রবিবার, ২৭ জুলাই
যাতে তিনি . . . অন্যদের উৎসাহিত করতে পারেন এবং . . . তিরস্কারও করতে পারেন।—তীত ১:৯.
পরিপক্ব হতে গেলে তোমাদের কিছু দক্ষতা অর্জন করতে হবে, যেটা তোমাদের কাজে আসবে। এটার ফলে তোমরা মণ্ডলীর দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে। এ ছাড়া, তোমরা এমন কাজ খুঁজে পাবে, যেটার মাধ্যমে তোমরা নিজেদের এবং পরিবারের যত্ন নিতে পারবে আর অন্যদের সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাইবেলে বলা হয়েছে, যে-ব্যক্তি প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ে এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করে, সে আনন্দিত থাকে এবং তার প্রতিটা কাজে সফল হয়। (গীত. ১:১-৩) তাই, প্রতিদিন বাইবেল পড়ো। এভাবে তুমি যিহোবার চিন্তাভাবনা জানতে পারবে। যিহোবার চিন্তাভাবনা জানলে তুমি বুঝতে পারবে, বাইবেলের নীতিগুলো কীভাবে কাজে লাগানো যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। (হিতো. ১:৩, ৪) মণ্ডলীতে এমন ভাইদের প্রয়োজন, যারা সবাইকে বাইবেল থেকে শেখাবে এবং ভালো পরামর্শ দেবে। তোমরা যদি ভালো করে লেখাপড়া শেখো, তা হলে তোমরা এমন বক্তৃতা প্রস্তুত করতে পারবে আর এমন উত্তর দিতে পারবে, যেটা থেকে ভাই-বোনেরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের বিশ্বাস বাড়বে। তোমরা নোটও নিতে পারবে আর সেটার মাধ্যমে শুধু তোমাদের বিশ্বাসই বাড়বে না, কিন্তু ভাই-বোনেরাও উৎসাহিত হবে। প্রহরীদুর্গ ২৩.১২ ২৬-২৭ অনু. ৯-১১
সোমবার, ২৮ জুলাই
যিনি তোমাদের পক্ষে রয়েছেন, তিনি সেই দিয়াবলের চেয়েও শক্তিশালী, যে জগতের পক্ষে রয়েছে।—১ যোহন ৪:৪.
আপনার যখন ভয় লাগবে, তখন চিন্তা করুন, ভবিষ্যতে যিহোবা আপনার জন্য কী কী করবেন, যখন শয়তানকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ২০১৪ সালের আঞ্চলিক সম্মেলনে একটা ভিডিও দেখানো হয়েছিল। সেই ভিডিওতে একজন বাবা তার পরিবারের সঙ্গে আলোচনা করছিলেন যে, ২ তীমথিয় ৩:১-৫ পদ যদি পরমদেশের বিষয়ে লেখা হত, তা হলে এটা এমন হত: “নতুন জগতে পরিস্থিতি ভালো থাকবে এবং আমরা নিশ্চিন্তে থাকব। কারণ লোকেরা অন্যদের ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে, গর্ব করবে না, শান্ত হবে, একে অন্যের প্রশংসা করবে, বাবা-মায়ের বাধ্য হবে, কৃতজ্ঞ হবে, আনুগত্য দেখাবে, স্নেহ দেখাবে, মেনে নিতে ইচ্ছুক হবে, অপবাদ দেবে না, সংযমী হবে, হিংস্র হবে না, সবসময় ভালো কাজ করবে, বিশ্বাসঘাতকতা করবে না, নিজেদের ইচ্ছামতো কাজ করবে না, অহংকারী হবে না, আমোদপ্রমোদকে ভালোবাসবে না বরং ঈশ্বরকে ভালোবাসবে। তারা ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোর কাজ করবে। তুমি এইরকম লোকদের কাছে থেকো।” আপনি কি আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুবান্ধবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন যে, পরমদেশে জীবন কেমন হবে? প্রহরীদুর্গ ২৪.০১ ৬ অনু. ১৩-১৪
মঙ্গলবার, ২৯ জুলাই
তোমার উপর আমি খুব সন্তুষ্ট।—লূক ৩:২২.
এটা জেনে আমরা কতই-না স্বস্তি পাই যে, যিহোবা তাঁর সমস্ত উপাসকের উপর খুশি! বাইবেলে লেখা আছে, “সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত।” (গীত. ১৪৯:৪) কিন্তু, আমরা কখনো কখনো এতটাই হতাশ হয়ে পড়ি যে, আমরা চিন্তা করতে শুরু করি, ‘যিহোবা কি সত্যিই আমার উপর খুশি?’ অতীতেও যিহোবার অনেক বিশ্বস্ত সেবক এইরকমই চিন্তা করেছিল। (১ শমূ. ১:৬-১০; ইয়োব ২৯:২, ৪; গীত. ৫১:১১) বাইবেল থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি, যারা নিখুঁত নয়, তারাও যিহোবাকে খুশি করতে পারে। কীভাবে আমরা তা করতে পারি? আমাদের যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করতে হবে এবং বাপ্তিস্ম নিতে হবে। (যোহন ৩:১৬) বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আমরা দেখাই, আমরা আমাদের পাপগুলোর জন্য সত্যিই অনুতপ্ত এবং যিহোবার কাছে এই প্রতিজ্ঞা করি যে, আজ থেকে শুধুমাত্র তাঁর ইচ্ছাই পালন করব। (প্রেরিত ২:৩৮; ৩:১৯) এমনটা করার মাধ্যমে আমরা যিহোবার বন্ধু হই আর তিনি আমাদের উপর খুশি হন। আমরা যখন আমাদের উৎসর্গীকরণের প্রতিজ্ঞা অনুযায়ী চলার চেষ্টা করব, তখন যিহোবা খুশি হবেন এবং আমাদের বন্ধু হিসেবে দেখবেন।—গীত. ২৫:১৪. প্রহরীদুর্গ ২৪.০৩ ২৬ অনু. ১-২