ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৪৮
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৪৮:১

পাদটীকা

  • *

    অর্থাৎ ভূমি থেকে বের হওয়া জল।

  • *

    বা সম্ভবত, “যিহূদার কাছ থেকে।”

যিশাইয় ৪৮:৩

পাদটীকা

  • *

    আক্ষ., “প্রথম।”

যিশাইয় ৪৮:৫

পাদটীকা

  • *

    বা “ছাঁচে ঢালা।”

যিশাইয় ৪৮:১০

পাদটীকা

  • *

    বা “পরীক্ষা করার।” বা সম্ভবত, “বেছে নেওয়ার।”

যিশাইয় ৪৮:১১

পাদটীকা

  • *

    বা “অন্য কারো সঙ্গে ভাগ করে নেব না।”

যিশাইয় ৪৮:১৪

পাদটীকা

  • *

    আক্ষ., “তাদের।”

যিশাইয় ৪৮:১৬

পাদটীকা

  • *

    বা “আমাকে তাঁর পবিত্র শক্তি দিয়ে পাঠিয়েছেন।”

যিশাইয় ৪৮:১৭

পাদটীকা

  • *

    বা “নিজের ভালোর।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৮

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ২/২০১৭, পৃষ্ঠা ১

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/১৯৯৮, পৃষ্ঠা ১৭

    ২/১/১৯৯৪, পৃষ্ঠা ১২-১৭

যিশাইয় ৪৮:১৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৮/২০২২, পৃষ্ঠা ৩০

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৮

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ২/২০১৭, পৃষ্ঠা ২

    ‘ঈশ্বরের প্রেম’, পৃষ্ঠা ২২৭

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০১১, পৃষ্ঠা ২৫

    ১/১৫/২০০৭, পৃষ্ঠা ১০

    ২/১/১৯৯৪, পৃষ্ঠা ১৩

    জ্ঞান, পৃষ্ঠা ১১৮

যিশাইয় ৪৮:১৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ২/২০১৭, পৃষ্ঠা ১

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৪৮:১-২২

যিশাইয়

৪৮ হে যাকোবের পরিবার, শোনো!

তোমরা যারা ইজরায়েলের নামে নিজেদের পরিচয় দাও,

তোমরা যারা যিহূদার ঝরনা* থেকে* এসেছ,

তোমরা যারা যিহোবার নামে দিব্য কর

এবং ইজরায়েলের ঈশ্বরকে ডাক,

যদিও সত্যে ডাক না এবং যা সঠিক, তা কর না।

 ২ কারণ তারা নিজেদের পবিত্র নগরের বাসিন্দা বলে পরিচয় দেয়

আর তারা ইজরায়েলের ঈশ্বরের সাহায্যের অনুসন্ধান করে,

যাঁর নাম স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা।

 ৩ “আগেকার* বিষয়গুলো সম্বন্ধে অনেক আগেই আমি তোমাকে জানিয়েছিলাম।

সেগুলো আমার নিজের মুখ থেকেই বেরিয়েছিল

আর আমি সেগুলো জানিয়েছিলাম।

তারপর, আমি হঠাৎ পদক্ষেপ নিয়েছিলাম আর সেগুলো ঘটেছিল।

 ৪ যেহেতু আমি জানতাম, তুমি কতটা একগুঁয়ে,

তোমার ঘাড় লোহার মতো এবং কপাল তামার মতো শক্ত,

 ৫ তাই আমি অনেক আগেই তোমাকে বলেছিলাম।

এই সমস্ত কিছু ঘটার আগেই আমি তোমাকে জানিয়েছিলাম,

যাতে তুমি বলতে না পার, ‘আমার প্রতিমা এটা করেছে,

আমার খোদাই-করা মূর্তি এবং আমার ধাতব* মূর্তি এটা করার আজ্ঞা দিয়েছে।’

 ৬ তুমি এই সমস্ত বিষয় শুনেছ ও দেখেছ।

তোমরা কি এগুলো ঘোষণা করবে না?

এখন থেকে আমি তোমার কাছে নতুন নতুন বিষয় ঘোষণা করছি,

সযত্নে গোপন করে রাখা বিষয়গুলো জানাচ্ছি, যেগুলো তুমি আগে জানতে না।

 ৭ সেগুলো অনেক আগে নয় বরং এখনই সৃষ্টি করা হচ্ছে,

সেগুলোর বিষয়ে তুমি আজকের আগে কখনো শোননি,

যাতে তুমি বলতে না পার, ‘দেখো! আমি এগুলোর বিষয়ে ইতিমধ্যেই জানতাম।’

 ৮ না, তুমি এই বিষয়ে শোননি, তুমি এই বিষয়ে জাননি

আর অতীতে তোমার কান খোলা ছিল না।

কারণ আমি জানি, তুমি বিশ্বাসঘাতক

আর তোমাকে জন্ম থেকেই অপরাধী বলা হয়েছে।

 ৯ কিন্তু, আমি নিজের নামের জন্য আমার রাগ দমন করব,

আমার গৌরবের জন্য নিজেকে আটকাব

আর আমি তোমাকে ধ্বংস করব না।

১০ দেখো! আমি তোমাকে পরিশোধন করেছি, তবে রুপোর মতো নয়।

ধাতুকে যেভাবে অগ্নিকুণ্ডে গলানো হয়,

সেভাবেই আমি তোমাকে পরিশোধন করার* জন্য তোমাকে কষ্ট পেতে দিয়েছি।

১১ আমি আমার নামের জন্য, হ্যাঁ, আমার নামের জন্য পদক্ষেপ নেব।

কারণ কীভাবে আমি নিজের নামকে অপবিত্র হতে দিতে পারি?

আমি আমার গৌরব অন্য কাউকে দেব না।*

১২ হে যাকোব, আমার কথা শোনো! হে ইজরায়েল, আমার কথা শোনো! আমি তোমাকে ডেকেছি।

আমিই তিনি। আমি প্রথম, আবার আমিই শেষ।

১৩ আমার নিজের হাত পৃথিবীর ভিত্তি স্থাপন করেছে,

আমার ডান হাত আকাশ বিছিয়েছে।

আমি যখন তাদের ডাকি, তখন তারা একসঙ্গে উপস্থিত হয়।

১৪ তোমরা সবাই একত্রিত হও আর শোনো।

দেবতাদের* মধ্যে কে এই সমস্ত বিষয় ঘোষণা করেছে?

যিহোবা তাকে ভালোবেসেছেন।

সে ব্যাবিলনের বিরুদ্ধে তাঁর ইচ্ছা পূর্ণ করবে

আর তার হাত কল্‌দীয়দের বিরুদ্ধে উঠবে।

১৫ আমি নিজে বলেছি আর আমি তাকে ডেকেছি।

আমি তাকে নিয়ে এসেছি আর সে নিজের কাজে সফল হবে।

১৬ আমার কাছে এসো আর শোনো।

একেবারে শুরু থেকে আমি এই বিষয়টা খোলাখুলিভাবে বলেছি।

যখন এটা ঘটেছিল, সেই সময় থেকে আমি রয়েছি।”

এখন নিখিলবিশ্বের প্রভু যিহোবা আমাকে পাঠিয়েছেন এবং তাঁর পবিত্র শক্তি দিয়েছেন।*

১৭ যিহোবা, যিনি তোমার মুক্তিদাতা এবং ইজরায়েলের পবিত্র ঈশ্বর, তিনি এই কথা বলেন:

“আমি যিহোবা, তোমার ঈশ্বর,

আমি তোমার উপকারের* জন্য তোমাকে শিক্ষা দিই,

আমি তোমাকে সেই পথে নিয়ে যাই, যে-পথে তোমার চলা উচিত।

১৮ হায়, তুমি যদি আমার আজ্ঞাগুলোর প্রতি মনোযোগ দিতে!

তাহলে, তোমার শান্তি নদীর মতো হত

আর তুমি সমুদ্রের ঢেউয়ের মতো সঠিক কাজ করে চলতে।

১৯ তোমার বংশ বালির মতো

আর তোমার বংশধর বালির কণার মতো অসংখ্য হয়ে উঠত।

আমার সামনে থেকে তাদের নাম কখনো মুছে ফেলা হত না কিংবা ধ্বংস করা হত না।”

২০ ব্যাবিলন থেকে বেরিয়ে যাও!

কল্‌দীয়দের কাছ থেকে পালিয়ে যাও!

আনন্দে চিৎকার করে জানাও! ঘোষণা করো!

পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই বিষয়টা জানাও।

বলো: “যিহোবা তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।

২১ তিনি যখন তাদের ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলোর মধ্য দিয়ে নিয়ে গেলেন, তখন তাদের পিপাসা পেল না।

তিনি তাদের জন্য শৈল থেকে জল বওয়ালেন,

তিনি একটা শৈল ফাটিয়ে সেটার মধ্য থেকে জলের ধারা বের করলেন।”

২২ যিহোবা বলেন: “মন্দ ব্যক্তিরা কখনো শান্তিতে থাকে না।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার