ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৬৬
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৬৬:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া, পৃষ্ঠা ৪৯

    প্রহরীদুর্গ,

    ৬/১৫/১৯৯৮, পৃষ্ঠা ১২

যিশাইয় ৬৬:২

পাদটীকা

  • *

    বা “কথার বিষয়ে চিন্তিত।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া, পৃষ্ঠা ৪৯

যিশাইয় ৬৬:৩

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    বা সম্ভবত, “যে মূর্তির প্রশংসা করে।”

যিশাইয় ৬৬:৫

পাদটীকা

  • *

    বা “কথার বিষয়ে চিন্তিত।”

যিশাইয় ৬৬:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ১১

যিশাইয় ৬৬:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১৪, পৃষ্ঠা ২৬

    ১/১/১৯৯৬, পৃষ্ঠা ১০

    ৭/১/১৯৯৫, পৃষ্ঠা ২০-২১

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ১১

যিশাইয় ৬৬:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০১৮, পৃষ্ঠা ১৪

যিশাইয় ৬৬:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০১৮, পৃষ্ঠা ১৪

    প্রহরীদুর্গ,

    ১/১৫/১৯৯৬, পৃষ্ঠা ২২

যিশাইয় ৬৬:১৪

পাদটীকা

  • *

    বা “শক্তি।”

যিশাইয় ৬৬:১৭

পাদটীকা

  • *

    অর্থাৎ মূর্তিপূজার জন্য ব্যবহৃত বিশেষ বাগান।

যিশাইয় ৬৬:২২

পাদটীকা

  • *

    আক্ষ., “বীজ।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১৫/২০০০, পৃষ্ঠা ১৪-১৫

    ৭/১/১৯৯৫, পৃষ্ঠা ১৫

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ১২/২০১৯, পৃষ্ঠা ৭

যিশাইয় ৬৬:২৩

পাদটীকা

  • *

    বা “আমার উপাসনা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১/২০০৬, পৃষ্ঠা ৩১

    ৪/১৫/২০০০, পৃষ্ঠা ১৪-১৫

যিশাইয় ৬৬:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৬/১৫/২০০৮, পৃষ্ঠা ২৭

    ৪/১৫/২০০০, পৃষ্ঠা ১৪-১৫

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৬৬:১-২৪

যিশাইয়

৬৬ যিহোবা এই কথা বলেন:

“স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখার পিঁড়ে।

তাহলে, তোমরা কোথায়ই-বা আমার জন্য গৃহ তৈরি করবে

আর কোথায়ই-বা আমার বিশ্রামের স্থান?”

 ২ যিহোবা ঘোষণা করেন:

“আমার নিজের হাতই এই সমস্ত কিছু তৈরি করেছে

আর এভাবেই এই সমস্ত কিছু অস্তিত্বে এসেছে।

আমি সেই ব্যক্তির দিকে তাকাব,

যে নম্র, যার মন ভেঙে গিয়েছে এবং যে আমার কথায় থরথর করে কাঁপে।*

 ৩ যে ষাঁড় হত্যা করে, সে এমন ব্যক্তির মতো, যে মানুষ খুন করে।

যে মেষ বলি দেয়, সে এমন ব্যক্তির মতো, যে কুকুরের ঘাড় ভাঙে।

যে উপহার দেয়, সে এমন ব্যক্তির মতো, যে শূকরের রক্ত উৎসর্গ করে!

যে স্মরণার্থের উৎসর্গ হিসেবে লোবান* উৎসর্গ করে, সে এমন ব্যক্তির মতো, যে মন্ত্র পড়ে আশীর্বাদ করে।*

তারা নিজেদের পথ বেছে নিয়েছে

আর তারা যা জঘন্য, সেটাতে আনন্দ পায়।

 ৪ তাই, আমি ঠিক করব যে, কীভাবে আমি তাদের শাস্তি দেব

আর যে-বিষয়গুলোর কারণে তারা আতঙ্কিত হয়, সেগুলোই আমি তাদের উপর নিয়ে আসব।

কারণ আমি যখন ডেকেছিলাম, তখন কেউ উত্তর দেয়নি,

আমি যখন কথা বলেছিলাম, তখন কেউ শোনেনি।

তারা আমার চোখে যা মন্দ, তা করতে থাকল

আর আমাকে যা অসন্তুষ্ট করে, তা-ই করা বেছে নিল।”

