ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
স্বাগতম।
এটা যিহোবার সাক্ষিদের দ্বারা বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রকাশনাদি গবেষণা করার একটা হাতিয়ার।
প্রকাশনা ডাউনলোড করার জন্য দয়া করে jw.org ওয়েবসাইটে যান।
ঘোষণা
নতুন যে-ভাষায় পাওয়া যাচ্ছে: Betsileo
  • আজ

সোমবার, ২৭ অক্টোবর

স্বামীদেরও তাদের স্ত্রীদের নিজেদের দেহের মতো ভালোবাসা উচিত।—ইফি. ৫:২৮.

যিহোবা চান যেন একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তার প্রয়োজনীয় বিষয়গুলোর খেয়াল রাখে, তার ভালো বন্ধু হয় এবং যিহোবার সঙ্গে তার সম্পর্ককে মজবুত করার জন্য তাকে সাহায্য করে। তোমরা যদি এখন থেকেই চিন্তাভাবনা করে কাজ করার ক্ষমতা বাড়াও, মহিলাদের সম্মান করতে শেখ এবং নির্ভরযোগ্য হও, তা হলে পরে তোমরা একজন ভালো জীবনসাথি হতে পারবে। বিয়ে করার পর তোমাদের হয়তো সন্তান হতে পারে। কীভাবে তোমরা ভালো বাবা হতে পার? (ইফি. ৬:৪) যিহোবা হৃদয় থেকে তাঁর পুত্র যিশুকে বলেছিলেন যে, তিনি তাঁকে ভালোবাসেন এবং তাঁর উপর সন্তুষ্ট। (মথি ৩:১৭) তাই, পরে তোমরা যদি বাবা হও, তা হলে তোমরাও যিহোবার মতো হওয়ার চেষ্টা কোরো। তোমাদের সন্তানেরা যেন এটা বোঝে যে, তোমরা তাদের ভালোবাসো। তারা যখন কোনো ভালো কাজ করবে, তখন হৃদয় থেকে তাদের প্রশংসা কোরো। তোমরা যখন এভাবে তোমাদের সন্তানদের সঙ্গে আচরণ করবে, তখন তারাও একজন পরিপক্ব খ্রিস্টান হয়ে উঠবে। তাই, এখন থেকেই তোমরা তোমাদের পরিবারের সদস্য এবং মণ্ডলীর ভাই-বোনদের প্রতি চিন্তা দেখাও। তাদের বলো যে, তোমরা তাদের কতটা ভালোবাসো এবং তারা তোমাদের কাছে কতটা মূল্যবান।—যোহন ১৫:৯. প্রহরীদুর্গ ২৩.১২ ২৮-২৯ অনু. ১৭-১৮

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৫

মঙ্গলবার, ২৮ অক্টোবর

হে যিহোবা, তোমার অটল প্রেম আমাকে ধরে রাখল।—গীত. ৯৪:১৮.

আশেপাশের লোকদের মতো যিহোবার বিশ্বস্ত সেবকদের উপরও সমস্যা আসে। এ ছাড়া, যেহেতু তারা যিহোবার সেবা করে, তাই লোকেরা তাদের বিরোধিতা করে অথবা তাদের উপর তাড়না নিয়ে আসে। যিহোবা হয়তো আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচাবেন না, কিন্তু তিনি কথা দিয়েছেন, এগুলো সহ্য করার জন্য তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। (যিশা. ৪১:১০) তাঁর সাহায্যে আমরা যেকোনো সমস্যার সময়েও আনন্দে থাকতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাকতে পারি। যিহোবা প্রতিজ্ঞা করেছেন যে, তিনি আমাদের সেই শান্তি দেবেন, যেটাকে বাইবেলে ‘ঈশ্বরের শান্তি’ বলা হয়েছে। (ফিলি. ৪:৬, ৭) এটা এমন এক স্বস্তি, যেটা শুধুমাত্র তখনই আমরা পেতে পারি, যখন যিহোবার সঙ্গে আমাদের এক দৃঢ় ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এই শান্তির কথা মানুষ চিন্তাও করতে পারে না। এটা এমন এক অনুভূতি, যেটা শব্দে বোঝানো যায় না। কখনো কি এমনটা হয়েছে, আপনি হৃদয় উজাড় করে যিহোবার কাছে প্রার্থনা করেছেন এবং সঙ্গেসঙ্গে আপনার মন শান্ত হয়ে গিয়েছে? এটাই হল “ঈশ্বরের সেই শান্তি।” প্রহরীদুর্গ ২৪.০১ ২০ অনু. ২; ২১ অনু. ৪

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৫

বুধবার, ২৯ অক্টোবর

আমার মন যেন যিহোবার প্রশংসা করে, আমার মধ্যে থাকা সমস্ত কিছু যেন তাঁর পবিত্র নামের প্রশংসা করে।—গীত. ১০৩:১.

যিহোবার বিশ্বস্ত সেবকেরা তাঁকে অনেক ভালোবাসে। তাই, তারা মনপ্রাণ দিয়ে তাঁর নামের প্রশংসা করে। রাজা দায়ূদ জানতেন, যিহোবার নামের প্রশংসা করার মানে হল তাঁর প্রশংসা করা। কারণ যিহোবার নাম শুনলে আমাদের মনে এমন একজন ব্যক্তির ছবি ভেসে ওঠে, যাঁর অনেক অপূর্ব গুণ রয়েছে এবং যিনি অসাধারণ কাজ করেছেন। এই কারণে দায়ূদ তার পিতার নামকে পবিত্র করতে এবং মনপ্রাণ দিয়ে তাঁর প্রশংসা করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, তার “অন্তরস্থ সকল” যেন যিহোবার প্রশংসা করে। দায়ূদের মতো লেবীয়েরাও উদ্যোগের সঙ্গে যিহোবার প্রশংসা করেছিল। তারা নম্র হয়ে এটা স্বীকার করেছিল, যিহোবার পবিত্র নামের যতই প্রশংসা করা হোক না কেন, তা কম। (নহি. ৯:৫) এতে কোনো সন্দেহ নেই যে, লেবীয়েরা যখন মন থেকে যিহোবার প্রশংসা করেছিল, তখন তিনি খুশি হয়েছিলেন। প্রহরীদুর্গ ২৪.০২ ৯ অনু. ৬

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৫
স্বাগতম।
এটা যিহোবার সাক্ষিদের দ্বারা বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রকাশনাদি গবেষণা করার একটা হাতিয়ার।
প্রকাশনা ডাউনলোড করার জন্য দয়া করে jw.org ওয়েবসাইটে যান।
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার