শনিবার, ২৬ জুলাই
প্রিয় সন্তান হিসেবে তোমরা ঈশ্বরের অনুকারী হও।—ইফি. ৫:১.
বর্তমানে, কীভাবে আমরা যিহোবার হৃদয়কে খুশি করতে পারি? আমরা অন্যদের কাছে তাঁর সম্বন্ধে বলি, যেটা থেকে বোঝা যায় যে, আমরা তাঁকে অনেক ভালোবাসি এবং মন থেকে তাঁর প্রতি কৃতজ্ঞ। প্রচার করার সময়ে আমরা চেষ্টা করি যেন লোকেরা যিহোবা সম্বন্ধে জানে, তাঁকে ভালবাসে এবং তাঁর নিকটবর্তী হয়। (যাকোব ৪:৮) আমরা বাইবেল থেকে যিহোবার গুণগুলো বলতেও ভালোবাসি, যেমন প্রেম, প্রজ্ঞা, ন্যায়বিচার, শক্তি এবং এইরকম অন্যান্য গুণ। এভাবে, আমরা যিহোবার নামের প্রশংসা করি। এ ছাড়া, আমরা যখন যিহোবার মতো হওয়ার চেষ্টা করি, তখনও আমরা তাঁর নামের প্রশংসা করি এবং তাঁর হৃদয়কে খুশি করি। এগুলো করার সময়ে কেউ কেউ হয়তো লক্ষ করবে যে, আমরা জগতের লোকদের চেয়ে কতটা আলাদা। (মথি ৫:১৪-১৬) প্রতিদিন আমরা যখন বিভিন্ন কাজ করি, তখন আমরা লোকদের বলতে পারি, কেন আমরা জগতের লোকদের চেয়ে আলাদা। এভাবে, সৎহৃদয়ের ব্যক্তিরা তাঁর নিকটবর্তী হতে পারে। এইসমস্ত কিছু করে আমরা যখন যিহোবার প্রশংসা করি, তখন আমরা তাঁর হৃদয়কে খুশি করি।—১ তীম. ২:৩, ৪. প্রহরীদুর্গ ২৪.০২ ১০ অনু. ৭
রবিবার, ২৭ জুলাই
যাতে তিনি . . . অন্যদের উৎসাহিত করতে পারেন এবং . . . তিরস্কারও করতে পারেন।—তীত ১:৯.
পরিপক্ব হতে গেলে তোমাদের কিছু দক্ষতা অর্জন করতে হবে, যেটা তোমাদের কাজে আসবে। এটার ফলে তোমরা মণ্ডলীর দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে। এ ছাড়া, তোমরা এমন কাজ খুঁজে পাবে, যেটার মাধ্যমে তোমরা নিজেদের এবং পরিবারের যত্ন নিতে পারবে আর অন্যদের সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাইবেলে বলা হয়েছে, যে-ব্যক্তি প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ে এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করে, সে আনন্দিত থাকে এবং তার প্রতিটা কাজে সফল হয়। (গীত. ১:১-৩) তাই, প্রতিদিন বাইবেল পড়ো। এভাবে তুমি যিহোবার চিন্তাভাবনা জানতে পারবে। যিহোবার চিন্তাভাবনা জানলে তুমি বুঝতে পারবে, বাইবেলের নীতিগুলো কীভাবে কাজে লাগানো যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। (হিতো. ১:৩, ৪) মণ্ডলীতে এমন ভাইদের প্রয়োজন, যারা সবাইকে বাইবেল থেকে শেখাবে এবং ভালো পরামর্শ দেবে। তোমরা যদি ভালো করে লেখাপড়া শেখো, তা হলে তোমরা এমন বক্তৃতা প্রস্তুত করতে পারবে আর এমন উত্তর দিতে পারবে, যেটা থেকে ভাই-বোনেরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের বিশ্বাস বাড়বে। তোমরা নোটও নিতে পারবে আর সেটার মাধ্যমে শুধু তোমাদের বিশ্বাসই বাড়বে না, কিন্তু ভাই-বোনেরাও উৎসাহিত হবে। প্রহরীদুর্গ ২৩.১২ ২৬-২৭ অনু. ৯-১১
সোমবার, ২৮ জুলাই
যিনি তোমাদের পক্ষে রয়েছেন, তিনি সেই দিয়াবলের চেয়েও শক্তিশালী, যে জগতের পক্ষে রয়েছে।—১ যোহন ৪:৪.
আপনার যখন ভয় লাগবে, তখন চিন্তা করুন, ভবিষ্যতে যিহোবা আপনার জন্য কী কী করবেন, যখন শয়তানকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ২০১৪ সালের আঞ্চলিক সম্মেলনে একটা ভিডিও দেখানো হয়েছিল। সেই ভিডিওতে একজন বাবা তার পরিবারের সঙ্গে আলোচনা করছিলেন যে, ২ তীমথিয় ৩:১-৫ পদ যদি পরমদেশের বিষয়ে লেখা হত, তা হলে এটা এমন হত: “নতুন জগতে পরিস্থিতি ভালো থাকবে এবং আমরা নিশ্চিন্তে থাকব। কারণ লোকেরা অন্যদের ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে, গর্ব করবে না, শান্ত হবে, একে অন্যের প্রশংসা করবে, বাবা-মায়ের বাধ্য হবে, কৃতজ্ঞ হবে, আনুগত্য দেখাবে, স্নেহ দেখাবে, মেনে নিতে ইচ্ছুক হবে, অপবাদ দেবে না, সংযমী হবে, হিংস্র হবে না, সবসময় ভালো কাজ করবে, বিশ্বাসঘাতকতা করবে না, নিজেদের ইচ্ছামতো কাজ করবে না, অহংকারী হবে না, আমোদপ্রমোদকে ভালোবাসবে না বরং ঈশ্বরকে ভালোবাসবে। তারা ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোর কাজ করবে। তুমি এইরকম লোকদের কাছে থেকো।” আপনি কি আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুবান্ধবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন যে, পরমদেশে জীবন কেমন হবে? প্রহরীদুর্গ ২৪.০১ ৬ অনু. ১৩-১৪