আমাকে জানাও
১. আজ এ-সে-ছি দে-খো যি-হো-বা ঈ-শ্বর,
তো-মার ডা-কে দি-লাম যে সা-ড়া।
তো-মার বা-ক্য দেয় আ-শ্চ-র্য এক আ-লো,
হই-নি তাই ক-খ-নো পথ-হা-রা।
(কোরাস)
শে-খাও আ-মায়, হৃ-দ-য়ে ভ-রে দাও
আ-ন-ন্দে যে-ন মা-নি সব আ-জ্ঞা।
স-ত্যের প-থে আ-মা-কে নি-য়ে যাও।
মান-ব সব নী-তি ক-রি প্র-তি-জ্ঞা।
২. যি-হো-বা, তো-মার প্র-জ্ঞা ক-তই অ-গাধ!
নি-খুঁত তো-মার শা-সন দেয় আ-শ্বাস।
তো-মার বা-ক্যের জ্ঞান ক-রে আ-মায় অ-বাক।
তা ধ্যান ক-রে রোজ বা-ড়ে বি-শ্বাস।
(কোরাস)
শে-খাও আ-মায়, হৃ-দ-য়ে ভ-রে দাও
আ-ন-ন্দে যে-ন মা-নি সব আ-জ্ঞা।
স-ত্যের প-থে আ-মা-কে নি-য়ে যাও।
মান-ব সব নী-তি ক-রি প্র-তি-জ্ঞা।