 ৫ তোমরা যারা যিহোবার কথায় থরথর করে কাঁপ,* তাঁর কথা শোনো:

“তোমাদের ভাইয়েরা, যারা তোমাদের ঘৃণা করে এবং আমার নামের কারণে তোমাদের এড়িয়ে চলে, তারা উপহাস করে বলে, ‘যিহোবার গৌরব হোক!’

কিন্তু, ঈশ্বর দেখা দেবেন এবং তিনি তোমাদের আনন্দ দেবেন

আর সেই ব্যক্তিদেরই লজ্জিত করা হবে।”

 ৬ শোনো, নগর থেকে জোরে জোরে আওয়াজ শোনা যাচ্ছে, মন্দির থেকে আওয়াজ শোনা যাচ্ছে!

যিহোবা তাঁর শত্রুদের তাদের কাজের প্রাপ্য ফল দিচ্ছেন।

 ৭ সেই মহিলার ব্যথা ওঠার আগেই সে জন্ম দিল।

তার প্রসববেদনা হওয়ার আগেই সে একটি ছেলের জন্ম দিল।

 ৮ কেই-বা এইরকম কিছু শুনেছে?

কে এইরকম কিছু দেখেছে?

কোনো দেশের জন্ম কি এক দিনেই হতে পারে?

অথবা কোনো জাতির জন্ম কি হঠাৎই হতে পারে?

কিন্তু, সিয়োনের ব্যথা ওঠার সঙ্গেসঙ্গেই সে তার ছেলেদের জন্ম দিল।

 ৯ যিহোবা বলেন: “আমি কি একটি সন্তানকে জন্মের সময় পর্যন্ত এনে তাকে জন্মাতে দেব না?”

তোমার ঈশ্বর বলেন: “আমি কি সন্তানের প্রসব শুরু হতে দেওয়ার পর গর্ভ বন্ধ করে দেব?”

১০ তোমরা যারা জেরুসালেমকে ভালোবাস, তোমরা সবাই তার সঙ্গে আনন্দ ও উল্লাস করো।

তোমরা যারা তার কারণে শোক করছ, তোমরা সবাই তার সঙ্গে অনেক আনন্দ করো

১১ কারণ তোমরা তার স্তন থেকে দুধ পান করে পরিতৃপ্ত হবে এবং সান্ত্বনা লাভ করবে

আর তোমরা মন ভরে পান করবে এবং তার প্রচুর মহিমার কারণে আনন্দ লাভ করবে।

১২ কারণ যিহোবা এই কথা বলেন:

“দেখো, আমি তাকে এমন শান্তি দিচ্ছি, যেটা ঠিক নদীর মতো

এবং আমি তাকে জাতিগুলোর এমন মহিমা দিচ্ছি, যেটা উপচে পড়া নদীর মতো।

তোমাকে দুধ পান করানো হবে এবং কোলে করে নিয়ে যাওয়া হবে

আর তোমাকে হাঁটুর উপরে নাচানো হবে।

১৩ মা যেভাবে তার ছেলেকে সান্ত্বনা দেয়,

সেভাবেই আমি তোমাদের সান্ত্বনা দিতে থাকব

আর জেরুসালেমের কারণে তোমাদের সান্ত্বনা দেওয়া হবে।

১৪ তোমরা এটা দেখবে এবং তোমাদের হৃদয়ে আনন্দ করবে,

তোমাদের হাড়গুলো নতুন ঘাসের মতোই সতেজ হয়ে উঠবে।

আর যিহোবা তাঁর দাসদের নিজের হাত* দেখতে দেবেন,

কিন্তু তিনি তাঁর শত্রুদের নিন্দা করবেন।”

১৫ “কারণ যিহোবা আগুনের মতো আসবেন

আর তাঁর রথগুলো ঝোড়ো বাতাসের মতো আসবে।

তিনি প্রচণ্ড রাগে প্রতিফল দিতে

এবং আগুনের শিখা দিয়ে ধমক দিতে আসবেন।

১৬ কারণ যিহোবা আগুন দিয়ে বিচার কার্যকর করবেন,

হ্যাঁ, তিনি তাঁর তলোয়ার দিয়ে সমস্ত মানুষের বিরুদ্ধে বিচার কার্যকর করবেন।

আর অনেক লোক যিহোবার হাতে মারা পড়বে।

১৭ “যারা বাগানের* মাঝে থাকা মূর্তির উপাসনা করার জন্য নিজেদের পবিত্র করে এবং শুচি করে ও সেইসঙ্গে যারা শূকরের মাংস, জঘন্য জিনিস এবং ইঁদুর খায়, তারা সবাই একসঙ্গে শেষ হয়ে যাবে।” যিহোবা এই ঘোষণা করেছেন। ১৮ “যেহেতু আমি তাদের কাজ এবং তাদের চিন্তাভাবনা সম্বন্ধে জানি, তাই আমি সমস্ত জাতি ও ভাষার লোকদের একত্রিত করতে আসছি আর তারা আসবে এবং আমার মহিমা দেখবে।”

১৯ “আমি তাদের মাঝে একটা চিহ্ন স্থির করব এবং যারা পালিয়ে গিয়েছে, তাদের মধ্য থেকে কাউকে কাউকে আমি সেই দেশগুলোতে পাঠাব, যেগুলো আমার বিষয়ে কোনো খবর শোনেনি কিংবা আমার মহিমা দেখেনি। আমি তাদের তিরন্দাজদের দেশ তর্শীশ, পূল ও লূদে পাঠাব আর আমি তাদের তূবল ও যবনে এবং দূরদূরান্তে থাকা দ্বীপগুলোতে পাঠাব আর তারা জাতিগুলোর মাঝে আমার মহিমা ঘোষণা করবে। ২০ ঠিক যেভাবে ইজরায়েলের লোকেরা নিজেদের উপহার শুচি পাত্রে যিহোবার গৃহে নিয়ে আসে, তেমনই তারা সমস্ত জাতির মধ্য থেকে তোমাদের ভাইদের যিহোবার জন্য উপহার হিসেবে নিয়ে আসবে। তারা তাদের ঘোড়ায়, রথে, ছাদওয়ালা গাড়িতে, খচ্চরে এবং দ্রুত যায় এমন উটে করে আমার পবিত্র পর্বত জেরুসালেমে নিয়ে আসবে।” যিহোবা এই কথা বলেছেন।

২১ যিহোবা বলেন: “আমি তাদের মধ্য থেকে কাউকে কাউকে যাজক হওয়ার জন্য এবং কাউকে কাউকে লেবীয় হওয়ার জন্য নেব।”

২২ যিহোবা ঘোষণা করেন: “ঠিক যেভাবে আমি যে-নতুন আকাশমণ্ডল এবং যে-নতুন পৃথিবী তৈরি করছি, সেগুলো আমার সামনে টিকে থাকবে, সেভাবেই তোমাদের বংশধর* এবং তোমাদের নাম টিকে থাকবে।”

২৩ যিহোবা বলেন: “আর এক নতুন চাঁদের দিন থেকে আরেক নতুন চাঁদের দিন পর্যন্ত

এবং এক বিশ্রামবার থেকে আরেক বিশ্রামবার পর্যন্ত

সমস্ত মানুষ আমার সামনে মাথা নত* করার জন্য আসবে।

২৪ আর তারা বাইরে যাবে এবং সেই লোকদের মৃতদেহগুলো দেখবে, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল

কারণ সেই মৃতদেহগুলোতে থাকা পোকাগুলো মরবে না

আর যে-আগুন সেগুলোকে পুড়িয়ে দেয়, সেটা নিভে যাবে না

আর সমস্ত লোক সেগুলোকে ঘৃণা করবে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার